কাতল মাছ রান্নার রেসিপি||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভাল এবং সুস্থ আছেন। আমি মোটামুটি ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো। কাতল মাছ রান্নার রেসিপি। অন্যান্য মাছের তুলনায় কাতল মাছ আমার বেশ পছন্দের একটি মাছ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

20211110_191547.jpg

উপকরণ

মাছ৮০০ গ্রাম
আদা বাটা১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
লবণপরিমাণ মত
মরিচের গুঁড়া১.৫ চা চামচ
হলুদের গুঁড়া২ চা চামচ
জিরার গুঁড়া১ চা চামচ
পেঁয়াজ কুচিপরিমাণ মত
আলু ও বেগুন৩ টি করে

প্রস্তুত প্রণালী:-

ধাপ ১

IMG_20211110_132500.jpg

প্রথমে কাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে রাখি।


ধাপ ২

20211110_132121.jpg

এবার একটি পাত্রে আদা ,রসুন ও পেঁয়াজ বাটা নিয়েছি।


ধাপ ৩

IMG_20211110_132447.jpg

অপর একটি পাত্রে লবণ, হলুদ,মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া নিয়েছি।


ধাপ ৪

20211110_132322.jpg

এবার চুলায় সামান্য তেলে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেই এবং সামান্য ভেজে নেই।


ধাপ ৫

IMG_20211110_132511.jpgIMG_20211110_132443.jpg

এবার আদা ,রসুন বাটা এবং লবণ,হলুদ,মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে।


ধাপ ৬

IMG_20211110_132531.jpg

মিশ্রণ টি ভাল করে নেড়ে নেড়ে মিশিয়ে নেই।


ধাপ ৭

IMG_20211110_132607.jpg

এবার মাছ গুলো দিয়ে দিতে হবে।


ধাপ ৮

IMG_20211110_132640.jpg

মাছগুলো মসলার সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে।


ধাপ ৯

IMG_20211110_132827.jpg

এবার মাছগুলো কষিয়ে নিতে হবে।


ধাপ ১০

IMG_20211110_133458.jpg

কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিয়ে একটি পাত্রে রাখি।


ধাপ ১১

IMG_20211110_133504.jpg

এবার আলু ও বেগুন গুলো চুলায় দিয়ে দেই।


ধাপ ১২

IMG_20211110_133517.jpg

কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেই।


ধাপ ১৩

IMG_20211110_133909.jpg

মিশ্রণ টি পুনরায় ভাল করে মিশাই।


ধাপ ১৪

IMG_20211110_133921.jpg

এবার মাছগুলো আবার দিয়ে দেই।


ধাপ ১৫

IMG_20211110_133950.jpg

এবার পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে।


ধাপ ১৬

IMG_20211110_134025.jpg

এখন ১ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেই এবং হালকা নেড়ে নিয়ে ৩০ মিনিটের মত ঢেকে রান্না করি।


ধাপ ১৭

IMG_20211110_135644.jpg

রান্না হলে গেলে একটি পাত্রে গরম গরম পরিবেশন করি।


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি রেসিপি টি আপনাদের ভাল লেগেছে। এখানেই বিদায় নিচ্ছি আজ। সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

logo.gif
@labib2000

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago (edited)

সুন্দর হয়েছে ভাইয়া আপনার কাতলা মাছের রেসিপি। রেসিপিটি রং অত্যন্ত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে সবকিছু খুব পারফেক্ট ভাবে দিয়েছেন। এছাড়াও আপনি পোষ্টটি খুব দারুণ ভাবে করেছেন সবকিছু গুছিয়ে লিখেছেন সবকিছু মিলিয়ে অত্যন্ত ভালো মানের একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

 3 years ago (edited)

আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমিও বাসায় মাঝেমধ্যে এভাবে আলু বেগুন দিয়ে কাতল মাছ রান্না করি। খেতে মজাই লাগে। আপনার কাতল মাছ রান্না টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে রান্নার পদ্ধতি উপস্থাপন করেছেন। যা দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কতটা মজাদার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। সাথেই থাকবেন।

 3 years ago 

কাতল মাছের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত করার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

কাতল মাছ আমার খুবই পছন্দের একটি মাছ।এই মাছটি আমি খুবই পছন্দ করি।আপনার রান্নাটা দারুন হয়েছে।দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।আমার তো খেতে মন চাইছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাতল মাছের রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। উপস্থাপনাটা খুব ভালো ছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু মতামত করার জন্য।

 3 years ago 

আলু ও বেগুন দিয়ে কাতল মাছ আমার কাছে খুবই ভালো লাগে ।খাবারটি খেতে অন্যরকম একটা মজা লাগে আপনার খাবারটি দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে ।খুব সুন্দর ভাবে আপনি রেসিপিটি ধাপে ধাপে তৈরি করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত করার জন্য।

 3 years ago 

ভাইয়া দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন।
কাতল মাছের রেসিপি তাও আবার আমার খু খুব প্রিয় দুইটি সবজি দিয়ে আলু আর বগুণ😋😋।
দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে।খুব সুন্দর লিখেছেন প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে।

অসংখ্য ভাইয়া এতো টেস্টি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাতল মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাইয়া ।আমার কাতল মাছের মাথা অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই মাছের মধ্যে কাতল মাছ বেশি পছন্দ করি । আপনার আন্না অনেক সুন্দর হয়েছে ।উপস্থাপনা দারুন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

কাতলা মাছ আর রেসিপি টি অনেক সুন্দর হইছে।আপনি অনেক সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনার এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আহহ ভাইয়া কালার টা যা হয়েছে নাহ😛😋😋
দেখতে খুবই লোভনীয় হয়েছে আপনার রেসিপি টি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55117.74
ETH 2310.18
USDT 1.00
SBD 2.31