একটি বৃত্তের মান্ডালা অংকন||১০% বেনিফিসিয়ারী@shy-fox
আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
মান্ডালা অংকন তেমন ভাল না পারলেও এটি নিয়ে আমার বেশ কৌতুহল আছে । প্রথম বার এঁকে বেশ ভালোই লেগেছিল আমার। তাই আজ দ্বিতীয় বারের মত সহজ একটি বৃত্তের মান্ডালা আকার চেষ্টা করি। আশা করি আমার আঁকা চিত্র টি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
উপকরণ
- পেন্সিল
- কালো জেল পেন
- রাবার
- অফসেট পেপার
- স্কেল
- কম্পাস
অংকন পদ্ধতি
ধাপ ১
প্রথমে একটি বৃত্ত একে নিতে হবে।
ধাপ ২
এবার বৃত্তের নিচের থেকে স্কেল দিয়ে কয়েকটা দাগ দিয়ে নেই এবং কম্পাসের সাহায্যে আরো ছোট কয়েকটি অর্ধ বৃত্ত আকি।
ধাপ ৩
এবার বৃত্ত টি জেল পেন দিয়ে গাঢ় করে একে নিয়েছি।
ধাপ ৪
এবার বৃত্তের নিচে কলম দিয়ে অর্ধ বৃত্ত টি ভরাট করে নেই এবং দাগ বরাবর কয়েকটি ফুল একে নেই।
ধাপ ৫
ধাপ ৬
আরো কিছু ফুল উপর দিয়ে একে নিতে হবে এখন।
ধাপ ৭
ধাপ ৮
এবার পেন্সিলের দাগগুলো মুছে দিয়ে কলম দিয়ে আউটলাইনগুলো ভাল করে একে দেই।
ধাপ ৯
এবার পেন্সিল দিয়ে ফুলের নকশা গুলো একে নেই।
ধাপ ১০
ধাপ ১১
এখন ফাঁকা জায়গা গুলো কলম দিয়ে ভরাট করে ফেলি।
ধাপ ১২
এবার বৃত্তের ওপর পাশে পেন্সিল দ্বারা ফুলের নকশা করে নেই।
ধাপ ১৩
এবার ফুল গুলো কলম দ্বারা গাঢ় করে একে নিয়ে ডিজাইন গুলো দেই।
ধাপ ১৪
এবার পাতাগুলো কলম দিয়ে ডিজাইন করে দেই।
ধাপ ১৫
এবার বৃত্তের পাশের ফুলের নকশা গুলো দিয়ে দেই।
আশা করছি আমার আজকের চিত্র টি আপনাদের ভাল লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।ধন্যবাদ।
বাহ 😇আজকে আপনি দেখছি বেশ ভালো একটি ম্যান্ডেলা আমাদের মাঝে উপহার দিলেন। খুবই ভালো লাগছে এবং বৃত্ত করা ম্যান্ডেলা আসলেই ম্যান্ডেলা করতে অনেক সময় ধৈর্য ইচ্ছা শক্তির প্রয়োজন। আসলেই আপনি তার প্রমান দিলেন। অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি ধাপ আপনি সম্পন্ন করলেন। অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করলেন খুবই ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল
যদিও আমি তেমন ভাল পারি না, তবুও চেষ্টা করেছি। এই চিত্র গুলো আঁকতে আসলেই অনেক ধৈর্য্যর প্রয়োজন। প্রাকটিস করে করে আরো ভাল আকার চেষ্টা করব আশা করছি।
একটি বৃত্তের অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লাগেছে। বৃত্তের ভিতরের দৃশ্য টা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
একটি বৃত্তের মান্ডালা অংকন||টি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এক কথায় অপূর্ব♥♥
অনেক ধন্যবাদ আপু মতামত করার জন্য।
বাহ অনেক সুন্দর একটি আর্ট করে ফেলেছ দেখছি ভাইয়া, খুবই ভাল হয়েছে। তোমার আর্ট এত সুন্দর তা তো আগে জানতাম না। শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
বৃত্তের মান্ডালা খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখে আমি এটি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার বৃত্তের মান্ডালা আর্টটি দারুন সুন্দর হয়েছে।খুব সুন্দর করে প্রতিটি ধাপ এঁকেছেন ।ধাপ গুলোর বর্ণনা ও ছিল দেখার মতো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপু মতামত করার জন্য।
একটি বৃত্তের মান্ডালা আর্ট অনেক ভালো এঁকেছেন তো। দেখতে খুবই ভালো লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন ইচ্ছা করলেই এঁকে ফেলা যাবে ।আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ! কি অসাধারণ একটি ম্যান্ডেলার বিত্ত তৈরি করেছেন দেখে একবারে মনটা জুড়িয়ে গেল ভাই। আর সবচেয়ে বড় কথা হলো আপনিও ম্যান্ডেলা অংকন শুরু করে দিয়েছেন ভালোই হয়েছে সবাই ম্যান্ডেলা এক্সপার্ট হয়ে যাবে এক এক করে আমার বাংলা ব্লগের। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই মতামত করার জন্য।
বাহ ভাই বাহ!!
এ যে দেখছি ফাঁকফোকর দিয়ে একজন আর্টিস্ট উঠে আসছে। দিন দিন তো ভালোই পারদর্শী হয়ে উঠছেন দেখি। 😜
আচ্ছা সত্যি কিন্তু আমার কাছে সুন্দর লেগেছে ভাইয়া। আর জানেন কিনা জানিনা তবে মান্ডালা আর্ট আমার অনেক বেশি প্রিয়।
অনেক ধন্যবাদ আপু উৎসাহ দেয়ার জন্য। সময়ের সাথে ভাল করে আঁকতে পারব একসময় আশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।
খুব সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্টটি।এটি খুবই নিপুনতার কাজ।ছোট ছোট বিষয় ফুটিয়ে তোলা।যা আমার কাছে খুবই ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।