আজকের কিছু মুহূর্ত || ১০% বেনিফিসিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সাথে আমার আজকের কাটানো কিছু সময় নিয়ে কথা বলব।

তারিখ- ৩১ শে ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ

20210915_232533.jpg

20210809_092017.jpg

আজ সকালে বাজারে গিয়েছিলাম কিছু মাছ মাংস ও শাকসবজি কেনাকাটা করতে। ছবিটি মুরগির বাজার হতে তোলা। বাজারে প্রত্যহ দিনের মতই প্রচুর মানুষের ভিড়। এখন আগের তুলনায় মানুষ আর করোনা নিয়ে সচেতনতা অবলম্বন করছে না। প্রায় অনেকের মুখেই মাস্ক দেখা যাচ্ছিল না। নিরাপদ অবস্থান বজায় রাখার তো কোন কথাই নেই। তাও নিজে যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করে ৩,৪ টা দেশি মুরগি কিনে চললাম মাছ কিনতে।

20210809_091213.jpg

মাছের বাজারে একটু বেলা করে যাওয়ায় মানুষের ভিড় কিছুটা কম ছিল। মাছ ও অন্যান্য দিনের তুলনায় একটু কম দেখতে পেলাম। আরো ঘন্টাখানেক আগে আসলে হয়ত ভাল মাছ পেতাম।

20210809_091303.jpg

20210809_091110.jpg

20210809_091254.jpg
অন্যান্য মাছের দোকানে ভিড় মোটামোটি কম থাকলেও ইলিশ মাছের দোকান গুলোতে উপচে পরা ভিড়। তাই সুবিধা মত আর ছবি তোলার সুযোগ হয় নি। এখন ইলিশ মাছের মৌসুম হলেও দাম প্রায় অনেকটাই বেশি। প্রায় ৮০০/৯০০ টাকা কেজি। করোনার প্রভাবে অনেক মানুষেরই আর্থিক সমস্যা দেখা যায়। ফলে অনেকের ইচ্ছা সত্যেও ইলিশ খেতে পারছে না। ব্যবসায়ীদের উচিত সকল মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা করে দর দাম ঠিক করা। ২ টি ইলিশ মাছ কিনে আরো কিছু মাছ কিনলাম।

20210809_091202.jpg

মাছ কেনা শেষ এ কিছু শাক সবজি কিনে বাড়ির দিকে রওনা দিলাম।

20210912_095645.jpg

20210912_095649.jpg

বাজার শেষে বাড়িতে এসে সকালের নাস্তা শেষ করে ঘুমিয়ে পরি আবার। দুপুরে গোসল, খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে বাইরে হাটতে বের হই।

IMG_20210813_173553.jpg

IMG_20210821_184129.jpg
কিছুক্ষণ বাইরে ঘুরাঘুরি করে বাসায় চলে আসি। সন্ধ্যার দিকে ছাদে কিছুক্ষণ সময় কাটাই।

IMG_20210914_181824.jpg

IMG_20210914_181414.jpg

IMG_20210914_181249.jpg

বেশ কিছুদিন টানা বৃষ্টি শেষে পরিস্কার আকাশ ভালই লাগছিল দেখতে। সন্ধ্যার দিকে চাঁদ ও বেশ পরিস্কার দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল আকাশের দৃশ্য গুলো। রাতে কিছু বই পড়ে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ স্টিমিটে কিছুক্ষণ ব্রাউজ করতে করতে ভাবলাম আজকের দিনলিপিটি শেয়ার করি সবার সাথে। পোস্টটি লিখা শেষ করতে করতে এই রাত ১২.২২বেজে গেল।

আশা করি আমার আজকের দিনের বর্ণনা পরে ভাল লেগেছে আপনাদের। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে সবার সাথে ইন শা আল্লাহ। সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন।

w3w
Location
Location
Location
Location

ভিভাইসস্যামসাং এ৭০

logo.gif

সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে
@labib2000

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন,সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপনার কাটানো মুহূর্তটি খুব সুন্দর ছিল।বাজারে গিয়ে আপনি অনেকটা সময় অতিবাহিত করেছেন।সেই সাথে বাজারে বিভিন্ন ধরনের সবজি এবং মাছের ফটোগ্রাফি করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত করার জন্য। শুবেচ্ছা রইল ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর করে ছবি তুলতে পারেন। আর আপনি মনে হয় সব সময় বাজার করেন বাজার করার অভিজ্ঞতা সবার থাকে না আবার সবাই বাজার করতে ও জানে না। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই। ফটোগ্রাফির আরো কিছু পোস্ট আছে আমার। চাইলে দেখে আসতে পারেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি দিন পার করেছেন। শেষের ছবিটি অনেক ভালো লেগেছে আমারা কাছে।ধন্যবাদ আমাদের মাঝে আপনার দিনলিপি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

তোমার দিনটি আজ অনেক ভালো গেছে।আর মাছগুলো দেখে মনে হচ্ছে একবারে তরতাজা দেখে ভালই লাগল।অন্যান্য ছবিগুলো অনেক ভালো হয়েছে।অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার গ্রামের হাটের দৃশ্য অনেক সুন্দর। বিভিন্ন ধরনের মাছ মাংস ও সবজির দোকান আছে। গ্রামের ছবি গুলো অসাধারণ বিশেষ করে নদীর ছবিটি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

আপনার দিনটি বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে ।খুব ভালো সময় পার করেছেন ।ছবিগুলো চমৎকার ছিল ।চাঁদের ছবিটি দেখতে খুব ভালো লাগছিল ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য। শুবেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58116.56
ETH 2361.49
USDT 1.00
SBD 2.42