বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি||পর্ব ৫||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।



20220203_022107.jpg



গত পর্বের পর:-

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ভাবে উপভোগ করতে চাইলে এই জায়গা টি অর্থাৎ নীলাচল পর্যন্তন কেন্দ্রের কোন বিকল্প নেই। উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য হতে যেন চোখ ই ফেরাতে মন চায় না।


এই জায়গাটিতে আসলে হাতে অবশ্যই বেশি সময় নিয়ে আসতে হবে। কেননা এখানে আসলে ৪/৫ ঘন্টা এমনেই পার হয়ে যায় কোনদিক দিয়ে তা বোঝাই যায় না। তাই এখানে ঘুরতে জকে অবশ্যই একটু হাতে বেশি সময় নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি।


এই জায়গাটি আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে বিকেল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে ও সূর্য অস্ত যাবার মুহূর্তে। এই সময়ে জায়গাটি অসম্ভব সুন্দর লেগেছিল আমার কাছে। যেদিকেই তাকাই সেদিকের দৃশ্যই দুর্দান্ত লাগছিল দেখতে। এইসব মুহূর্তের কিছু ফটোগ্রাফি শেয়ার করছি আজ। চলুন ছবিগুলো দেখে নেয়া যাক।



ফটোগ্রাফি ১

IMG_20220111_164602.jpg

বিকেল বেলায় এই দৃশ্যটি দুর্দান্ত দেখাচ্ছিলো। সূর্যের আলোয় সৌন্দর্য তখন আরো অনেক বৃদ্ধি পেয়েছিল।


ফটোগ্রাফি ২

IMG_20220111_164610.jpg

সময় যতই সন্ধ্যার দিকে এগোচ্ছিল ততই একটু একটু করে কুয়াশা বৃদ্ধি পাচ্ছিল এবং সমগ্র দৃশ্যটির মাঝে ভিন্ন এক সৌন্দর্য দেখা যাচ্ছিল।


ফটোগ্রাফি ৩

IMG_20220111_164623.jpg

সূর্যাস্ত এর ফলে এই জায়গাটির সৌন্দর্য অসাধারণ লাগছিল আমার কাছে দেখতে। যেতেই যেন মন চাচ্ছিল না এখন থেকে।


ফটোগ্রাফি ৪

IMG_20220111_165003.jpg

এখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম দেখা যায় এই সময়টিতে।


ফটোগ্রাফি ৫

IMG_20220111_170951.jpg

পুরো ট্যুরের মধ্যে এই মুহূর্তের তথা সূর্য ডোবার মুহূর্ত টি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে। এক কথায় অসাধারণ লাগছিল দৃশ্য টি।


ফটোগ্রাফি ৬

IMG_20220112_073046.jpg

পরদিন সকাল ৭ টায় রওনা দিয়ে দেই নীলগিরি হিল রিসোর্ট এর উদ্দেশ্যে। বান্দরবানের আরো একটি টুরিস্ট এট্রাকশন এটি।


ফটোগ্রাফি ৭

20220112_085213.jpg

উঁচুনিচু পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। খুবই চমৎকার ছিল পথ টি।


ফটোগ্রাফি ৮

IMG_20220112_090123.jpg

আরো একটি অসাধারণ জায়গা হচ্ছে এটি। মেঘের রাজ্যে যেন হারিয়ে যেতে মন চায়।


ফটোগ্রাফি ৯

IMG_20220112_090126.jpg

মেঘের উপর এটিই আমার প্রথম অভিজ্ঞতা। পুরো সময়টাই খুবই সুন্দর কেটেছে এখানে। মেঘ আমাদের নিচ দিয়ে বয়ে যাচ্ছে ব্যাপার টা বেশ মজার ছিল।


ফটোগ্রাফি ১০

IMG_20220112_100551.jpg

তবে ঠিক ৯ টার পরেই আর মেঘ দেখা যায় না। মেঘ এর বয়ে চলা উপভোগ করতে হলে ভোরের দিকেই রওনা দেয়াই ভাল।


আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইন শা আল্লাহ আবার দেখা হবে। সকলে সুস্থ এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ৭০

W3W link:- https://w3w.co/accented.dragging.clapper, https://w3w.co/head.wifely.mystically
logo.gif
@labib2000

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার মন ছুয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফিই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে।সকাল সকাল এই ছবিগুলো দেখে মনটাই ভালো হয়ে গেছে।উপস্থাপনা বেশি সুন্দর। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মতামত করার জন্য। শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

বান্দরবান ভ্রমণের অপরূপ সৌন্দর্যময় ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে 4 নাম্বার 3 নাম্বার ফটো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

বান্দরবান হলো বাংলাদেশের অন্যতম সৌন্দর্য ঘেরা একটি এলাকা। কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তবে আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার ফটোগ্রাফি দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর জায়গা আমি কল্পনাও করিনি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য। সাথেই থাকবেন।

 2 years ago 

ভাই আমিওতো বান্দরবান গিয়েছিলাম কিন্তু এরকম মেঘের উপরে উঠে মেঘ দেখা আসলে সৌভাগ্য হয়নি। আপনার ফটোগ্রাফি গুলোতে দেখে তো আবার যাওয়ার লোভ লেগে গেলো। যদি সময় করতে পারছি না তারপরও চেষ্টা করবো আবার যাওয়ার জন্য, এত কাছ থেকে মেঘ গুলো দেখতে পাওয়ার সুযোগটা হাতছাড়া করা যাবে না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি গুলো ভাই আসলেই দুর্দান্ত ছিল।

 2 years ago 

অবশ্যই ভাই। অত্যন্ত সুন্দর একটি জায়গা এটি। পরের বার গেলে ঘুরে আসবেন।

 2 years ago 

ছবিতে মেঘ গুলো যেমন দেখা যাচ্ছে আসলেই কি এমন ছিল!! সাজেকের অনেক গল্প শুনেও এমন মেঘ আমরা সেখানে দেখতে পাইনি। মনে হচ্ছে মেঘ দেখার জন্য এখন বান্দরবানেই যেতে হবে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মেঘগুলো ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর দেখাচ্ছিল। গেলে ঘুরে আসবেন গিয়ে। শুভকামনা রইল ভাই।

বান্দরবান অনেক সুন্দর একটা জায়গা। পাহাড়ের আকা বাকা রাস্তা আর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এককথায় অসাধারন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। সুন্দর মতামত করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45