ডিম ময়দার পাকোড়া রেসিপি||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



GridArt_20211211_220539620.jpg



আজ আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি। রেসিপি টি হচ্ছে ময়দা, ডিম দিয়ে পাকোড়া তৈরির রেসিপি। বিকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য পাকোড়া ভালোই লাগে আমার খেতে। এর সাথে রেসিপি টি রান্নাও বেশ সহজ ও সময় সাপেক্ষ। তাই ভাবলাম সহজ রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করা যাক। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।



উপকরণ:-



ময়দা৩ টেবিল চামচ
লবণপরিমাণ মত
ধনিয়ার পাতাপরিমাণ মত
কাঁচা মরিচপরিমাণ মত
পেঁয়াজ কুচিপরিমাণ মত
ডিম১ টি


প্রস্তুত প্রণালী:-



ধাপ ১

IMG_20211210_190050.jpg

প্রথমে একটি পাত্রে পরিমাণ মত করে পেঁয়াজ কুচি,লবণ, ধনিয়ার পাতা ও মরিচ কুচি নিয়েছি।



ধাপ ২

IMG_20211210_190101.jpg

এবার ৩ টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি।



ধাপ ৩

IMG_20211210_190130.jpg

এবার একটি ডিম নিয়েছি।



ধাপ ৪

IMG_20211210_190158.jpg

ডিম টি ভেঙে নিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দিয়েছি।



ধাপ ৫

IMG_20211210_190229.jpg

ভাল করে মিশিয়ে নেয়ার পর।



ধাপ ৬

IMG_20211210_190235.jpg

চুলায় তেল গরম করতে দিয়েছি।



ধাপ ৭

IMG_20211210_190322.jpg

এখন পাকড়ার মত আকৃতি দিয়ে চুলায় ছেড়ে দিয়েছি।



ধাপ ৮

IMG_20211210_190524.jpg

এবার ভাল করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে ভেজে নিতে হবে।



IMG_20211210_190806.jpg

মজাদার ডিম ময়দার পাকোড়া প্ৰস্তুত।



আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের পছন্দ হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলে সুস্থ ও নিরাপদে থাকবেন। ইন শা আল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ।

logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  
 3 years ago 

ভাই ডিম ও ময়দা দিয়ে খুব মজাদার রেসিপি শেয়ার করেছেন। এই পাকোড়া রেসিপি আমার খুব পছন্দের। আপনার তৈরি করা রেসিপির উপস্থাপনাও ছিল বেশ সুন্দর। আপনার এসিপিটি দেখে বেশ পছন্দ হলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম ময়দার পাকোড়া রেসিপিটা দেখতে খুব লোভনীয় লাগছে। খুব টেষ্টি লাগছে দেখতে😋। পাকোড়া খেতে খুবই সুস্বাদু লাগে। গরম গরম খেতে সেই লাগে বলে বোঝাতে পারবো না ভাইয়া। যাইহোক সুন্দর হয়েছে আপনার ডিম ময়দার পাকোড়া রেসিপি তৈরিটা। সুন্দর আলোচনাও করেছেন ডিম ময়দার পাকোড়া রেসিপি সম্পর্কে। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মতামত করার জন্য। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

ডিম ময়দার পকোড়া রেসিপি দেখে তো জিভে জল চলে এলো।এবং খুব সুন্দর করে উপস্থাপন করে দেখিয়েছেন। খুব ভালো লাগে আমার এই পাকোড়াটি খেতে । অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মতামত করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

ডিম ময়দা পকোড়া খেতে খুবই মজা। আপনি খুবই সুন্দর ভাবে এই পকোড়া তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনার উপস্থাপন খুবই ভাল হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডিম পাকোড়া শুনেই জিভে জল চলে আসে।শীতের এই সময়ে তেলেভাজা এই পোকোড়া খেতে খুব ভালোই লাগে সাথে যদি বন্ধুরা হয় তো আড্ডা ভালই জমে ।আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন এই পাকোড়া রেসিপি । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই মজাদার একটি খাবার। ঠিকই বলেছেন বিকালের নাস্তা হিসেবে এই খাবারটি একদম পারফেক্ট।আমি মাঝেমধ্যে খাই এটা বানিয়ে আমার কাছে খুবই ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি শেয়ার করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইলম

 3 years ago 

ডিম ময়দার পাকোরা দারুন একটি ইউনিক রেসিপি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন দারুন লোভনীয় বাসায় একদিন বানিয়ে খা দেখি।ধন্যবাদ আপনাকে ধাও গুলো গুছিয়ে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডিম ময়দার পাকুড়া অসাধারণ হয়েছে। ডিম পাকোড়া আমার অসাধারণ লাগে। আমি খুব পছন্দ করি এটি এবং বিকেল বেলা নাস্তায় আমার পাকুড়া থাকবে । আপনি খুব সুন্দর ভাবে পাকোড়া বানানোর রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন।আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অতি লোভনীয় একটি পোস্ট করেছেন। ময়দা দিয়ে ডিমের পাকোড়া খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। আমি নিজেও ময়দা দিয়ে ডিমের পাকোড়া খেতে খুবই পছন্দ করি। ডিমের পাকোড়া তৈরির প্রতিটি ধাপের বর্ণনাগুলো আপনি দারুন ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96601.54
ETH 3445.82
USDT 1.00
SBD 3.09