বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি||পর্ব ২|| ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।



20220125_030152.jpg



গত পর্বের পর:-


এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে লেক, সবুযে ঘেরা গাছের পাশাপাশি একটি ছোট চিড়িয়াখানাও বিদ্যমান রয়েছে। তবে এখানে হাতে গোনা কয়েকটি প্রাণী দেখতে পেয়েছিলাম। এছাড়াও পাহাড় বেয়ে ওঠার ও নামার ও সুন্দর একটি ব্যবস্থা দেখতে পেয়েছিলাম। একদিক দিয়ে উঠে অন্যদিকে দিয়ে নেমে দেখলাম পাহাড়ে ওঠার ও নামার দুটি পথ ই ঘুরে ফিরে একই স্থানে গিয়ে মিলিত হয়েছে।


প্রথম অভিজ্ঞতা ছিল বিধায় বেশ এক্সাইটেড ছিলাম, তা না হলে বলা যায় পাহাড় টি সম্পূর্ণ ওঠা ও নামা বেশ কস্টকর।ওপর থেকে সম্পূর্ণ জায়গাটির ছবি নেয়ার বেশ কয়েকটি চেষ্টা নিয়েছিলাম। তারপর আরো কিছুক্ষন হালকা এদিক সেদিক ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে।চলুন ছবি গুলো দেখে নেয়া যাক।



ফটোগ্রাফি ১

20220111_123116.jpg

  • চিড়িয়াখানায় প্রথমেই একটি মেছো বাঘ অথবা বন বিড়াল দেখতে পেলাম। তবে কর্তৃপক্ষ এটিকে চিতাবাঘ বলে চালিয়ে দিচ্ছে।🐈 বিড়াল টি দেখেই বোঝা যাচ্ছিল এর তেমন দেখাশোনা হয় না বললেই চলে। খুবই রোগাটে দেখতে ছিল বাঘ টি।


ফটোগ্রাফি ২

20220111_123307.jpg

  • এটি আসলে কোন প্রাণী দেখে চিহ্নিত করতে পারলাম না। তবে দেখে মনে হচ্ছে অনেকটা গন্ধগোকুলের মত। প্রাণীটি বেশ বড় এবং ভয়ানক দেখতে। ছোট ছোট বাচ্চারা এটিকে ভাল্লুক বলে আখ্যায়িত করেছিল।


ফটোগ্রাফি ৩

IMG_20220111_123456.jpg

  • খাঁচাভর্তি বেশ কয়েকটি খরগোশও দেখতে পেলাম। পাশে একটি হরিণের খাঁচাও ছিল। তবে হরিণগুলো দূরে অবস্থান করায় ছবি আর তোলা হয়নি।


ফটোগ্রাফি ৪

20220111_124139.jpg

  • পাহাড়ে ওঠার সময় এইরকম বেশ অনেকটা পথ উপরের দিকে সরাসরি উঠে যেতে হয়। পথটুকু বেশ ভালই কষ্ট হয়েছিল তবে আনন্দেরও কোন কমতি ছিল না।


ফটোগ্রাফি ৫

IMG_20220111_125804.jpg

  • দুরের এই পাহাড়টি দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। একদম সবুজে ঘেরা পাহাড় দেখেই যেন চোখ জুড়িয়ে যায়।


ফটোগ্রাফি ৬

IMG_20220111_130206.jpg

  • এই ছবিটি বেশ অনেকটাই উপর হতে তোলা। তবে গাছপালার জন্য নিচের কিছুই তেমন বোঝা যাচ্ছিল না। তবে খালি চোখে সম্পূর্ণ মেঘলা পর্যটন কেন্দ্রটি দেখা যাচ্ছিল ভালোমতোই।


ফটোগ্রাফি ৭

20220111_130502.jpg

  • এই জায়গাটি আমার কাছে বেশ বিপদজনক লেগেছে। একবার ধস নামলেই নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের আর কোথাও সরে যাওয়ার জায়গা থাকবেনা। তবে কপাল ভালো এমন কিছুরই সম্মুখীন হতে হয় নি।


ফটোগ্রাফি ৮

20220111_131642.jpg

  • নিচে নেমে এসে এই জায়গাটিতে সবাই মিলে বেশ অনেকটা সময় বিশ্রাম নিয়েছি। এই জায়গাটি আমার কাছে খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। এখানে একটা শান্তির ঘুম দিলে মন্দ হতো না। তবে সময় স্বল্পতার কারণে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করি।


ফটোগ্রাফি ৯

IMG_20220111_122459.jpg

  • ফিরে যাওয়ার পূর্বে এই সুন্দর লেকটির আর একটি ছবি তুলে রাখি। এই লেকের পানি খুবই স্বচ্ছ দেখাচ্ছিলো। তাই এই লেকটি আমার কাছে অনেক ভালো লেগেছে।


ফটোগ্রাফি ১০

20220111_132409.jpg

  • আবারো সেই কষ্টকর উঁচু রাস্তাটুকু পাড়ি দিয়ে বিদায় জানিয়ে দেই মেঘলা পর্যটন কেন্দ্র কে। সত্যি খুবই চমৎকার একটি জায়গা ছিল এটি।


ফটোগ্রাফি ১১

IMG_20220111_141232.jpg

  • নতুন গন্তব্য এবার নীলাচল পর্যটন কেন্দ্র। দূরে সেই জায়গা টি লক্ষ্য করা যাচ্ছে।


আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে বাদবাকি যাত্রার বিবরণ এবং কিছু ফটোগ্রাফি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকেই অনেক ধন্যবাদ। সকলে সুস্থ এবং নিরাপদ থাকবেন।

ডিভাইসস্যামসাং এ৭০

W3W link:- https://w3w.co/deemed.strokes.loaders
logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  
 2 years ago 

এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি কিভাবে করেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। প্রাকৃতিক দৃশ্য গুলো যেন একদম সামনে থেকে দেখছি এত সুন্দর লাগছে। খুব সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল।

ভাইয়া প্রথমে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক সুন্দর একটা জায়গা ভ্রমন করেছেন আপনি। কখনো যাওয়া হয়নি তবে খুব ইচ্ছা যে যাব। ভ্রমণ করার সাথে সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটো দেখি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বান্দরবানের একটা অংশ ঘুরে দেখেছেন এবং সেগুলোর ছবি তোলে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

বান্দরবান জায়গাটি কখনো ভ্রমণ করা হয়নি । তবে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভ্রমণ করতে খুব ইচ্ছা হইতেছে । আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে সাথে বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার বান্দরবানের ট্যুরের ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আমি নিজেই বান্দরবানের বিভিন্ন জায়গায় ঘুরছি। এত চমৎকার করে আপনি ছবিগুলো তুলেছেন। আপনার প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে। ছবিগুলো খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 
  • বান্দরবনের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। এবং সবজায়গাই প্রতারণা। এই যেমন এরা সামান‍্য মেছ বাঘকে চিতাবাঘ বলে চালিয়ে দিচ্ছে। এটা শুনে পর্যটকও আকর্ষিত হচ্ছে। ৯ এবং ১১ নংটা অসাধারণ ছিল।
 2 years ago 

ঠিক বলেছেন ভাই। ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

বাহ ভাই আপনি তো অনেক ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করা অনেক ভালো এর ফলে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায় । আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার এবং ন্যাচারাল। আপনার অভিজ্ঞতাগুলোর উপলব্ধি করতে পেরে আমার খুবই ভালো লাগছে । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে যেন অনেক ভাল লাগলো। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

➡️ অনেকবার যাওয়ার পরিকল্পনা করার পরেও এখনো যেতে পারেনি বান্দরবান। সবসময় বান্দরবানের বিভিন্ন ফটোগ্রাফি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটি। আজ আবার আপনার কাছে দেখে খুবই ভাল লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব অসাধারণ ছিল।
 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি গুলো সত‍্যি মনোমুগ্ধকর। আপনার ভ্রমণ সব সময় শুভ হোক সেই দোয়াই করি। ফটোগ্রাফির কোন তুলনা হয় না। এই জায়গাটা অনেক মজার জায়গা তবে আমি কখনও জায়নি শুনেছি। বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি সম্পর্কে ভালো বর্নণা করেছেন। শুভেচ্ছা রইল।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বান্দরবান যাওয়ার আমার খুব ইচ্ছা, কিন্তু এখনো যাওয়া হয়নি। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম ওইখান থেকে বান্দরবান যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু হঠাৎ কিছু কারণে আর যেতে পারিনি। কিন্তু খুব শীঘ্রই বান্দরবান যাওয়ার চেষ্টা করব। বান্দরবানের এরকম দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি তো অসাধারণ তুলেছেন। ওইখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে খুবই ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় নিয়ে মন্তব্য করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

সময় নিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44