আজকের কিছু মুহূর্ত||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আমার আজকের দিনের কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করছি পোস্ট জুড়ে সাথেই থাকবেন।

তারিখ - ১১ই আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ।

20210926_233948.jpg



IMG_20210925_052906.jpg

আজ ভোর ৬ টার দিকে ঘুম থেকে উঠে পরি। ঘড়ি তে এলার্ম দেওয়া ছিল বেলা নয়টার কিন্তু একবার ঘুম ভেঙে যাওয়ায় আর ঘুমানো হয়নি। সকালে হাতমুখ ধুয়ে ছাদে চলে যাই। এত সকালে সবসময় ওঠা হয় না। তাই সকালে ঠান্ডা বাতাস ভালই লাগছিল।


IMG_20210925_053135.jpg

IMG_20210925_052824.jpg

IMG_20210925_052753.jpg

সকালের বাতাস বরাবরের মতোই স্বাস্থ্যকর। ঘন্টা খানেক সময় কাটানোর পরে নিচে এসে খাওয়া-দাওয়া করে বেলা নয়টার দিকে বেরিয়ে পড়ি। আমার গ্রামের বাড়িতে কিছু গাছ কাটা হয়েছে তাই সেগুলো ভাঙ্গানোর জন্য সকাল সকাল রওনা দিয়ে দেই মিলের উদ্দেশ্যে। মিলটি বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তাই সকাল সকাল রওনা হয়ে যাই।


IMG_20210926_154525.jpg


IMG_20210926_171734.jpg


গ্রামের বাড়ি থেকে গাছ গুলো নিয়ে মিলে পৌছাতে পৌছাতে প্রায় এগারটা থেকে সাড়ে এগারোটা বেজে যায়। গাছ গুলো বেশ বড় হওয়ায় এবং আশেপাশে অটো মিল না থাকায় অনেকটাই দূরে আসতে হয়েছে। এখানে প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়।


20210926_155224.jpg


অবশেষে সেই দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা অপেক্ষার পরে আমার সিরিয়াল আসে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে বেশ একঘেয়েমি চলে আসে, তাই সময় কাটানোর জন্য আশেপাশের কিছু ফটোগ্রাফি করতে থাকি।

20210926_155959.jpg

20210926_155940.jpg

IMG_20210926_155759.jpg


আজ যেন সময় পারই হতে চাচ্ছিল না। দুপুরে খাওয়া দাওয়া না করতে পারায় বেশ ক্লান্তিও অনুভব করছিলাম।

IMG_20210926_171643.jpg


IMG_20210926_171507.jpg


IMG_20210926_171458.jpg


এখানে রাস্তা টা অনেক ফাকা ছিল আজকে। ৫ থেকে ৭ মিনিট পর পর দু চারটা বাস,ট্রাক অতিক্রম করছিল।

IMG_20210926_160324.jpg


কাঠ ভাঙ্গাতে ভাঙ্গাতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হবার পালা চলে আসলো।

20210926_160518.jpg

একটি ম্যাক্রো ফটোগ্রাফি করার বৃথা চেষ্টা।

20210926_170200.jpg

অবশেষে সন্ধার অন্ধকার নামার ঠিক আগ মুহূর্তে কাঠ ভাঙ্গানো শেষ হল। ইতোমধ্যে ফোনের ব্যাটারি প্রায় শেষের দিকে তাই আর দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে খুবই ক্লান্ত লাগছিল আজকে তাই বাসায় এসে গোসল করে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এই রাত 12 টার দিকে ঘুম থেকে উঠে রাতের খাওয়া দাওয়া শেষে চিন্তা করলাম আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করা যাক।

আজকের দিনটি ভালই ব্যাস্ততায় এবং ক্লান্তিতে কাটালেও অন্যরকম একটি অভিজ্ঞতা হওয়ায় খারাপ লাগে নি। ফেরার পথে ফোন বন্ধ হয়ে যাওয়ার আসার আর কোন ছবি তুলে রাখতে পারি নি।

আর @rme টিনটিন বাবু কে জন্মদিনের অসংখ্য শুবেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি তুমি তোমার বাবা মার মতই ভাল মনের মানুষ হিসেবে বেড়ে ওঠো এবং অনেক বড় হও।

আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শীঘ্রই আবার দেখা হবে সবার সাথে। সকলে সুস্থ ও নিরাপদে থাকবেন।

W3W- Location

Location

ডিভাইসস্যামসাং এ৭০

logo.gif

ধন্যবাদ।

@labib2000

Sort:  
 3 years ago 

আপনার আজকের মুহূর্তের দৃশ্য পটভূমি অসাধারণ ছিল। রাস্তা থেকে তোলা ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই। শুবেচ্ছা নিবেন।

 3 years ago 

এক কথায় সব ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে কাঠ ভাংগানোর মেশিন। যখন সন্ধ্যা নেমে আসলো দেখা যাচ্ছিল ঐটা খুবই ভালো লেগেছে এবং এককথায় আপনার অনেক সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে আপনার দিনটি উপস্থাপন করেছেন সাথে অসাধারন সব ফটোগ্রাফি এক কথায় দুরদান্ত।

শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

আজকের ফটোগ্রাফিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে।বিশেষ করে গাছগুলো দেখে খুবই ভালো লাগলো।অনেক ভালো কেটেছে তোমার ব্যস্ততম দিনগুলো।অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41