Diy(এসো নিজে করি)|| রঙিন কাগজ দিয়ে একটি বাঘ তৈরি|| ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



20220126_013439.jpg



আজ আপনাদের সঙ্গে আমার তৈরি রঙিন কাগজ দিয়ে তৈরি একটি বাঘ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি কাগজ দিয়ে বাঘ তৈরি টি আপনাদের পছন্দ হবে। বাঘ টি তৈরি অত্যন্ত সহজ এবং স্বল্প সময়ে বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।



উপকরণ:-



  • রঙিন কাগজ।
  • কালো কলম।
  • আঠা।


প্রস্তুত প্রণালী:-



ধাপ ১:-

IMG-20220125-WA0003.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি।


ধাপ ২:-

IMG-20220125-WA0002.jpg

এবার কাগজটি ত্রিভুজাকার করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৩:-

IMG-20220125-WA0007.jpg

এবার ডান কোণাটি নিয়ে নিচের কোণার সঙ্গে মিলিয়ে ভাঁজ করে নেই।


ধাপ ৪:-

IMG-20220125-WA0019.jpg

অপর পাশ হতেও একই ভাবে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৫:-

IMG-20220125-WA0006.jpg

এবার নিচের দুই পাশ উপরের দিকে উঠিয়ে দিয়েছি।


ধাপ ৬:-

IMG-20220125-WA0008.jpg

দুপাশের বাড়তি অংশ টুকু উপর দিয়ে ভাঁজ করে দিয়েছি।


ধাপ ৭:-

IMG-20220125-WA0012.jpg

উপরের অংশ টুকুও বাকিয়ে নিয়েছি।


ধাপ ৮:-

IMG-20220125-WA0010.jpg

এবার কাগজ টি উল্টিয়ে নিয়েছি।


ধাপ ৯:-

IMG-20220125-WA0005.jpg

নিচের অংশ টুকু উল্টিয়ে নিয়ে বাকিয়ে দিয়েছি।


ধাপ ১০:-

IMG-20220125-WA0020.jpg

অন্য পাশেও নিচের অংশ টুকু উপর দিকে ঘুরিয়ে দিয়েছি।


ধাপ ১১:-

IMG-20220125-WA0015.jpg

এবার গ্লু দিয়ে নিচের অংশ টুকু ভাল করে লাগিয়ে দেই।


ধাপ ১২:-

IMG-20220125-WA0009.jpg

এবার কলম দিয়ে চোখ ও মুখ একে নিয়েছি।


ধাপ ১৩:-

IMG-20220125-WA0023.jpg

এবার বাঘের মুখের উপরের দাগ গুলো দিয়ে দিয়েছি।


ধাপ ১৪:-

IMG-20220125-WA0022.jpg

এভাবে সম্পূর্ণ অংশ টুকু একে নিয়েছি।


IMG-20220125-WA0018.jpg

বাঘ টি প্রস্তুত।


আশা করছি আমার বানানো বাঘ টি আপনাদের ভাল লেগেছে। এতক্ষন সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইন শা আল্লাহ আবার দেখা হবে। সকলে সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

logo.gif
@labib2000

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9WVDfLAJBxzEep67LA5XQjCQqGnN9oGrg5A4CcBofQLR5FoJ9ztWCFLqUAtRExdUv2pnFL8P1hvjFRX.gif

Sort:  
 3 years ago 
  • রঙ্গিন কাগজ দিয়ে আপনি চমৎকার ভাবে একটি বাঘ তৈরি করছেন। আপনার বাঘ তৈরীর প্রসেস আমার খুবই ভালো লেগেছে। আমিও খুব সহজেই শিখে নিলাম কিভাবে রঙ্গিন কাগজ দিয়ে বাঘ তৈরি করতে হয়। প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে বাঘ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।💗
 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ্ দারুন তো ভাই আপনার তৈরী রঙিন কাগজ দিয়ে একটি বাঘ তৈরি দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দারুন হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকারভাবে একটি বাঘ তৈরি করেছেন। দেখতে খুব ভালো লাগছে। নিশ্চয় আপনি অনেক প্রশংসার দাবিদার খুব সুন্দর করে এবং আমাদের ধাপসমূহ দারুন ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি বাঘ তৈরি করেছেন । যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে । ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি বাঘ আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

  • বাঘটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে একটি বাঘ তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় ব্যয় করে এটি তৈরি করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

খুব একটা সময় লাগেনি। ধন্যবাদ ভাই মতামত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি বাংলাদেশের জাতীয় পশু তৈরি করেছেন। আপনার এই জাতীয় পশু তৈরির ধাপ গুলো অনেক ভাল হবে বুঝিয়েছেন। আপনি এই কাজের জন্য সত্যিই প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি বাঘ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সহজেই বাঘ তৈরি করে ফেলেছেন তা আপনার বাঘ তৈরীর প্রতিটি ধাপ দেখেই বোঝা যাচ্ছে। খুব সহজ হলেও বাঘটি দেখতে কিন্তু অনেক কিউট। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার বাঘটি।

 3 years ago 

বাঘটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

 3 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি বাঘ তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজের এই বাঘটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কাজটি অনেক চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত করার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 
  • আসলে ভাই এই রঙিন কাগজ বাঘ বা পশু তৈরির জিনিস না। এটা সাধারণত অরিগামী তৈরি করতে চেয়েছেন আপনি। বেশ ভালো হয়েছে। বেশ ভালো সময় লেগেছে আপনার বোঝা যাচ্ছে। এবং আপনার পোস্টের উপস্থাপনা টাও ভালো ছিল।
 3 years ago 
  • আপনার সৃজনশীল শক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলেই খুবই সুন্দরভাবে কাগজ দিয়ে বাঘ তৈরি করেছেন। কাগজ দিয়ে বাঘ তৈরি করা যায় এটা আমি কখনো ভাবিনি। তবে আপনার তৈরি করা দেখে আমারও ইচ্ছে জাগলো। আমিও পরবর্তী তৈরি করব। শুভকামনা রইল।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মতামত টি করার জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58615.18
ETH 2559.55
USDT 1.00
SBD 2.52