শীতের আগমণ বার্তা||কিছু প্রাকৃতিক দৃশ্য||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি।

সামনে শীতকাল আসতে চলেছে। আমাদের এই ষড়ঋতুর বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে শীতকাল আমার সবচেয়ে পছন্দের। শীতের দিনের সকালের ঘন কুয়াশা আমি বেশ উপভোগ করি। প্রতি বছর নভেম্বর এর থেকেই মোটামুটি শীতের আগমণ শুরু হয়ে যায়। ইতোমধ্যেই ভোরে বা ফজরের সময় হতেই বাইরে বেশ কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে কিছুদিন ধরে। আর কিছুদিন পর হতে ভোরের মৃদু কুয়াশার মধ্যে ভাবছি হাটতে বের হব প্রকৃতির শীতল হাওয়া উপভোগ করার উদ্দেশ্যে। গত দুতিন দিন যাবৎ বিকেলে হাঁটাহাঁটির সময় লক্ষ্য করছি যে বিশেষ করে গ্রামীণ পরিবেশে কিংবা কোন সবুজ মাঠের শেষ পর্যন্ত যতদূর চোখ যায় ,সন্ধ্যা নামার আগ দিয়ে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে জা শীতকালের আগমণ কে ইঙ্গিত করছে। আজ বিকেলে কয়েকজন মিলে গ্রামীণ এলাকায় কিছু সময় পার করার ইচ্ছা পোষন করি। চলার পথে কিছু ছবিও ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।



20211012_221813.jpg



ফটোগ্রাফি ১

IMG_20211011_160234.jpg

ছবি টি আমার বাসার থেকে কিছুটা দূরে একটি ব্রীজ থেকে তোলা। দুপাশের সবুজের মাঝ দিয়ে নদীর বয়ে চলা দেখতে আমি বরাবরই অনেক উপভোগ করি।



ফটোগ্রাফি ২

20211012_172814.jpg

রোজকার মতোই আমাদের বের হতে হতেই অনেক তা দেরি হয়ে গিয়েছে। তাই ভাবলাম বেশি দূর না গিয়ে পাশেই কোথাও হতে ঘুরে আসা যাক এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক।



ফটোগ্রাফি ৩

IMG_20211012_171538.jpg

আজ খুব বেশি সময় হাতে নিয়ে বের হওয়া হয় নি। বাইরে বের হওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই সূর্য প্রায় ডোবার সময় হয়ে গিয়েছে। তবে এই দৃশ্য টি আমার কাছে অত্যন্ত ভাল লাগছিল। পুর্বে যা বললাম দূর থেকে কুয়াশার কিছুটা ভাব লক্ষ্য করা যাচ্ছে।



ফটোগ্রাফি ৪

IMG_20211012_171525.jpg
কিছুক্ষণ এই জায়গাতে অবস্থান করে আবার সামনে চলতে আরম্ভ করলাম। যেহেতু বেলা ফুরাবার পথে, তাই খুব বেশিক্ষণ একই স্থানে আর দাঁড়ানো হয় নি।

ফটোগ্রাফি ৫

IMG_20211012_174431.jpg

ইতোমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে এবং অন্ধকার ও নামতে শুরু করেছে। কিছুক্ষণ বিরতি নিয়ে এখন আবার ফেরার পালা। সবাই মিলে পরিকল্পনা করলাম সামনে একদিন সময় নিয়ে বের হতে হবে যেন দূরে কোথাও যাওয়া যায়। সামনে পরীক্ষার চাপের কারণে আর দেরী করতে চাইলাম না আজ।



ফটোগ্রাফি ৬

20211012_175014.jpg

নদীর ধারে দাঁড়িয়ে উপভোগ করার সময়।



ফটোগ্রাফি ৭

IMG_20211011_174903.jpg

ছবিতে তেমন লক্ষণীয় না তবুও আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল তখন। সবকিছু মিলিয়ে পরিবেশ টা অনেক উপভোগ্য ছিল তখন।

দেরী করে বের হওয়ার ফলে আজ বাড়ি ফিরতেও অনেকটাই দেরী হয়ে গেছে। প্রায় ৮:০০ /৮:৩০ বেজে গিয়েছে আজ বাসায় ফিরতে ফিরতে। তবুও বেশ আনন্দও করা হয়েছে আজ। আশা করছি সামনে আরেকটি দিন হাতে সময় নিয়ে এভাবে কোথাও ঘুরতে বের হব। মাঝেমধ্যে এভাবে করতে বের হলে বেশ সতেজ অনুভব করি।

এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই আবার সকলের সাথে দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন।

ডিভাইসস্যামসাং এ৭০

W3W Location:Link,Link,Link

logo.gif

আবারো ধন্যবাদ সবাইকে।

@labib2000

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শীতের যে আসছে তার আগমনী আপনি আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে জানিয়ে দিলেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মতামত করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ছবি গুলো খুবই সুন্দর হয়েছে। 💖💖💖

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

শীতের আগমণ বাতায় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে তুমি খুব ভালো ফটোগ্রফি করো ।নদীর ছবিটা অনেক সুন্দর হয়েছে ।সূর্য ডোবার ছবিটি অসাধারণ হয়েছে। খুব ভালো বর্ণনা দিয়েছোপ্রতিটি ছবিতে। তোমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য। অনেক শুভ কামনা রইল।

ভাইয়া শীত চলে এসেছে। এইতো আর কিছুদিন বাকি। শীতের গল্পের ফাঁকে ফাঁকে ফটোগ্রাফি অনেক সুন্দর করেছেন। প্রতিটা ফটোগ্রাফি অনেক ভাল ছিল। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মতামত করার জন্য।

 3 years ago 

শীত আসবো আসবো করছে কিন্তু এখনও আসছে না। তবে অল্পদিনের মধ্যেই চলে আসবে। শীতের আগে আপনি পুরো গ্রাম বাংলার দৃশ্য গুলোকে অসাধারণভাবে সাজিয়েছেন। সমস্ত ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে

 3 years ago 

আসবে আসবে বলেই একসময় এসে হাজির হবে। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 3 years ago 

টপিকঃ নির্বাচন টা খুব সুন্দর ছিল। শীতের আগাম শীতল বাতাসের শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

শীত বোধহয় চলেই এসেছে।গোসল এর সময় বেশ ভালো ঠান্ডা অনিভুত হয় ভালোই লাগে। প্রতিটা চিত্র বেশ দারুন ছিলো আর সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ চমৎকার ছবি তুলেছেন সব গুলো। শীত আসলো বলে। আর মাত্র কটা দিন। লেপ মুড়িয়ে ঘুম ,,, আহা। মজাই আলাদা। 🥰

 3 years ago 

হ্যা ভাই। অপেক্ষায় আছি।

 3 years ago 

ছবি গুলো অসাধারণ সন্দুর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই। শীত প্রায় শুরু হয়ে যাচ্ছে। রাতে তো প্রায় শীত লাগে এখন। যদিও শীত কাল আমার খুবই প্রিয়। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সূর্য উদয় হওয়ার দৃশ্য টা খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য। সূর্যের ছবি টা সূর্য ডোবার সময় তোলা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48