প্রকৃতির মাঝে বিকেলে || ১০% বেনিফিসিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক ভাল আছেন।আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।

বেশ কিছুদিন পর বাইরে একটু ঘুরে আসার সুযোগ হলো। কিছুদিন যাবত যে পরিমাণ বৃষ্টি নেমেছে, চারিদিকে পানিতে টইটম্বুর অবস্থা। নদী, খাল,পুকুর সবজায়গাতেই অনেক পানি বেড়েছে। চিন্তা করলাম নদীর পাড় থেকে একটু ঘুরে আসা যাক।

20210912_030853.jpg

বিকেল ৪ টার দিকে বের হতে না হতেই আকাশে মেঘ জমা হওয়া শুরু হয়। তাই দেরি করে ৫ টার দিকে বাসা থেকে বের হই।

20210910_173357.jpg

নদীতে এখন অনেক পানি। অনেক গুলো নৌকা চলছিল এদিকে সেদিকে। আজ বেলা ৩ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল। দুর্ভাগ্য বশত সময় মত যেতে পারি নি। নৌকা বাইচ আমার অনেক পছন্দের। প্রতি বছর এই সময়টাতে হয়ে থাকে। এইবার মিস করে ফেললাম দেখে খারাপই লাগলো। তাও বিকেলে নদীর পাড় দিয়ে হাটতে বেশ ভালই লাগছিল।

IMG_20210910_173734.jpg

অনেকেই নৌকায় ভ্রমণ করে বেশ আনন্দই করছিল। সাঁতার না জানায় আর নৌকায় চড়ার সাহস করি নি। দেখেই মন ভরতে হয়েছে। এই জায়গায় একটি ভাসমান ফুসকার দোকান ও চালু হয়েছে। ব্যপার টা খুবই আনকমন ও ইউনিক লেগেছে আমার কাছে। যদিও নৌকা বা ট্রলার টি অনেক দূরে থাকায় ক্যামেরায় তুলতে পারি নাই। মানুষ সেই নৌকায় চড়ার জন্য ঘাটে লাইন ধরে দাঁড়িয়ে ছিল।

IMG_20210910_173504.jpg

এর পর আরেকটু সামনেই দেখলাম একজন মাঝি তার ভেসাল নিয়ে মাছ ধরায় ব্যাস্ত। অনেক্ষণ তার মাছ ধরা দেখতে লাগলাম। মাছ ধরা আসলে খুবই ধৈর্যের ব্যাপার। তিনি খুব ধৈর্যের সাথে সময় নিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন।

IMG_20210910_173512.jpg

দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তাই বাড়ির দিকে হাটা ধরলাম।

IMG_20210910_173426.jpg

সন্ধার একটু আগে নদীর দৃশ্য টি দেখার মত লাগছিল। খুব সুন্দর লাগছিল দৃশ্য টি।

20210910_174616.jpg

আসার পথে দেখতে পেলাম একটি ট্রাক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। অনেক মানুষ জড় হয়েছে বলে দেখতে গেলাম কাছে গিয়ে। আল্লাহর রহমতে কোন হতাহত ঘটে নি। তবে ট্রাকে থাকা মালামালের অনেক ক্ষতি হয়েছে দেখলাম।

অবশেষে ৭ টার দিকে বাসায় ফিরে আসি। আজকের বিকেল টি বেশ ভালই উপভোগ্য ছিল। যদিও নৌকা বাইচ টা মিস করেছি তাও প্রকৃতির মাঝে কিছুক্ষণ ঘুরে মন ভাল হয়ে গেছে।

আশা করি আজকে বিকেলে আমার কাটানো মুহূর্ত এর বর্ণনা আপনাদের ভাল লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে।

ডিভাইসস্যামসাং এ৭০

w3w

logo.gif

সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ সকলকে।

@labib2000

Sort:  
 3 years ago 

বিকেল বেলার এরকম সুন্দর একটি মুহূর্ত আপনি ভালোভাবেই উপভোগ করতে পেরেছেন সেইসাথে নদীর পারে বলে কথা অসাধারণ ছিল আপনার মুহূর্তটি। কিন্তু গাড়ি এক্সিডেন্ট টা দেখে খুব খারাপ লাগলো তবে কোনো হতাহত হয়নি এটা শুনে একটু স্বস্তি পেলাম। ধন্যবাদ ভাই আপনাকে আপনার অসাধারণ সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে অই রাস্তা টা একটু সরু। সাবধানে গাড়ি না চালালে এক্সিডেন্ট হবার সম্ভাবনা অনেক। আপনাকে ধন্যবাদ ভাই সময় নিয়ে পড়ার জন্য।

 3 years ago 

নদীতে ঘুরতে আমার বেশ ভালো লাগে। তা যদি হয় পরন্ত বিকেলে সূর্য ডোবার দৃশ্য তা আর বলার অপেক্ষা রাখে না।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার প্রতিটি ছবি জীবন্ত।বিশেষ করে খরা দিয়ে মাছ ধরার ২য় দৃশ্য খুবই সুন্দর হয়েছে।
শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনার বিকেলে সময়টা অনেক সুন্দর ছিল। আর এরকম সুন্দরময় বিকেল আরো কাটুক এটাই কামনা করি ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই। শুবেচ্ছা রইল।

 3 years ago 

নৌকাবাইচ আমারও খুব ভালো লাগে। অনেক দিন হলো দেখা হয়না।বিকেলে নদীর পারটা অনেক সুন্দর হয়ে উঠে। ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।সেই সাথে আপনার সময়টা খুব ভালো কেটেছে।নৌকার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মতামত শেয়ার করার জন্য। শুবেচ্ছা নিবেন।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। খুব সুন্দর একটি বিকাল কাটিয়েছেন। আপনার সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নদী আমার বরাবরই ভালো লাগে। শেষ বিকেলে নদীর দৃশ‍্যগুলো অসাধারণ ছিল। আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

তবে আপনি এখনো সাঁতার শেখেন নি এটা খুবই দুঃখের। দ্রুত সাঁতার টা শিখে নেন। কাজে লাগবে

 3 years ago 

শেখার ইচ্ছা তো আছে ভাই কিন্তু সুযোগের অভাব। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ প্রকৃতির সৌন্দর্যমন্ডিত চমৎকার কিছু ‍দৃশ্য আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। প্রতিটি ছবিই দুর্দান্ত ছিলো, বেশ ভালোভাবে ক্যাপচার করেছেন। প্রথম দিকের দৃশ্যগুলো যতটা উপভোগ করেছি, শেষের দৃশ্যটা দেখে ততোটা আতকে উঠেছি।

 3 years ago 

অনেক ধন্যবাদ হাফিজ ভাই মন্তব্য করার জন্য। আসলে সাবধানে না চালালে এমন দুর্ঘটনা এড়ানো মুশকিল। যাই হোক অল্পের উপর দিয়ে গেছে বলে স্বস্তি পেয়েছি।

 3 years ago 

ছবি গুলো খুবই চমৎকার হয়েছে।বিকেলের নদীর পাড়ের দৃশ্য খুবই সুন্দর লাগে।লেখাগুলো ও বেশ গোছানো হয়েছে।তোমার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুবেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে গ্রাম বাংলার ভেতরে আছি। অসম্ভব সুন্দর সূর্যোদয় থেকে শুরু করে গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মতামত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31