কিছু ঘাসফড়িং এর ফটোগ্রাফি || ১০% বেনিফিসিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

আজ আমি আপনাদের সাথে আমার বিকালে কাটানো কিছু মুহূর্ত এবং আমার তোলা কিছু ছবি সেয়ার করব। আশা করি পোস্ট জুড়ে সাথেই থাকবেন সবাই।

20210902_201420.jpg

আগে দুপুরের শেষে বা বিকালের দিকে নিয়মিত বাইরে বের হওয়া হত। বিকালে হয়ত কোথাও ঘুরতে যেতাম অথবা বন্ধুরা সবাই মিলে ক্রিকেট খেলতাম। বর্তমানে বিশেষ করে বর্ষাকালে চারিদিকে প্রচুর পানি বেড়ে যাওয়ায় কোন মাঠেই আর তেমন খেলাধুলার উপযুক্ত অবস্থা নেই। তাই বাইরেও ঠিক তেমন সময় কাটানো হচ্ছে না। কিছুদিন ধরে বাসার ছাদেই বিকেল বেলা ভালই উপভোগ করছি। মেঘ না থাকলে আকাশ দেখতে যথেষ্ঠ ভাল লাগে আমার। মাঝে মাঝে ২,৪ টা পাখি উড়ে যায়, হালকা বাতাস, সব মিলিয়ে বেশ ভালই উপভোগ করি। কিছুদিন ধরে ছাদে বেশ ভালই অনেক রঙের ফড়িং লক্ষ্য করছি। কয়েকদিন কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করেছি কিন্তু তেমন লাভ হয় নি। কাছে যাওয়ার সাথেই উড়ে যায়। কিন্তু আজ বিকেলে আস্তে আস্তে কাছে গিয়ে এদের কিছু ছবি তুলতে পেরেছি। বেশ ভালই লেগেছে কাছ থেকে ছবি তুলতে পারায়।

IMG_20210829_173522.jpg

লাল রঙের রি ফড়িং টা দেখতে খুব সুন্দর লেগেছে আমার কাছে। অনেক কাছ থেকে ছবি তোলার পরেও সে আজ পালায় নি দেখে অবাক হলাম। তাই সুযোগ টা হাতছাড়া হতে দেই নি।

IMG_20210829_173510.jpg

IMG_20210829_173423.jpg

এই ফড়িং টির সাইন্টেফিক নাম হচ্ছে ইউরোথেমিস সাইনটা (urothemis signata)। কোথায় যেন পরেছিলাম এই ফড়িং এর পুরুষ গুলো লাল রঙের এবং নারী ফড়িং গুলো হলুদ রঙের হয়ে থাকে। তাই আশেপাশে হলুদ রঙের কোনটা আছে নাক একটু খুজতে থাকলাম। হলুদ রঙের একটি দেখতে পেয়ে এটির ও কিছু ছবি তুলতে পেরেছি সাবধানে।

20210829_173703.jpg

20210829_174226.jpg

IMG_20210829_174148.jpg

কাছ থেকে ছবিগুলো তুলতে পেরে বেশ ভালই লাগছিল। ছবির মাধ্যমে ছোটবেলার একটি স্মৃতি মনে পরে গেল। ছোট থাকতে বাড়ির উঠানের কোথাও কোন ফড়িং দেখতে পেলেই ঘর থেকে খাবার ঢাকার জালি নিয়ে চলে আসতাম ফড়িং ধরার জন্য। সুতা দিয়ে বাধার চেষ্টা করতাম মাঝে মাঝে কিন্তু বাধন ভাল না হওয়ায় উড়ে চলে যেত। পুরানো এই স্মৃতি গুলো মনে পরে ভালই লাগছিল।

আরো দুই এক রঙের ফড়িং তারে বসে থাকতে দেখেছি কিন্তু ছবি তুলতে পারি নাই। আগেই উড়ে গিয়েছে।

20210829_174420.jpg

টোটন

20210829_174402.jpg

টিনু

আরো কিছু ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু এরা এসেই ১২ টা বাজিয়ে দিয়েছে। ধরার চেষ্টা করে সবগুলোকে তাড়িয়ে দিয়েছে🙂। আমার পোষা বিড়াল দুটিই। আমাকে ছাদে আসয়ে দেখলেই এরাও দৌড়ে চলে আসবে। তাই এদের ছবি তুললাম ২,১ টা।

IMG_20210829_174449.jpg

আকাশ টাও বেশ সুন্দর লাগছিল আজ। আর কিছুক্ষণ থেকে পরে ঘরে চলে আসি। বেশ ভালই কেটেছিল সময় টা।

সকল ছবির লোকেশন

ফটোগ্রাফারডিভাইস
@labib2000স্যামসাং এ৭০

সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি ছবি গুলো আপনাদের ভাল লেগেছে। আজ এই পর্যন্তই। শীঘ্রই আবার দেখা হবে। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।

ধন্যবাদ
@labib2000

Sort:  
 3 years ago 

আসলে আমরা খুবই মিস করি ক্রিকেট খেলাটা কে এবং পানির কারণে হয়তো আর করনার জন্য কোথায় বের হওয়া যায় না। আর আগের শৈশব কালটা আমার খুবই মিস করি আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে ফড়িং আমরা ছোটবেলায় দেখলেই আমরা কিন্তু ফড়িং ধরে হাতে রাখতাম খুবই ভাল লাগত মুহূর্তগুলো অসাধারণ ছিল

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। আসলে ভাল সময় গুলো চলে না গেলে বুঝা যায় না সময় গুলো কত টা আনন্দের ছিল

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো, দেখে খুব ভালো লাগলো, শুভকামনা রইল তোমার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা থাকলো।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো, দেখে খুব ভালো লাগলো,আমার বিড়াল এর ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত এর জন্য। মোটামুটি চেষ্টা করেছি আরকি। বিড়ালের আরো ছবি ইনশা আল্লাহ সামনে দেব কিছু। সাথে থাকবেন।

 3 years ago 

ফড়িং এর ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ।লাল ফড়িংটা দেখতে খুব সুন্দর। বিকালের আকাশটাও ভালো লাগলো।ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

ঘাসফড়িং এর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে এবং সেই সাথে আপনার লেখার উপস্থাপনা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য।

 3 years ago 

সব ফোটোগ্রাফিগুলি খুব সুন্দর ।ফড়িং এর ছবি তোলা খুবই কষ্টসাধ্য।ধন্যবাদআপনাকে, সুন্দর ছবি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ মতামত করার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

ফড়িং এর ছবি গুলো অসাধারণ হয়েছে৷ বিশেষ করে আমি এক জন বিড়াল প্রেমি মানুষ তাই টোটন আর টিনু কে আমার কাছে অনেক কিউট লেগেছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। বিড়াল গুলোর আরো কিছু ছবি ইন শা আল্লাহ দিব সামনে।

 3 years ago 

আমি একবার বহু চেষ্টা করে ফড়িং এর ফটোগ্রাফি করেছিলাম। আসলে এগুলোর ফটোগ্রাফি করা খুবই কষ্টকর বিষয়, কারন এগুলো খুব বেশী সময় এক স্থানে বসতে চায় না। তবে আপনার ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে।

বিড়ালের দৃশ্যগুলো বেশ ভালো ছিলো, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago (edited)

জি ভাই। অনেক বার চেষ্টা করে পারি নাই তুলতে। একদিনই পারছি। ধন্যবাদ আপনার মন্তব্য সেয়ার করার জন্য।

 3 years ago (edited)

ওয়াও ,ছবি গুলি দেখে চোখ সরাতে পারছি না। আপনি সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন। খুব ভালো লাগলো ।শুভেচ্ছা রইলো ভাইয়া

 3 years ago 

মতামত করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুবেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48