মুরগির মাংস রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সাথে মুরগির মাংস রান্নার রেসিপি সেয়ার করতে যাচ্ছি। মুরগির মাংস বেশ সকলেরই প্রিয় এবং রান্না করাটাও সহজ। চলুন শুরু করা যাক।

20210904_214152.jpg

উপকরণপরিমাণ
মুরগির মাংস৮০০ গ্রাম
আলু৩ টি
লবণ২ চা চামচ
হলুদ গুঁড়া২ চা চামচ
মরিচের গুঁড়া২ চা চামচ
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
তেল২ কাপ

প্রস্তুতপ্রনালী

20210826_130354.jpg

প্রথমে মুরগির মাংস ধুয়ে নিয়ে একটি পাত্রে রাখি।

20210826_130407.jpg

আলুগুলো কেটে একটি পাত্রে রাখি।

IMG_20210826_130519.jpg

আরেকটি পাত্রে ২ চা চামচ লবণ, হলুদের গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা রাখি।

IMG_20210826_130601.jpg

পেঁয়াজ কুচি করে নিয়ে একটি পাত্রে রাখি।

IMG_20210826_130742.jpg

গরম তেলে আলুগুলো দিয়ে দেই।

IMG_20210826_131036.jpg

IMG_20210826_131103.jpg

আলুর সাথে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকি।

IMG_20210826_131252.jpg

আলু,পেঁয়াজ সামান্য বাদামি রঙ এর হয়ে আসলে এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া,আদা-রসুন বাটা দিয়ে ভাল করে মেখে রান্না করি কিছুক্ষণ।

IMG_20210826_131311.jpg

IMG_20210826_131347.jpg

এখন মাংস গুলো দিয়ে মসলার সাথে ভাল করে মেখে ৫ মিনিট এর মত রান্না করি।

IMG_20210826_131437.jpg

মাংস টা কষিয়ে নেওয়ার জন্য এতে সামান্য পানি দিয়ে ঢেকে ৮/১০ মিনিট রান্না করতে হবে।

IMG_20210826_132601.jpg

IMG_20210826_132638.jpg

IMG_20210826_132647.jpg

IMG_20210826_132616.jpg

তারপর জিরা এবং গরম মসলার গুঁড়া দিয়ে আরো ৫ মিনিটের মত নাড়াচাড়া করি।

IMG_20210826_132607.jpg

ব্যাস। হয়ে গেল মুরগির মাংস রান্না।

আশা করি রেসিপিটা আপনাদের ভাল লেগেছে। কোন ভূল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আশা করি শীঘ্রই সবার সাথে দেখা হবে আবার।

ডিভাইসস্যামসাং এ ৭০

ধন্যবাদ সবাইকে
@labib2000

Sort:  
 3 years ago 

রেসিপিটি অনেক সুন্দর হয়েছ। আমার অনেক ভালো লাগে মুরগির মাংস খেতে। অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন আপনি

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে মুল্যবান মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি আমি বিভিন্ন সময়ে বাড়িতে তৈরি করেছি এটি খেতে অনেক সুস্বাদু এমন রেসিপি বার বার শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেসিপিটি অনেক ভালো হয়েছে আর মুরগির মাংস আমার খুবই পছন্দ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর রান্না করেছেন এবং উপস্থাপনাও ভালো ছিলো। আগের থেকে বানান ভুলের সংখ্যা হ্রাস পেয়েছে, এটা ভালো দিক। আরো বেশী যত্নশীল থাকুন এই বিষয়ে। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই। বানান ঠিক রাখার চেষ্টা করছি সবসময়,তাও দুই এক জায়গায় ভুল হয়ে যায়। আস্তে আস্তে ঠিক করে ফেলব সব ইন শা আল্লাহ।

 3 years ago 

রেসিপির বর্ণনা অনেক গোছালো হয়েছে এবং ছবি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25