Diy(এসো নিজে করি)||রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সকলে? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।



20220102_231951.jpg



আজ

আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি পাখি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পাখি টি আপনাদের ভালোই লাগবে। এটি আমার কাগজ দিয়ে তৈরি করা ২য় কোন কিছু তৈরি। সব মিলিয়ে বেশ ভালোই উপভোগ করছি। তাই ভাবলাম পাখি টি তৈরির পাশাপাশি বানানোর প্রণালি টি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।



উপকরণ:-

  • রঙ্গিন (হলুদ) কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • কালো জেল পেন।


প্রস্তুত প্রণালি:-



ধাপ ১:-

20211231_185306.jpg

প্রথমে একটি কাগজ নিয়েছি এবং ত্রিভুজাকার করে ভাঁজ করে নিয়েছি।



ধাপ ২:-

20211231_185333.jpg

এবার ত্রিভুজের মাঝ বরাবর হতে ভাঁজ করে নেই।



ধাপ ৩:-

20211231_185405.jpg

এবার ভাঁজ টি খুলে নিয়ে উভয় পাশ হতো আরো দুটি ত্রিভুজাকার ভাঁজ করে নেই।



ধাপ ৪:-

20211231_185504.jpg

এবার দুটি অংশ ভাঁজ করে মিশিয়ে দিয়েছি এবং সাইড থেকে আরো ছোট ছোট ভাঁজ করে দিয়েছি।



ধাপ ৫:-

20211231_185550.jpg

এবার ভাঁজ টি খুলে দিয়েছি এবং একটি অংশ পুনরায় ভাঁজ করে দিয়েছি।



ধাপ ৬:-

20211231_185859.jpg

ওপর পাশে ঘুরিয়ে দেই এবং একই রকম ভাবে ভাঁজ করে দেই।



ধাপ ৭:-

20211231_190139.jpg

দুপাশ হতে ভাঁজ করে ছাড়িয়ে দেয়ায় এখন কিছুটা পাখির মত দেখাচ্ছে।



ধাপ ৮:-

20211231_190149.jpg

এবার কোনার অংশ টি বাকিয়ে নিয়ে মুখের আকৃতি দেই।



ধাপ ৯:-

20211231_190333.jpg

এখন চোখ দুটি একে দেয়ার পালা।



ধাপ ১০:-

20211231_190517.jpg

কলম দিয়ে চোখ দুটি এঁকে দিয়েছি।



ধাপ ১১:-

20211231_190742.jpg

এবার ডানা দুটি ছাড়িয়ে দিয়েছি। ব্যাস পাখিটি প্রস্তুত।



আশা করছি আমার আজকের পাখি তৈরি টি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইন শা আল্লাহ আবার দেখা হবে সকলের সাথে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ ৭০

logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  
 3 years ago 

বাহ আপনার পাখিটি তো বেশ চমৎকার হয়েছে ।দেখে মনে হচ্ছে এখনই উড়াল দেবে। খুব সুন্দর হয়েছে পাখিটি দেখতে। কাগজের কালারটি ও চমৎকার ছিল ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যা দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে পাখিটি খুব চমৎকার লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যে পাখিটি এখনই উড়ে চলে যাবে। খুব সুন্দর করে আপনি পাখিটি তৈরি করেছেন তা আপনার বানানোর প্রতিটি ধাপ দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখি তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাগজের তৈরি হলুদ রঙের পাখিটি দেখতে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে পাখির সত্যি সত্যি উড়ছে আমারতো পাখিটিকে ধরতে ইচ্ছা করছে ।খুব সুন্দর ভাবে আপনি পাখিটি তৈরি করেছেন ।আসলে এভাবে কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করে দেখতে ভালই লাগে। সবকিছু মিলিয়ে আপনার পোস্টটি আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

পাখি ট আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি পাখির অরিগামি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আর আপনার উপস্থাপনাও ছিলো দারুণ। সব মিলিয়ে অসাধারণ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই। সাথেই থাকবেন।

 3 years ago 

  • রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন। এটি প্রায় সময় অনেকেই তৈরি করেছে কিন্তু আপনার টা ছিল খুব সুন্দর। আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। পাখিটির দেখতে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

অনেক সুন্দর একটি পাখি বানিয়ে দেখিয়ে দিলেন আপনিও পারেন।যদিও এটি আপনার ২ নং কাজ। অসাধারন ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের কমেন্ট গুলোই আরো ভাল করার উৎসাহ জাগায়।

আমি অজানা মানুষ ভাই, যা বুঝি একটু লিখি আর কি।



রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি আমার খুবই ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। খুব সুন্দর একটি জিনিস বানানো শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ❤️
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু। আপনাকেও ধন্যবাদ পোস্ট টি ঘুরে দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51