জেনারেল রাইটিং সতর্কবার্তা। 🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🐺

in আমার বাংলা ব্লগ11 months ago

১০ আশ্বিন ১৪৩০ বাংলা।

আসসালামু -আলাইকুম /আদাব।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আমার প্রিয় বাংলা ব্লক কমিটির সকল সদস্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আমরা এই কমিউনিটি থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করছি।নিজেদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশ করতে পারছি এবং অর্থ উপার্জন করছি।এর পিছনে কমিউনিটির ফাউন্ডার দাদা সহ এডমিন মডারেটরদের অনেক অবদান রয়েছে।সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল আমাদের সতর্কতামূলক কিছু কথা।

father-and-son-2258681_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

আমরা যখন ছোট ছিলাম লোকমুখে সুনতাম গ্রামে নাকি গলাকাটা মানুষ আছে। আসলে গলাকাটা মানুষ বলতে আমাদের বোঝা দেন এক ধরনের পাগল বা ভয়ঙ্কর রবি মানুষ রয়েছে যারা বাচ্চাদের গলা কেটে বস্তায় ভরে নিয়ে যেত।এসকল কথা বলে মানুষের মধ্যে এবং বাচ্চাদের ভিতরে ভয়ের আতঙ্ক সৃষ্টি করতো। ছোটবেলায় দেখেছি রাতে সবাই ঘুমিয়ে আছে সে সময় নিশিরাতে চোরেরা মাটির ডোয়া কেটে সুরঙ্গ মত গর্ত করে রুমে প্রবেশ করেছে।যেসকল অর্থ বস্ত্র পেয়েছে ধাঁধা সাধ্যমত তারা চুরি করে নিয়েছে।আর দাদা-দাদী দের কাছে গল্প শুনেছি আগের যুগে নাকি ডাকাতি করতো। যে বাড়িতে ডাকাতি করবে ডাকাত দলের সর্দার সেই বাড়িতে আগে বার্তা পাঠাতো। সেবারে আশেপাশের সবাইকে বাসা থেকে বের হতে নিষেধ করা হতো এবং তাদের মৃত্যুর হুমকি দেয়া হতো। এগুলো হলো ডিজিটাল যুগের আগের অর্থ লুটে নেওয়ার কায়দা ও কৌশল।

এখন পৃথিবীটা যেমন ডিজিটাল হচ্ছে ঠিক তেমনি চোরেরা তাদের কলা কৌশল ডিজিটাল করছে।এইতো কিছুদিন আগে আমার এক পরিচিত বড় ভাইয়ের একটি ফোন ছিনতাই হয়ে গিয়েছে সাথে আরো কিছু টাকা এবং তিনি বাড়ি ফিরছিলেন কাঁচা সবজি কিনে সে সবজিগুলো ছিনতাই করে নেন।শ্রমজীবী মানুষেরা যখন সারাদিন পরিশ্রম করে ডিউটি শেষ করে রাতে ক্লান্ত শরীরে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করে সে সময় এর ধরনের ছিনতাইকারীরা সুযোগ নেই।ছিনতাই করার বা চুরি করার অনেক কৌশল রয়েছে তার ভেতরে বেশিরভাগ দেখা যাচ্ছে পকেটমার ফোন চুরি এবং বেহুশ করে লুটে নিচ্ছে সাধারণ জনগণের কষ্টের উপার্জিত অর্থ।

এখন তো আমরা শিক্ষিত ঘরে ঘরে তাই আর মানুষের বাড়িতে গিয়ে চুরি বা ডাকাতি করতে হচ্ছে না। একটু খারাপ বুদ্ধি খাটিয়ে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা।অনলাইনের মাধ্যমে কারোর একাউন্ট হ্যাকিং করছে বা কাউকে লোভ দেখিয়ে লুটে নিচে তার সর্বোচ্চ পরিশ্রমের অর্থ।অনলাইনে বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেখানে আমাদের লোক দেখানো হচ্ছে। যে পরিমাণ টাকা ইনভেস্ট করব তার থেকে দ্বিগুণ পরিমাণ টাকা আমাদেরকে দিবেন তারা।এ ধরনের লোভে পড়ে আমরা সরবরাহ হয়ে যাচ্ছি। লোভে পাপ পাপে মৃত্যু।যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা সবগুলোর সাথে পরিচিত রয়েছেন কমবেশি অনেকের সাথে হয়তো ঘটেছে বা অনেকেই। সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন আশা করছি।

উপরে কিছু ডিজিটাল যুগের চুরি ও অর্থ লুটে নেওয়ার বিষয়ে কথা বললাম। এখন বলবো স্মার্ট চুরি ও লুটে নেয়ার কিছু কথা।যেমন মেয়েদের কথা বলি যে কোনো প্রয়োজনে বা আসবাবপত্র কিনতে বাহিরে গিয়েছেন।রাস্তার পাশে দেখছেন একটি সুন্দর বাচ্চা কান্নাকাটি করছে।মেয়েদের মন এমনিতেই অনেক উদার ও নরম। বাচ্চাটির কাছে গিয়ে আপনি প্রশ্ন করলেন তাকে তার নাম,কান্না করছে কেনও, বাবার নাম,বাড়ি কোথাই,কিভাবে এলো ইত্যাদি।অবশেষে বাচ্চাটি আপনাকে একটি এড্রেস বা ঠিকানা বলল সেখানে গেলে বাচ্চাটির বাবা-মায়ের দেখা পাওয়া যাবে।আপনি হয়তো ভাবছেন বাচ্চাটি হারিয়ে গিয়েছেন নিজ দায়িত্বে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তাহলে আপনি ভুল করবেন কারণ কিছু মানুষ রয়েছে যারা চক্রান্ত করে টোপ হিসাবে এ বাচ্চাদেরকে ব্যবহার করছে। এই বাচ্চার বলে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে গেলে আপনি নিজেই কিডন্যাপ হয়ে জাবেন।দেখাযাবে আপনাকে বন্ধি করে মুক্তি পনচাইছে আপনার পরিবারে বা আপনাকে যৌন হয়রানি করে কোনো ফেলেদিবে জঙ্গলে।তাই এই সকল বিষয় থেকে বিরত থাকার চেষ্ঠা করুন।

যদি এরকমি চলতে থাকে তবে সত্যি যদি কোনো বাচ্চা হারিয়ে জাই তখন কেউ সাহায্য করবে না।যদি আমাদের সামনে কখনও এধরনের ঘটনা ঘটে তাহলে আমরা বাচ্চার দেওয়া ঠিকানাই কখনওই যাবনা।ঘটনাস্থলে দাঁড়িয়ে কিছু লোক জড়ো করব এবং নিকটবর্তী থানায় যোগাযোগ করবো। যদি বাচ্চাটি সত্যি হারিয়ে থাকে অবশ্য তার পিতা-মাতার কাছে পৌঁছে দিবে প্রশাসন কর্মকর্তারা।আজকে এ পর্যন্তই ছিল পোস্টটি আগামীতে অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে।পোস্টটি পড়ে আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে।

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিসিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।সকলের জন্য শুভকামনা রইল সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে কামনাই করি।
শ্রেণিতথ্য
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
লিখেছে@kosto
Sort:  
 11 months ago 

আসলে এরকম ঘটনা গুলো আগে কিন্তু সত্যি প্রচুর দেখা যেত। চুরি ডাকাতির বিষয়টা ছিল অনেক বেশি। চোর এবং ডাকাতরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে চুরি করত। আর এখান ডিজিটাল যুগে তো তারা আরও বিভিন্ন মাধ্যমে চুরি করে থাকে। আর বাচ্চার বিষয়টাও কিন্তু একেবারেই সত্যি। বাচ্চা হারিয়ে গেলেও তাদেরকে তাদের বাড়িতে সঙ্গে সঙ্গে পেরিয়ে যাওয়া উচিত না। থানায় ইনফরমেশন দিয়ে তারপরে পুলিশকে বলা উচিত বাচ্চাটার কথা‌।

ভালোর সাথে খারাপের উন্নতি হয়েছে সবাই ডিজিটালি হয়ে গিয়েছে।ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করা উৎসাহিত করার জন্য।

 11 months ago 

ছোটকালে এই কথাগুলো আমরা নিজেরা শুনতাম বস্তাওয়ালা লোক মাথা কেটে বাচ্চার মাথা নিয়ে যেত। এবং রাতের আঁধারে এসে মানুষের ঘর থেকে বাচ্চা নিয়ে যেত। তবে অনেক সময় এই কথাগুলো বাচ্চাদেরকে ভয় লাগানোর জন্য অনেকেও বলতেন। তবে ঠিক বলেছেন এখনকার সময় শিক্ষিত সমাজে বিভিন্ন ধরনের ডাকাতি হচ্ছে। বুদ্ধি খাটিয়ে মানুষকে হয়রানি করে। পারলে মানুষের উপকার করা দরকার ক্ষতি করা কোন দরকার নেই। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

তবে ছোটকালে সবাই কমবেশি এই কথাগুলো শুনেছে। মাথা কেটে বস্তা করে মাথা নিয়ে যেত। আবার অনেক সময় বলতো এগুলো হচ্ছে কল্লা কাটা। তবে বাস্তবে অনেক সময় দেখা যায় ঘরের মাটি কেটে গর্ত করে ঘরে চুরি করতে চোর এসে যায়। তবে এটি আপনি একদম ঠিক বলেছেন রাস্তার পাশে ছোট বাচ্চা কান্নাকাটি করে এমন সময় মেয়েরা হেল্প করার চেষ্টা করে। কারণ মেয়েদের মন একদম নরম। এই কারণে লাস্ট পর্যন্ত বিপদে পড়ে যায়। তার চেয়ে ভালো থানায় যোগাযোগ করে তাদের কাছে দিয়ে দেওয়া। তবে এরকম চললে এক সময় মানুষ মানুষকে হেল্প করা একদম ভুলে যাবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মূল্যবান পোষ্ট করার জন্য।

জি আপুএরকম চললে সবাই একজন অপরজনকে হেল্প করাই ছেড়ে দেবে।সুন্দর মন্তব্যের উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আসলেই ভাই আগেকার দিনে, ডাকাতি করে সবকিছু লুট করে নেওয়া হতো বা চোরেরা চুপি চুপি ঘরে ঢুকে অনেক জিনিস চুরি করে নিয়ে যেত। তবে এখনকার স্মার্ট যুগের চুরিটা আরও বেশি ভয়ানক। কিভাবে, দুষ্টু মানুষ ফাঁদ পেতে বসে থাকে, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা বড় দায়। তাই আমাদেরকে সব সময় সতর্কতা অবলম্বন করেই চলতে হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45