বোনের বিয়ে 🦊(লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট)🦊
• ৩ ফালগুন।
• ১৪২৯ বঙ্গাব্দ।
• বৃহস্পতিবার।
• বোনের বিয়ে উপলক্ষে কিছু ফটোগ্রাফি।
🌹আসসালামুয়ালাইকুম🌹
হ্যালো বন্ধুরা,কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছি। আমি বাংলাদেশী এবং আমার বাংলা ব্লগের একজন ইউজার।আমি @kosto আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোলাম ব্লগটিতে থাকছে চাচাতো বোনের বিয়ে ঘোড়ার ঘাড়িতে।
বেশ কিছুদিন আগের ঘটনা। হঠাৎ চাচাতো বোনের বিয়ে ঠিক হাওয়াই বাড়িতে গেলাম।শুনলাম বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে শুক্রবার বিয়ে।ছেলের নিজস্ব ব্যবসা ও দোকান রয়েছে দেখতে-শুনতেও মাশাল্লাহ সবারই পছন্দ হয়েছে।তাই বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে বিয়ে দেয়ার।আমি ছোটবেলা থেকেই চাচাতো বোনকে খুবই জ্বালাই। চাচাতো বোন আমার থেকে দেড় বছরের বড় দুজনে অনেক দুষ্টামি ফাজলামি করতাম।মেয়েদের বিয়ের কথা হলে অনেক লজ্জা পাই ওকে দেখলাম মাথা নিচু করে হাঁটে আর মুচকি মুচকি হাসি দেয়।
বিয়ের দিন অনেক ব্যস্ত থাকায় ফটোগ্রাফি করার কথা ভুলে গিয়েছিলাম।কারণ বাড়ির ছেলে বলতে আমি ও আমার একটি চাচাতো ভাই।আমার যে বোনের বিয়ে হচ্ছে তার মায়ের ছেলে নেই ওরা ৫ বোন।তাই আমি ও আমার অন্য একটি চাচার ছেলে বিয়ে বাড়ি বিভিন্ন কাজ করার ব্যস্ত থাকাই ফটোগ্রাফি তেমন করতে পারি নাই।আমাদের গ্রামে বরপক্ষ যখন আসে তখন গেটে লাল ফিতা বেঁধে মিষ্টিমুখ করিয়ে শালা-শালি এবং ভাবীরা নতুন জামাইয়ের কাছ থেকে বকশিশ আদায় করেন।সে সময় তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করছি আপনাদের মাঝে।
তার পর খাওয়া- দাওয়া করার সময় কোনো ফটোগ্রাফি করতে পারি নাই ব্যস্ততার কারণে।কাজী বিয়ে পড়ালেন তার পর বোন ও দুলাভাইকে এক যাইগা বসিয়ে সবাই ফটো তুলছিলো তখন আমিও তুলেছিলাম কয়একটি ফটো।
বিদায় বেলা আমিতো অবাক।বোনকে গাড়িতে তুলেদেওয়ার সময় দেখি বড় এসেছে ঘোড়ার গাড়িতে।ভাবলাম এ যুগের ঘোড়ার গাড়িতে কেউ বিয়ে করে।অনেক আগে শুনেছি পালকিতে ঘোড়ার গাড়িতে বিয়ে করেছে এখন যে এগুলো চলে। যাইহোক বোনকে তুলে দিলাম শ্বশুরবাড়িতে চলে গেল।পরে দুলাভাইকে জিজ্ঞাসা করলাম ঘোড়ার গাড়িতে বিয়ে করার রহস্য কি।দুলাভাই বলল আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা মানত করেছিল।তাই মায়ের কথা রাখতে হবে ঘোড়ার গাড়িতে বিয়ে করলাম।ঘোড়ার গাড়ি দেখে পাড়া-প্রতিবেশীরা অনেকে অনেক মন্তব্য করেন।তবে পাড়ার মানুষের কথা কান না দেওয়াটা বেটার। আজকের এই পর্যন্ত ছিল আমারব্লগ।
আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য।
🌹সকলকে ধন্যবাদ🌹
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | @kosto |
w3words | https://w3w.co/wisp.overstates.fluctuate |
আপনার চাচাতো বোনের বিয়েতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। জেনে খুব ভালো লাগলো। আসলে বিয়ে মানে অনেক হাসি আনন্দ, খাওয়া দাওয়া, গল্প গুজব সবার সাথে সুন্দর মুহূর্ত অতিবাহিত করা। বিয়েতে ঘোড়ারগাড়ি দেখে খুব ভালো লাগলো। আসলে আমাদের এদিকে বিয়ে গুলোতে ঘোড়ার গাড়ি প্রচলন নেই। এত সুন্দর বিয়ের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আমাদের এদিকে ঘোড়ার গাড়িতে দিয়ে চলাচল নেই।কিন্তু দুলাভাই এর মা দুলাভাই জন্ম গ্রহণের সময় মানত করেছিল এজন্য উনিও ঘোড়ার গাড়িতে বিয়ে করেছেন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।