কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দের জানাই অসংখ্য ধন্যবাদ।আমি লেবেল-৪ ক্লাসে যা কিছু অর্জন করেছি তারই লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি।
লেভেল ৪ হতে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি তা নিম্নে উল্লেখ করা হলোঃ- |
প্রশ্ন ১: p2p কি?
উত্তর: p2p বলতে বোঝাই একটি আইডি থেকে অন্য একটি আইডিতে ট্রান্সফার করা কে p2p বলে।p2p এর মাধ্যমে আমরা অর্থ লেনদেন করি একে অন্যর কাছে steem,sbd ও trx ট্রান্সফার করতে পারি।তবে বিশেষ কোন কারন ছাড়া p2p করা যাবেনা।p2p করার সময় অবশ্যই মেমোতে কারণ উল্লেখ করতে হবে। যদি মেমোতে উল্লেখ করা না হয় তাহলে দুইটা আইডি একই ব্যক্তির বলে ধরে নেওয়া হয়। |
প্রশ্ন ২: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করাহলো।
উত্তর:প্রথমে আমি স্টিম ওয়ালেটে গিয়ে আমার আইডি লগইন করেছি। তারপর SBD এর পাশের চিহ্ন উপর ক্লিক করেছি ।তার পর ট্রান্সফার অপশনে ক্লিক করে নিয়েছি।এরপর একটি ফ্রম এসেছে To তে আইডির নাম লিখে দিয়েছি @level4test।এরপর অ্যামাউন্ট এর ঘরে 0.001 অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি । এরপর মেমো অপশনে আমি কেন SBD পাঠাচ্ছি তা উল্লেখ করে দিয়েছি level 4 exam test। তারপর Active কি দিয়ে সেন্ড করে দিয়েছি। |
প্রশ্ন ৩: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর: P2p মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট থেকে @level4test তে 0.001 Steem সেন্ড করার জন্য প্রথমে আমি স্টিমিটওয়ালেটে আমার আইডি লগইন করেছি। তারপর স্টিম অপশনের উপরে ক্লিক করেছি ।এরপর ট্রান্সফার অপশন এ ক্লিক করে দিয়েছি।এরপর To তে অ্যাড্রেস লিখে দিয়েছি @level4test এরপর অ্যামাউন্ট এর ঘরে 0.001অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি । এরপর মেমো অপশনে কেন steem পাঠাচ্ছি তা লিখে দিলাম level 4 exam test। তারপর একটিভ কি দিয়ে পাঠিয়ে দিয়েছি। |
প্রশ্ন ৪: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর: P2p মাধ্যমে আমার স্টিম একাউন্ট থেকে @level4test তে 0.01 Trx সেন্ড করতে হলে প্রথমে আমার স্টিমিটওয়ালেটে গিয়ে trx অপশনে ক্লিক করে ট্রান্সফার অপশনের উপর ক্লিক করেছি।TO তে অ্যাড্রেস @level4testদিয়ে অ্যামাউন্ট এর ঘরে 0.01 এমাউন্ট বসিয়ে Tron private key দিয়ে Trx পাঠিয়ে দিয়েছি।তবে সব সময় মনে রাখতে হবে trx সেন্ড করার সময় যদি কোন এক্সচেঞ্জ ওয়ালেটে ট্রান্সফার করি তাহলে (SWITCH TO TRON ACCOUNT)এই অপশনে ক্লিক করতে হবে তা না হলে ট্রানস্ফার হবে না। |
প্রশ্ন ৫: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর: SBD থেকে Steem এ Convert করতে হলে প্রথম Steemwallet এ গিয়ে আমার স্ট্রিম অ্যাকাউন্ট লগইন করব। তারপর SBD এর পাশের চিহ্নতে ক্লিক করব এবং তারপরে market লেখার উপরে ক্লিক করবো। এরপর buy steem এ স্টিম Total এর জায়গায় কত SBD convert করব তার পরিমাণ লিখলাম এবং Buy Steem এ ক্লিক করলে SBD থেকে Steem Convert হয়ে যাবে। |
প্রশ্ন ৬: Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উত্তর:একাউন্ট খোলার জন্য আমাকে প্রথমে poloniex এ যেতে হবে এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের। তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর email এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে। |
প্রশ্ন ৭: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উত্তর: Poloniex ওয়ালেট এগিয়ে Deposit অপশনে ক্লিক করতে হবে। এরপরে সার্চ বারে গিয়ে steem লিখে সার্চ করে।তারপর অ্যাড্রেস ও মেমো কপি করে নিব।তারপর steemwallet এ গিয়ে steem এর উপর ক্লিক করে transfer সিলেট করব। এখন কপি করে নিয়ে আসা এড্রেস ও মেমো বসিয়ে দিব।তার পর অ্যামাউন্ট বসিয়ে next বাটন ক্লিক করব। তারপর ok বাটন ক্লিক করে দিব। তারপর Active key দিয়ে সেন্ড করেদিব। এখন Poloniex ওয়ালেটে দেখতে পাবো স্টিম জমা হয়ে গেছে। |
প্রশ্ন ৮: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উত্তর: প্রথমে Poloniex ওয়ালেটে গিয়ে Deposit সিলেক্ট করে সার্চ বক্সে trx লিখতে হবে।এরপর trx সিলেক্ট করে TRC20 সিলেক্ট করতে হবে।এরপর ওখান থেকে এড্রেস কপি করে steemwallet লগিন করতে হবে।তারপর Trx এর পাশের ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর (SWITCH TO TRON ACCOUNT) অ্যাকাউন্ট ক্লিক করতে হবে।To এর জায়গাই কপি করা অ্যাড্রেস পেস্ট করে দিতে হবে।এরপর অ্যামাউন্ট বসিয়ে দিব এবং next বাটন ক্লিক করার পর ok বাটন ক্লিক করব।তার পর Tron private key কী দিয়ে দিব।তাহলে Poloniex Exchange site ট্রান্সফার হয়ে যাবে। |
প্রশ্ন ৯: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
১- Poloniex Exchange site এ Steem কে USDT তে Exchange করার স্ক্রিনশট -
উত্তর:প্রথমে Poloniex এ গিয়ে trad অপশনে যাব।তার পর spot এ ক্লিক করব। এরপর scarch বারে ক্লিক করে উপরের সার্চ অপশনে লিখব STEEM/USDT সিলেক্ট করব। প্রাইসের ঘরে প্রাইস লিখবো বা অটো বসে তাকে প্রাইস এরপর অ্যামাউন্ট এর ঘরে Steem অ্যামাউন্ট বশিয়ে Sell Steem এ ক্লিক করব।তার পর ওয়ালেটেগেলে দেখতে পাব steem কেটে usbd convart হয়েছে। |
২-Poloniex Exchange থেকে TRX কে USDT তে Exchange করার স্ক্রিনশট -
উত্তর:প্রথমে Poloniex এ গিয়ে ট্রেড অপশনে যাব।তার পর spot এ ক্লিক করব। এরপর scarch বারে ক্লিক করে উপরের সার্চ অপশনে লিখব Trx/USDT সিলেক্ট করব। এরপর অ্যামাউন্ট এর ঘরে কতটা Trx অ্যামাউন্ট USDT তে কনভার্ট করব তা লিখব। এরপর Sell Trx এ ক্লিক করব।তার পর ওয়ালেটেগেলে দেখতে পাব Trx কেটে usdt convart হয়েছে। |
লেভেল- ৪ এর লিখিত পরীক্ষার সকল প্রশ্ন উত্তর দিয়ে আমি পরীক্ষা এখানেই শেষ করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।