DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি পিঁপড়া||(10%Beneficiary To @shy-fox and 5% abb-school)

★ ১৫-জ্যৈষ্ঠ।
★ ১৪৩০ বাংলা।
★ সোমবার।

আসসালামু-আলাইকুম/ আদাব।

হ্যালো বন্ধুরা,কেমন আছেন, আমার বাংলা ব্লগ পরিবারের সকল মেম্বার ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি পিঁপড়া তৈরি। একটি ব্লগ নিয়ে চলে এলাম steemit- এ আমার বাংলা ব্লক কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর DIY- পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি ব্লগারেরা আমাদের উপহার দিয়ে থাকেন তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন।

দেখতে দেখতে গত বৃহস্পতিবার আমাদের কমিউনিটির ১০১ তম হ্যাংআউট পার হয়ে গিয়েছে।আমার বাংলা ব্লগে অনেক মেম্বার হয়তো আমাদের সঙ্গে ১০০০ তম হাংআউট পার করবেন।আরো নতুন নতুন মেম্বার আমাদের মাঝে যোগ হবেন এবং নতুন নতুন ব্লগ আমাদের উপহার দিবেন।সর্বক্ষেত্রে আমাদের সঙ্গে বা আমার বাংলা ব্লগ পরিবারের সঙ্গে যারা সম্পর্ক রাখবে দাদা তাদের পাশে সব সময় ছিলেন এবং থাকবেন আশা করছি।

বাংলা আমার মাতৃভাষা। আমি বাংলায় কথা বলতে অনেক ভালোবাসি আর এই বাংলা ভাষায় ব্লগিং করার মতো এমন সুযোগ হয়তো আর কোথাও নেই। @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই কমিউনিটির মাধ্যমে নিজেদের ক্রিয়েটিভিটি শেয়ার করার সুযোগ করে দেয়ার জন্য।মার্কেট ডাউন এর কারনে দাদা ব্যক্তিগতভাবে আমাদের অনেক সাপোর্ট দিচ্ছেন এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন।আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন ও মডারেটর সকলেই অনেক অক্লান্তি পরিশ্রম করছেন আমাদের জন্য।আশা করছি আমাদের সকলের সামনের দিনগুলো অনেক ভাল কাটে সেই কামনাই করি।এখন আপনাদের মাঝে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে পিঁপড়া তৈরি ধাপ গুলো দেখানো হলো।

20230529_002053.jpg

প্রয়োজনীয় উপকরণঃ-

★ রঙিন কাগজ।
★আঠা।
★ কাগজ কাটার।
★মার্কার পেন।
★ একটি স্কেল।

ধাপ-১

প্রথমে একটি খাতার উপরে একটি স্কেল ও তিন খন্ড রঙিন কাগজ নিয়েছি।কাগজগুলো স্কেলের সাহায্যে মেপে কেটেছি আনুমানিক মাপে কাটলেও তৈরি করা যাবে তবে এস্কেল দিয়ে মাপ দেয়া ভাল প্রথম গাগজটি (১.০২) ইন্চি,দ্বিতীয় কাগজ (১.৫০) ইন্চি ও তৃতীয় কাগজের খন্ড (২) ইন্চি মাপে কেটেছি।এখন আঠার সাহায্যে কাগজের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জোড়া লাগিয়ে দিব।

20230425_220707.jpg

20230425_220843.jpg

20230425_221330.jpg

20230425_221339.jpg

ধাপ-২

দেখতে অনেকটা গোল পাইপ এর মত হয়েছে।এই গোলাকার তিন টুকরা রঙিন কাগজ একসাথে জোড়া লাগিয়ে দিব আঠার সাহায্য এবং দুটি চোখ অঙ্কন করব।চোখদুটি গোলাকার কাগজের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এরপরে চিকন করে বেশ কিছু কাগজ কাটবো পিঁপড়ার পা তৈরি করার জন্য। তারপরে চিকন করে কেটে নেওয়া কাগজ গুলো ডাবলু আকারে ভাজ করে নিব।

20230425_221903.jpg

20230425_222144.jpg

20230425_222751.jpg

ধাপ-৩

এরপর ডাবলু আকারে ভাঁজ করে রাখা রঙিন কাগজ গুলো গোল করে রাখা রঙিন কাগজ এর বডি সঙ্গে লাগিয়ে দিব। তারপরে শেষ ধাপে ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।এখন রঙিন কাগজের তৈরি করা পোস্ট করার জন্য প্রস্তুত। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

20230425_223547.jpg

20230425_223638.jpg

🌹সকলকে ধন্যবাদ🌹

সমস্ত ছবিরতথ্য
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ 🇧🇩।
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
DIYরঙিন কাগজের পাতা তৈরি।
Diy- তৈরিমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
Sort:  
 last year 

1000 তম হ্যাং আউট এ থাকতে পারবো কিনা জানিনা তবে সে দিনটা যেন আসে সেই কামনাই করি। আর আপনার রঙিন কাগজের তৈরি পিঁপড়া টা কিন্তু ভাইয়া ভালোই বানিয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগলো।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে পিঁপড়া তৈরীর উপস্থাপন সত্যি অসাধারণ হয়েছে। আপনার দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করা দেখে খুবই ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

সময় কারো জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতে চলছে। দেখতে দেখতে ১০১ তম হাং আউট পার করে ফেললাম। তবে যতদিন আছি আমার বাংলা ব্লগের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।।
রঙিন পেপার কে কে আপনি খুব সুন্দর ভাবে পিঁপড়া অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি পিঁপড়া তৈরি দেখে মুগ্ধ হলাম।সত্যি ডাই পোস্ট অসাধারণ হয়েছে। আমার খুবি ভালো লেগেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আজকে আপনি আমাদেরকে ধাপে ধাপে দেখালেন কিভাবে রঙিন কাগজ দিয়ে পিঁপড়ার অরিগমি তৈরি করা যায়।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে পিঁপড়া তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পিঁপড়া দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে ভাই। আসলে এইসব পোস্ট তৈরি করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 87860.55
ETH 3367.68
USDT 1.00
SBD 3.10