একটি কুকুর আর মানুষের ভালোবাসার সম্পর্ক🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
★ ১১ পৌষ।
★ ১৪২৯ বঙ্গাব্দ।
★ সোমবার ।
★ পেন্সিল আর্ট একটি সুন্দর চিত্র।
আসসালামুয়ালাইকুম,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি বাংলাদেশী এবং আমার বাংলা ব্লগের নতুন একজন ইউজার।আমি @kosto আপনাদের মাঝে আজ আমি একটি পেন্সিল আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম । আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না। কিন্তু চেষ্টা করেছি আর্টটি করার জন্য এখন থেকে প্রায়ই আপনারা আমার পেন্সিলের করা আর্টের পোস্ট দেখতে পাবেন।আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেন্সিল দিয়ে আঁকা একটি কুকুরের ছানা ও একটি মানুষের হাত।
ছোটবেলা থেকেই পশুপাখি আমার অনেক ভালো লাগে। বিশেষ করে পশু পাখির ছানা গুলো আমার কাছে সবথেকে বেস্ট লাগে। কুকুর ও মানুষ একই সাথে অনেক সময় দেখা যায় বন্ধুত্ব গড়ে উঠেছে। সেই বন্ধুত্ব থেকে অনেক বিশ্বাস ও ভরসা করানো হয় বা পাওয়া যায়। গ্রামে এখনো দেখা যায় অনেকে কুকুর পালন করছে বাড়ি পাহাড়ের জন্য। আর বিদেশে দেখা যায় তারা সব সময় কুকুরের সঙ্গে চলাফেরা করে এবং কুকুরকে অনেক ভালবাসে।তো কুকুর ও মানুষের সাথে বন্ধুত্বকে স্মরণ করে আমি একটি অঙ্কন করেছি। সেই অংকটা জনগণের মাঝে শেয়ার করছি।
আর্ট করতে যে সকল জিনিস ব্যবহার করেছি :
★ সাদা কাগজ।
★ পেন্সিল।
★ রাবার।
★ পেন্সিল কাটার।
★ স্কেল।
★ রংপেন্সিল।
★ মার্কার কলম।
একটি কুমার শানুর হাত-পা একটি মানুষের হাত তোমাদের স্পর্শে একটি মায়াবী আর্ট করেছি সেগুলো ধাপে ধাপে দেখানো হলো:
স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ অঙ্কন করেছি
চতুর্ভুজের মাঝখানে একটি কুকুরের ছানা ও একটি হাতের চিত্র অংকন করেছি।
এরপরে চিত্রটির উপরের দিকে কিছু উড়ন্ত পাখির ঝাঁক ও কিছু লাভ অংকন করেছি।
চতুর্ভুজের ডানপাশের দিকে একটি স্ট্রিম লোগো চিত্র অংকন করেছি।তবে অতটা সুন্দর হয়তো হয়নি তবে চেষ্টা করেছি সুন্দর করার জন্য।
এবার দেখতে পাচ্ছেন কালো মার্কার দিয়ে চিত্রটি সুন্দর করা চেষ্টা করছি। এখানে কুকুরের ছানা, হাতের অংশ ও পাখি গুলো গাড়ো রং করার চেষ্টা করব।
চতুর্ভুজ ও স্টিম লোগো সহ সবগুলো গাড়ো রং করে দিয়েছি কাল মার্কারের সাহায্য।
স্টিম লোগো রং করে দেয়ার পালা। বাংলাদেশের পতাকার রং অনুযায়ী স্টিম নবরঙ করে দিব। মাঝখানে লাল বর্ণ এবং দুপাশে সবুজ রং যেন দেখতে বাংলাদেশের পতাকার মতো।
চতুর্ভুজের মাঝখানে যে লাভগুলো রয়েছে। সেই লাভগুলো এখন রং করে দিব। এরপরে চতুর্ভুজের নিচের দিকে আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম লিখে দিব। তার নিচে আমারে ডিসাইন।
চূড়ান্ত ধাপ:
অঙ্গন টি সম্পূর্ণ করার পূর্বে অঙ্কনটির উপরে আমার বাংলা ব্লগ পরিবারের নাম লিখেছি। মোটামুটি আমার আঁকা এই চিত্রটি পোষ্টের জন্য প্রস্তুত। আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে।
আমার পোস্টটি পড়ার জন্য।
🥀🥀 (সবাইকে ধন্যবাদ) 🌼🌼
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | @kosto |
অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন ভাইয়া। এটা দেখতে অসাধারণ লাগছে। কুকুরটি দেখতে অনেক কিউট লাগছে। চিত্রাংকন টি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপু। সুন্দর ন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পশু পাখি পোষ মানিয়ে পালতে আমারও অনেক ভালো লাগে। আমাদের বাসায় বিড়াল আছে। পোষা প্রাণী কখনো কারও কোনো ক্ষতি করেনা। যাই হোক খুব সুন্দর একটি আর্ট করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে কুকুর হালকা কালার করে নিলে ভালো হতো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
মূল্যবান মতামত দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদআপু।
পোষা প্রাণী গুলো আমাদের শেখানো মধ্যেই সবকিছু করে ও চলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
কুকুর হল বিশ্বস্ত প্রাণী। কুকুর এবং মানুষের মধ্যে ভালোবাসাটা অতুলনীয় হয়। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করেই আপনি একটি ড্রইং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ড্রইং অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের মাঝে ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।