পর্ব ১ মিলন মেলায় ঘোরাঘুরি ও ফটোগ্রাফি🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
আসসালামুওয়ালাইকুম
কেমন আছেন ভাই,বোন ও বন্ধুরা?নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে।
আজ আপনাদের মাঝে শেয়ার করবো মেলার মাঠে ঘুড়া ঘুড়ি ও ফটো গ্রাফি।হযরত কুদরত আলী শাহ্ (র.)-এর ১২৩ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে।ভক্তপ্রাণের পবিত্র মহামিলন মেলা।স্থান: দড়ি লুটেরচর (হাউদ বাড়ি দরবার প্রাঙ্গন)দরবারে।সার্বিক তত্ত্বাবধানে: জনাব ফারুক হাউদ, খাদেম, অত্র দরবার শরীফ।
সৌজন্যে: হাউদ বাড়ি সকল জনগোষ্ঠি।
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের একটি ফটোগ্রাফি। মেন গেট দিয়ে প্রথমে প্রবেশ করলাম কিছুদূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম জমজমাট মেলার মাঠ।প্রথমে রাস্তার পাশে দেখতে পারছেন হাওয়াই মিঠাই তৈরি করছে এবং বিক্রি করছে।সামনের দিকে প্রচুর ভির নাগড় দোলা ও বিভিন্ন দোকান পাট বসেচেছে আজ আপনাদের মাঝে সেগুলোই শেয়ার করবো।
নিচের ফটো গুলোতে দেখতে পাবেন নৌকা ও নাগড় দোলার ফটো গ্রাফি।বিনোদন এর প্রেস মিউজিক নাগর দোলা।পার্কে আর না ইকো পার্কে, আর যেতে হবে না। পার্কে এসেছে আপনাদের প্রায়ে আনন্দ দেওয়ার জন্য এখানে রয়েছে। শিশুদের জন্য সকল আন্দ ও বিনদন। এটা বেনারের ওপর দেওয়া ছিলো।নাগড় দোলার একজন ৫ বার ঘুরবে ৩০টাকা মূল্য ও নৌকাই ২০ টাকা মূল্য।
এখন আমি এইরাতে আইসক্রিম খাবার কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।রোলার কোস্টার আইসক্রিম খেতে বেশ ভালো তবে দামটা একটু বেশি ৩০ ও ৪০ টাকা প্রতি পিচ।আমার নিজের সেলফি ও কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।
এখন আমার পছন্দের আর একটি খাবার সেটা হলো পান।আমি শখের বসে মাঝে মাঝেই পান খেয়ে থাকি আজকেও পান দেখে লোভ শামলাতে পারলাম না।তাই ৩০ টাকা দামের একটি পান ক্রয় করে খেয়ে নিলাম।আজকে এই পর্যন্ত ছিলো আমার ব্লগ পরবর্তীতে আবারো পাঠ ২ এ মাজারের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
🌹সকলকে ধন্যবাদ🌹
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | মোঃ তৌফিক ইসলাম(@kosto) |
w3words | https://w3w.co/economies.stutter.crunches |
বাহ বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন মিলন মেলায় ঘুরতে গিয়ে। আমাদের এদিকেও একটা মেলার আয়োজন চলতেছে কিন্তু এখনো শুরু হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মেলার কিছু সুন্দর সুন্দর ফটো চিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আশাকরি আপনার বেলায় অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।
মিলন মেলার চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।অনেক ঘুরাঘুরি ও করেছেন দেখছি।রোলার কোস্টার আইসক্রিম দেখে লোভ লাগছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনি মিলন মেলায় বেশ ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন সেটা আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি। মেলায় তো দেখছি অনেক ধরনের খেলনায় এসেছে। আবার দেখছি রোলার কোস্টার আইসক্রিম ও এসেছে। আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।