📷 বন্য ফুলের ফটোগ্রাফি 📷।(10% Beneficiary To @shy-fox)

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - মঙ্গলবার।
০৩ আগস্ট ২০২৩ ইংরেজি।
১৮ আশ্বিন ১৪৩০ বাংলা।
১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি।

আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা
কেমন আছেন আমার বাংলা ব্লক পরিবার সবাই।আশা করছি সৃষ্টিকর্তার রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন।আজ আপনাদের মাঝে আমার তোলা কিছু ক্যামেরা বন্ধি বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।এই ফটোগ্রাফি গুলো আমাদের অফিস এর পাসে থেকে ফজরের নামাজ আদায়ের পর হাটাহাটি করার সময় ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।

ফটো ও বিস্তারিত বর্ণনা।

📷 ফটো-১ 📷

প্রথমে যে ফটোটি আপনাদের মাঝে শেয়ার করছি। এই ফুলটি আমাদের সকলেরই চির চেনা ফুল।ফুলটি নাম কাশফুল এই ফুলটি প্রাকৃতিকভাবে শরৎকালে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমাদের মাঝে দেখা দেয়।এখন যেহেতু অক্টোবর মাস তাই আমরা এখন ভুলগুলো পুরোপুরিভাবে ফুটন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। গার্লফ্রেন্ড নিয়ে অনেকের মনে গাঁথা আছে অনেক গল্প কাহিনী। কাশফুল কে নিয়ে অনেক গল্প, কবিতা ও ছড়া রয়েছে।অনেকে আবার কাশফুলের মাঝে নিজেকে হারিয়ে যেতে চাই।আমাদের প্রজেক্ট এর ভিতরে প্রচুর পরিমাণে কাশফুল ফুটেছে।কিন্তু সময়ের অভাবে ফটোগ্রাফি করতে পারছিলাম না। দেখা যাচ্ছে যখন সময় পাচ্ছি তখন ফটোগ্রাফি করার সময় হচ্ছে না বা ওয়েদার ভালো নেই।আবার যখন ওয়েদার ভালো তখন ফটোগ্রাফি করার সময় নেই। ব্যস্ততার মাঝে কিছু ফটোগ্রাফি করেছেন যে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

20230924_125536.jpg

20230924_125646.jpg

20230924_125627.jpg

20230924_125651.jpg

📷 ফটো-২ 📷

২ নং ফটোগ্রাফিতে আপনাদের মাঝে যে ফটো শেয়ার করছি এই ফুলের নাম আমি জানতাম না। এই ফুলদের আজ আমি কখনো দেখি নাই। তাই ফুলগুলো দেখতে খুবই সুন্দর রাস্তার পাশে আগাছার মধ্যে ফুটে রয়েছে ফুলগুলো।ফটোগ্রাফি করার পর গুগল এ সার্চ দিয়ে জানতে পারলাম ফুলটির নাম পাসিফ্লোরা ফয়েটিডা। এই পাসিফ্লোরা ফয়েটিডা ফুলটি আবেগের ফুলের একটি প্রজাতি যা দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র সকল জায়গায় বেশিরভাগ দেখা যায়। এ ফুলের বিভিন্ন ধরনের কালার রয়েছে।ফুলটির রং সাদা ও মাঝখানে হালকা খয়েরি কালার। তাই হয়তো দেখতে এত সুন্দর লাগছে।

20231001_054212.jpg

20231001_054143.jpg

20231001_054129.jpg

📷 ফটো-৩ 📷

সেনা অক্সিডেন্টালিস (Senna occidentalis) সাধারণত কফি সেনা, স্টাইপটিক আগাছা বা সেপটিকওয়েড নামে পরিচিত, ফুলের উদ্ভিদের একটি প্রজাতি এবং এটি দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার স্থানীয়।এই গাছগুলো আমরা রাস্তার পাশে দেখতে পাই। ফুলগুলো হয়নি হলুদ রঙের দেখতে অনেক আকর্ষণীয়।

20231003_055941.jpg

20231003_055929.jpg

20231003_055900.jpg

অনেকদিন হলো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তাই নতুন কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারছিনা।আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।আমার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে।আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আল্লাহ-হাফেজ


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩।
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
পোস্টফটোগ্রাফি।
ক্যামেরাম্যানমোঃ তৌফিকুল ইসলাম(@kosto)।
w3wordshttps://w3w.co/reclining.respects.bundles
Sort:  
 11 months ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কাশফুলের ফটোগ্রাফি। যেহেতু এখন শরৎ কাল চলছে। তাই বিভিন্ন জায়গায় এই কাশফুলে দেখা মেলে। আপনি আরো ভিন্ন কিছু ফটোগ্রাফি করেছেন সব মিলে ভাল লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

এবার কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করা হয়নি। আপনি যেটা ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন। আসলেই প্রকৃতির এই ছোঁয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম এই সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল যেটা করতে আমিও পছন্দ করি।

Posted using SteemPro Mobile

প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর রূপ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

বন্য ফুলের খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।অনেক সুন্দর হয়েছে আপনাত ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবা।

 11 months ago 

ওয়াও আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাইয়া।আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে আমার কাছে আপনার কাশফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। বাকি গুলোও দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য।

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে। যদিও কখনো সরাসরি কাশফুল দেখার সুযোগ হয় কিনা জানিনা। কিন্তু আমাদের এখানে কাশফুল নেই বললেই চলে। তবে আপনাদের ভাগ্য ভালো খুব সুন্দর সুন্দর কাশফুল বাগানে গিয়ে ফটোগ্রাফি নিতে পারেন। তাছাড়া অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 11 months ago 

ওয়াও আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর লাগছে। কাশফুলটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45