সময়ের সাথে স্বপ্ন বিসর্জন। 🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আজ - শুক্রবার।
০৮-মার্চ-২০২৪ ইংরাজি।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে নিজের অনুভূতি থেকে এবং নিজের স্বচক্ষে দেখা কিছু কথা শেয়ার করব। আমি @kosto প্রতিনিয়ত কমিউনিটি নিয়ম কানুন মেনে পোস্ট করার চেষ্টা করি। আপনাদের সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করি।

blacksmith-2740128_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

আমি নিজের এবং নিজের চোখের সামনে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে কিছু কথা আজকে আপনাদের মাঝে রাইটিং শেয়ার করছি।প্রথমে শুরু করছে আমাদের ভালো-মন্দ জ্ঞান হবার সময় থেকে শুরু করে। আমরা যখন মোটামুটি বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ তখন আমাদের চিন্তাভাবনা থাকে কবে আমরা বড় হবো। কবে স্বাধীন মত চলাফেরা করতে পারব কবে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারব। এ ধরনের নানান চিন্তা ভাবনা আমাদের নিজেদের মধ্যে ঘুরপাক খায়। স্কুল লাইফের দুষ্টামি খেলাধুলো মজা মাস্তি ইত্যাদি করে স্কুল লাইফটা পার করে দেই। যখন স্কুল জীবনে থাকি তখন মনে হয় কলেজ লাইফটা অনেক সুন্দর। কলেজ লাইফের মত সুখ শান্তি আর হয়তো কোথাও পাবো না কবে স্কুল ছাড়বো কবে এ বাধা পেরোবো।

blogger-2838945_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

ছোটবেলা থেকে আমরা নিজেদের চোখে যেগুলো দেখি, শুনি সেগুলো নিয়েই আমরা চিন্তাভাবনা করি। প্রতিটা মানুষেরই একটি করে স্বপ্ন থাকে বড় হয়ে চাকরি করব, ব্যবসা করব মূল কথা টাকা রোজগার করব।নিজের স্বপ্নটাকে পূরণ করব ইচ্ছামত চলাফেরা করবো।ছোটবেলায় দেখতাম সকলের স্কুল ভাগ কানে করে স্কুলে যায়। অনেক আনন্দে দিনটা পার করে। তখন নিজেরা ভাবতাম আমি নিজেই কবে স্কুলে যাব কবে এত সুন্দর একটি মুহূর্তে অনুভব করব। যখন স্কুল জীবন শেষ করলাম তখন স্বপ্নটা পরিবর্তন হয়ে কলেজ লাইফে চলে গেল। কলেজ লাইফে বেশ ভালই কাটছিল তবে সেখানেও আর কেউ থেমে থাকে নাই। তখন আরো চিন্তাভাবনা স্বপ্নটা অনেক বড় হয়ে গেল। ভালো একটি চাকরি করতে হবে অনেক টাকা রোজগার করতে হবে আরো ইত্যাদি ইত্যাদি।

যখন কলেজ লাইফ শেষ করে আমরা একটি চাকরির সন্ধানে যাই। তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোন অভিজ্ঞতা আছে কিনা। তখন মনে হয় লেখাপড়া না করে কাজ করে অভিজ্ঞতা করাটাই উত্তম ছিল। যদিও অনেক খোঁজাখুঁজির পরে একটি জব মিলে তারপরে যে স্যালারি হয় সেটা মন মত হয় না।স্কুল ও কলেজ লাইফে যখন ভাবতাম একটি চাকরি করব এবং রোজগার করে ইচ্ছামত স্বপ্ন পূরণ করব। এখন কিন্তু সেই স্বপ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে।এখন পুরাপুরি স্বপ্নটা কাজ করে বাবা মাকে নিয়ে তাদের বয়স হয়েছে তাদের দায়-দায়িত্ব সম্পূর্ণ এখন আমার। এখন আর ছেলেমানুষি করার বয়স আমার নেই। এখন আমাকে একটি দায়িত্ব নিতে হবে।কয়েক বছর কেটে যায় এভাবে পিতা-মাতার দায়িত্ব নিয়ে সংসারের হাল ধরতে।

এভাবে চলে জীবনটা তবে এখানেই শেষ নয় সবে তো শুরু।তারপরে দায়িত্ব আসে বিবাহের জন্য পিতা মাতা দায়িত্ব পালনের পর দায়িত্ব আসে বিবাহ করার। বিবাহ করলেন বউয়ের সকল দায়-দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করতে গেলে নিজেকে পরিবর্তন করতে হয়। যেন স্বপ্নটা ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করছে।যতদিন যাচ্ছে নিজের দায়িত্ব বাড়ছে এবং নিজের খুশিটাকেও অন্যের মাঝে দেখতে হচ্ছে। এর পরে হল ফ্যামিলি বাচ্চা কাচ্চা ইত্যাদি ইত্যাদি দায় দায়িত্ব পালন করার পরে নিজের জন্য কোন সময় থাকে না। সারাদিন হারখাটুনি ডিউটি করে দিনশেষে বাসায় গেলে পরিবারকে সময় দিতে হয়। নিজের বলতে কোন কিছুই থাকেনা ছেলেদের যা কিছু আছে সবই অন্যের জন্য উৎসর্গ। ছেলেদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ যায় কিছু থাকুক না কেন সবই অন্যর জন্য নিজের জন্য কিছুই নয়।অবশেষে দেখা যায় স্বপ্নটা দেখে আমরা নিজের জন্য কিন্তু স্বপ্নটা পূরণ হয় অন্যের জন্য।আমরা সবাই নিজেদের জীবন যুদ্ধের ব্যস্ত। নিজেকে কখনো আলাদা করে ভাবার সময় হয়না।তবে সর্বশেষে নিজের স্বপ্নটাকে পূরণ করতে না পারলেও পরিবারের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুলে যায়। তখন মনে হয় এ জীবন সার্থক।

লোকেশনকুমিল্লা, বাংলাদেশ।
ডিভাইসস্যামসাং এম ২১।
পোস্টরাইটিং।
রাইটিং@kosto
রাইটিং লোকেশনhttps://w3w.co/rivals.snowboard.motor
ডেলিগেসন লিংক
abb-curation

Link

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdw4Lnnd7vDuUDbageny2q4tcqY67XTENmaNTPL2iTUiPLCqBbQKhHYYaGJV812mqcc8t1YL34YTsyE3RupjMP2C48p5VU82DGjEPjStYmNu3A19ET7VN6.jpeg

Heroism

Link

RNFetchBlobTmp_peej0ko0swo8re157yx7xh.jpg

RNFetchBlobTmp_8qmvwq8bezhk3p9y2tvhnb.jpg

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Link

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

Sort:  
 4 months ago 

যথার্থ বলেছেন ভাই। ছোট থাকতে ভাবতাম কবে বড় হবে,এখন বড় হয়ে ভাবি ছোটতেই ভাল ছিলাম। অনেক ভাল লাগল আপনার পোস্ট টা পড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে জীবনটা কল্পনায় সুন্দর ৷ আর ছোটবেলার জীবনটা হচ্ছে কাল্পনিক জীবন ৷ তখন আমরা কল্পনায় থাকি সব সময় ৷ নিজের ইচ্ছে মতো ভাসি কল্পনার রাজ্যে ৷ তবে বাস্তবতা অনেক কঠিন ৷ ধীরে ধীরে যখন বড় হোই আর বাস্তবতার মাঝে দারাই ৷ তখনই বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন ৷ যাই হোক , আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42