বড় বোন নাটক রিভিউ
আজ-মঙ্গলবার।
২০ ফেব্রুয়ারি ২০২৪ ইংরাজি।
হ্যালো,,,,,বন্ধুরা,,,,,,,,,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেক ভালো ও সুস্থ আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন বাংলাদেশী ইউজার। আমি বাংলায় বলতে, লিখতে ও প্রকাশ করতে অনেক ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে কিছু কথা শেয়ার করব।নাটকের নাম হলো- বড় বোন। নাটকটি কিছু দিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুব ভালো লেগেছে দেখে।আশা করি আপনাদের ভাল লাগবে।আজ নাটকটি দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি রিভিউ শেয়ার করি।
নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | বড় বোন। |
---|---|
পরিচালক | হেলাল উদ্দিন ফারহান। |
অভিনয় | আলংকার চৌধুরী, দিশা মনি, রিফাত চৌধুরী, নুর আলম নয়ন, ফারজানা জোয়া, সাইফ আজাদ এবং আরো অনেক। |
পোস্ট | ঢোল এন্টারটেইনমেন্ট। |
লেখক | আশরাফ ইউআই আলম বেকুল। |
সম্পাদনা | মোঃ নাসির উদ্দিন। |
প্রযোজক | কামরুন নাহার প্রধান। |
বিজ্ঞাপন | শাকিল সুভো। |
ভাষা | বাংলা। |
সময় | ৫০.৪১। |
রিলিজ | ২৩-০১-২০২৪। |
সংক্ষেপে নাটকের কাহিনী।
নাটকের শুরুতে দেখতে পাই আমরা নায়িকা দিশা মনি তার পরিবারের জন্য মুদি দোকান, মাছ বাজার ও সবজি ক্রয় করছে।বাজার থেকে বাসা অনেক দূরে হওয়ার কারণে যানবাহনে করে চলাচল করতে হয় সে ক্ষেত্রে অনেক টাকা ব্যয়বহাল হয়ে যায়। যার কারনে সে নিজে সাইকেল চালিয়ে সেই টাকাগুলো সেফ করছে।বাজার করে বাসায় ফেরার সময় হঠাৎ দেখতে পায় তুমি যেন ঘটক দিশা মনি কে দাঁড় করিয়া বিভিন্ন ধরনের আলাপ করে। সুযোগ বুঝে তাকে বিবাহের প্রস্তাব দেই।আমাদের সমাজে কম-বেশি এ ধানের লোক বিভিন্ন জায়গায় দেখা যায় যারা সুযোগ খোঁজে এবং ব্যবহার করার চেষ্টা করে।
আমরা জানি বাড়িতে বড় বোন বা ভাবি থাকলে তাকে মায়ের আসনে বসানো হয় মনের অন্তস্থল থেকে।মায়ের সকল দায়-দায়িত্ব তাকেই পালন করতে হয় শত বাধা কষ্টের পরেও। ঠিক সেই রকম দিশা মনিকে তার সংসার এবং ছোট ভাই বোনদেরকে সামলাতে হয়।বাচ্চাদের মতো বাবাকে গোসল করানো খাওয়ানো ছোট ভাই বোনদেরকে লালন পালন করা অনেক বড় একটা দায়িত্ব। তবে দায়িত্ব পাওয়ার থেকে দায়িত্ব পালন করাটা অনেক বেশি কঠিন।
বড় বোন এমন একটা দায়িত্ব যেটা কখনো কাউকে বুঝতে দেয় না কোন কিছুর অভাব।পরিবারের সঙ্গে মিশে হাসিখুশি থাকা খেলাধুলা করা। তাদের লেখাপড়া শিখে মানুষের মত মানুষ করা সব দিকেই তার নজর থাকে। যখন দিশা মনির বিবাহের কথা চলে পাশ থেকে ছোট ভাই বোনে শুনে অনেক কান্না করে।তারা মনে করে তাদের বোন তাদের ছেরে চলে জাবে।আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তার ছোট বোন স্কুলে যখন রচনা লিখছিল প্রিয় মানুষ সম্পর্কে সে তার বোনকে নিয়ে তার মনের সকল আবেগ ভালবাসা মায়া প্রকাশ করেছে। আশা করছি নাটকটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে সময় পেলে অবশ্যই দেখে নিয়েন ধন্যবাদ সবাইকে।
আমি বাংলা নাটক গুলো দেখতে সবসময় ভালোবাসি।এমনিতেই ইমোশনাল মুভি নাটক এখন আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কেন জানি না ইমোশনাল ভিডিও গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।এই নাটকটির মধ্যে ইমোশনাল হলেও গ্রাম বাংলার ঘটে যাওয়া কিছু বৈচিত্র্য ফুটে তোলা হয়েছে।নাটকটি থেকে আমাদের অনেক শিক্ষনীয় কিছু মুহূর্ত রয়েছে। নাটকের মধ্যে দারিদ্রতা এবং বাস্তবতার সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে বেঁচে থাকার মত সাহস ও বিশ্বাস ফুটিয়ে তোলা হয়েছে।আপনারা যদি সকলেই নাটকটি পুরোটা দেখেন তাহলে সবটুকু বুঝতে পারবেন। কারণ সংক্ষেপে ইয়ে দিলে লেখকের সবগুলো বিষয় ধারণ করা যায় না। সবাই ভাল থাকবেন সময় পেলে নাটক দেখে নিবেন ধন্যবাদ সবাইকে।
https://youtu.be/6GyQH_gScuQ?si=igJa_wy5BcCfmIRO
লোকেশন | কুমিল্লা, বাংলাদেশ। |
---|---|
ডিভাইস | স্যামসাং এম ২১ |
পোস্ট | নাটক রিভিউ |
রাইটিং | @kosto |
আপনি আজকে বড় বোন নাটকের রিভিউ খুবই সুন্দর করে লিখেছেন। আর সবার মাঝে পুরো রিভিউ টা অনেক সুন্দর করে শেয়ার করেছেন। বড় বোন নাটকটার পুরো কাহিনী পড়তে পেরে আমার কাছে ভালো লেগেছে। এই নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। কিন্তু আমি ভাবতেছি সময় পেলেই এই নাটকটা আমি দেখে নেব। আশা করছি বড় বোন নাটকটার রিভিউ পড়ার মতো, এই নাটকটার রিভিউ পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগবে।
আপনার মূল্যবান সময় ব্যয় করে। বড় বোন নাটকের রিভিউ ভিজিট করে মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি কয়েকদিন আগে আমি দেখেছিলাম। নাটকটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বড় বোনের চরিত্রে বড় বোন মা না থাকা সত্ত্বেও সংসারের সবকিছু আগলে রেখেছে। এবং সংসারটিকে খুব সুন্দর ভাবে টিকিয়ে রেখেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
সংসদের মায়ের স্তনের পরে বড় বোন ও ভাবের প্রতিফলনও দায়িত্ব পান। সুন্দর মতামত করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটক দেখতে ভালোই লাগে। মানুষ ব্যস্ততার মাঝেও নাটক দেখে একটু বিনোদনের জন্য। আমিও ব্যস্ততার মাঝে নাটক দেখার চেষ্টা করি। কারণ নাটক দেখলে নাটকের মধ্য থেকে শিক্ষা নেওয়া যায় আর একটু বিনোদন নেওয়া যায়। আর বেশিরভাগ নাটকের মধ্যেই শিক্ষনীয় কিছু বিষয় রয়েছে। তেমনি এই নাটকটার মধ্যেও শিক্ষনীয় অনেক সুন্দর একটা বিষয় রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি যখন সময় পাবো তখন চেষ্টা করব নাটকটা দেখার। রিভিউ টা শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বি ভাইয়া ঠিকই বলেছেন নাটকগুলো থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি এবং বিনোদন পেয়ে থাকেন।ধরে নাটক গুলোর মধ্যে বাস্তবে ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরেছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
নাটকটি আমি বেশ কিছুদিন আগে দেখেছি। বেশ ভালো লেগেছিল আমার কাছে। আপনার রিভিউ এর মাধ্যমে আজকে পড়ে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।
চমৎকার একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে অনেকদিন পরে আপনার লেখা পোস্টটি পড়তে পেরে। যাহোক ভাইয়া আমি আশা করি আপনার নিকট থেকে আরো সুন্দর সুন্দর পোস্ট আগামী দিনে পড়তে পারবো।
মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দরভাবে আপনি বড় বোন নাটকের এই রিভিউ শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এই নাটকের সবগুলো বিষয় ফুটিয়ে তুলেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ একইসাথে এই নাটকের কাহিনী একদমই বাস্তবিকভাবে তুলে ধরা হয়েছে৷ যেভাবে বাস্তবে বড় বোন সকলকে আগলে রাখে৷ আপনার এই নাটকের মাধ্যমেও তা ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর একটি নাটকের রিভিউ আপনি শেয়ার করেছেন ভাইয়া।রিভিউ পোস্টটি সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ পোস্টে ভিজিট করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদি সময় পাই তাহলে অবশ্যই দেখবো। ঠিক বলেছেন পরিবারে বড় বোন কিংবা ভাবি থাকলে তাদের মায়ের স্থান দেওয়া হয়। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।