রং পেন্সিল দিয়ে সিম্পল একটি মৌমাছি আর্ট।🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

★১২ সফর।
★১৪৪৫ হিজরি।
★আজ-মঙ্গলবার।
★কমিউনিটির নিয়ম অনুযায়ী পোষ্টের ভিন্নতা বজায় রাখতে পোস্ট করা হলো।

আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে আজ আমি একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হোলাম।আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রং পেন্সিল দিয়ে আঁকা একটি মৌমাছি অংকন।

20230824_202332.jpg

যিনি আমাদের ব্লগিং করার সুযোগ করে দিয়েছেন তাকে নিয়ে সংক্ষেপে কিছু কথা।

পোস্টটের শুরুতে @rme দাদা কে ধন্যবাদ জানিয়ে শুরু করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলায় ব্লগিং করতে সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।যতগুলো ব্লগিং সাইট রয়েছে তার মধ্যে সবথেকে সেরা আমার বাংলা ব্লগ।যেখানে আমরা নিজেদের মাতৃভাষায় ব্লগিং করতে পারছি এবং নিজেদের ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতা শেয়ার করতে পারছি।দাদা আমাদের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়েছেন এবং সফলতার সাথে আমাদের মাঝে সেগুলো শেয়ার করছেন।দাদা যেন চিরদিন আমাদের পাশে থাকেন এবং দাদার সকল ইচ্ছা যেন পূরণ হয় সে কামনায় করি শুভকামনা রইল দাদার জন্য।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আমি প্রফেশনাল কোন আর্টিস্ট নয়,নয় কোন বড় জ্ঞানী ব্যক্তি।তবে শুধু আর্ট করারা চেষ্টায় এই মৌমাছির আর্ট।

আর্ট করতে যে সকল জিনিস ব্যবহার করেছি :

★ সাদা কাগজ।
★ কলম।
★ রং পেন্সিল।

আর্ট করার প্রসেস গুলো ধাপে ধাপে দেখানো হলো:-

ধাপ-১

প্রথমে একটি সাদা কাগজ ও কলম নিয়ে নিয়েছি।কলম এর সাহায্যে মৌমাছির কিছুটা আর্ট তৈরি করেছি।এর পরে মৌমাছির পাখা আর্ট করেছি।

20230824_194209.jpg

20230824_194426.jpg

20230824_194809.jpg

ধাপ-২

মৌমাছির পেটের মাঝখান দিয়ে কলম দিয়ে দাগ কেটে নিয়েছি। এর পরে কিছু অংশ হলুদ রং পেন্সিল দিয়ে রং করেছি।হলুদ রংএর কাজ শেষ হলে কালো পেন দিয়ে দাগ গুলোর মাঝখানে কাল রং করে দিয়েছি।

20230824_195454.jpg

20230824_201020.jpg

20230824_201152.jpg

20230824_201442.jpg

ধাপ-৩

এর পর সবুজ রং পেন্সিল দিয়ে মৌমাছির পাখা সবুজ রং করেছি।রং করা শেষ হয়ে গিয়েছে এখন কাল পেন এর সাহায্যে আমার বাংলা ব্লগ পরিবারের নাম ও আমার স্টিম আইডির না লিখেছি।

20230824_201604.jpg

20230824_201829.jpg

20230824_201903.jpg

20230824_202320.jpg

ব্যস্ততার মাঝে তাড়াহুড়ো করে সিম্পল একটি মৌমাছি আর্ট করেছে।অফিস থেকে বাসাই এসে গোসল ও রাতের খাওয়া শেষ করতে করতে প্রাই ১১.০০ বেজে যাই।ক্লান্ত শরিরে আর কিছু ভালো লাগেনা। তার পরেও ১১.০০ টার ভেতর রুমের লাইট অফ হয়ে যাই মেসের নিয়ম।এক এক দিনে ভিন্ন পোস্ট শেয়ার করার জন্য সিম্পল মৌমাছি আর্ট করেছি আশা করছি ভালো লাগবে।

পরিচিতি

FB_IMG_1664629743268.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার আইডি নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নিয়মিত সদস্য।আমি বর্তমান কুমিল্লা বেসরকারি অফিসে চাকুরি করি।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমার পোস্টটি পড়ার জন্য।
🥀🥀 (সবাইকে ধন্যবাদ)🥀🥀


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
আর্টমৌমাছি।
Sort:  
 last year 

প্রতিটা মানুষ চায় তার নিজের ক্রিয়েটিভিটি টা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। ভাই আপনি আজকে এবং পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি মৌমাছির আর্ট তৈরি করেছেন। মৌমাছিটি দেখতে একেবারে বাস্তবের মৌমাছির মতই লাগছে। তৈরির ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করারা জন্য।

 last year 

খুব সুন্দর হয়েছে আপনার আজকের তৈরি করা মৌমাছি, ছোট্ট এবং কিউট একটা ছবি অঙ্কন করেছেন যেটা ছিল খুবই চমৎকার এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

 last year 

মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

রং পেন্সিল দিয়ে সিম্পল একটি মৌমাছি আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year (edited)

ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ভাইয়া রং পেন্সিল দিয়ে সিম্পলের মধ্যে খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। তবে আশা করি সামনে আরও ইউনিক কিছু দেখতে পাবো। ধন্যবাদ।

 last year 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রং পেন্সিল দিয়ে আপনি খুব চমৎকার একতি মোমাছির চিত্র একেছেন।খুব সুন্দর হয়েছে আপনার অংকন টা গুছিয়ে সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে ভাই আমরা কেউই প্রফেশনাল কোনো আর্টিস্ট নই, কিন্তু আমার বাংলা ব্লগের মতো একটি প্ল্যাটফর্ম পেয়ে বাংলা ভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি গুলো তুলে ধরতে পারছি। অনেক কিউট লাগছে দেখতে আপনার আঁকা মৌমাছিটি। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

জি দিদি আমার বাংলা ব্লগ পরিবারে জয়েন হওয়ার পর থেকে আমরা সকলে নিজেদের ক্রিয়েটিভিটি শেয়ার করার সুযোগ পেয়েছি।

 last year 

রং পেন্সিল দিয়ে সুন্দর একটি মৌমাছি আর্ট করেছেন আপনি ভাইয়া। মৌমাছিটি দেখে মনে হচ্ছে সত্যির মৌমাছি । মৌমাছি আর্ট এর ধাপগুলো বেশ সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

খুবই সুন্দর একটি মৌমাছি আর্ট করে ফেলেছেন আপনি। বাস্তবের মৌমাছি যেরকম হয়ে থাকে ঠিক সেরকম ভাবে আপনি এই আর্ট করে ফেলেছেন৷ এই আর্ট তৈরির প্রত্যেকটি ধাপ সবার কাছে বোধগম্য৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট প্রকাশ করার জন্য৷

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

রং পেন্সিল দিয়ে সিম্পল একটি মৌমাছি চিত্র অঙ্কন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এইভাবে চিত্র অঙ্কন করতে থাকলে আপনার চিত্র দক্ষতা বেড়ে যাবে। যেটা নিজের ক্রিয়েটিভিটির অনেক বড় একটি দক্ষতা।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করা উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45