সুইচ নাটকের রিভিউ(10% Beneficiary To shy-fox)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে এসেছি।নাটকের নাম -সুইচ।নাটকটি কিছুদিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে।আশা করছি আপনাদের ভাল লাগবে।আমি অনেক আগে থেকেই হিন্দি তামিল মুভি ও বাংলা দেশি নাটক দেখি এবং সাপ্তাহিক আলিফ লাইলা,কটুন দেখতাম।কিন্তু এখন চাকরি জীবনে এসে তেমন একটা সময় হয়ে উঠেনা আগের মত নাটক ও মুভিগুলো দেখার।অনেক দিন পর নাটক দেখলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি শেয়ার করি।

Screenshot_20230812-003429_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নামসুইচ।
চেনেলকেন্দ্রীয় সঙ্গীত এবং ভিডিও(CMV)।
পরিচালনাইমরাউল রাফাত।
অভিনয়ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন,রোদেলা মির্জা, জাহিদ হাসান পাপ্পু, শেলী আহসান, হন্ডল রায়সহ আরও অনেকে।
সম্পাদনাআরিফিন সরকার।
সময়৫০.১৩ মিনিট।

নাটকের মূল কাহিনী

নাটকের শুরুতে দেখতে পাচ্ছেন নিধি এবং তানহার দুজনের একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হতে চলেছে।তানহা হলো রোহান এর প্রেমিকা আর নিধি হলো রোহানের বেস্ট ফ্রেন্ড। দুজনের এক মুহুর্ত ভাল কাটে না সব সময় ঝগড়া ও ঝামেলা লেগেই থাকে আজকের খেলা নিয়েও দুজনের ঝামেলা লেগে আগেছে।

Screenshot_20230811-232149_YouTube.jpg

Screenshot_20230811-231526_YouTube.jpg

Screenshot_20230811-231522_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

রোহানের গার্লফ্রেন্ড যখন ব্যাডমিন্টন খেলায় হেরে যায়। তখন রোহান ও তানহা পরিকল্পনা করে নিধির পিছনের দিকে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়।পরবর্তীতে এটা নিয়ে বেশ কিছু কথা কাটাকাটি হয়। রাতে যখন নিধি ও রোহান ঘুমিয়ে থাকে তখন তাদের ভেতরের আত্মা পরিবর্তন হয়ে যায় এবং সকালবেলা তারা এটা বুঝতে পারে।আত্মা পরিবর্তন হওয়ার কারণে রহমানের মা কে রোহান আন্টি বলে ডাকে।

Screenshot_20230811-232450_YouTube.jpg

Screenshot_20230811-233011_YouTube.jpg

Screenshot_20230811-233052_YouTube.jpg

Screenshot_20230811-233850_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

একদিন তারা ভাবে তাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। একদিন তারা ডাক্তার এর কাছে যায় কিন্তু ডাক্তার তাদের রোগ টা ধরতেই পারে না।তাই তারা বাসাই চলে আসে।পরের দিন ক্যাম্পাসে গিয়ে রোহানের গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ আচরণ করে ব্রেকআপ করে ফেলে।এরপর নীতি শরীরে থাকার ওখানে আত্মা রেগে যায়।নিধি ও রোহানের লেখা পার্সোনাল ডাইরি একদিন দুজনেই দুটো ডাইরি ছিল দুটো ডাইরি দুজন পরে আর দেখে রোহান নিধিকে এবং নিধি রোহান কে খুবই ভাল বাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে নাই।এই ডাইরি পরে তারা সামনা সামনি আসে।পড়ে সিনে দেখা যায় তারা রাত্রে আবার ঘুমিয়ে গিয়েছে তখন তাদের আত্মা পরিবর্তন হয়ে যায়।এরপরের দিন সকালে ঘুমথেকে উঠে দেখে তারা আবার সাভাবিক হয়ে গিয়েছে যার যার শরির তার তার হয়ে গিয়েছে এই খুশিতে রোহান নিধিকে জরিয়ে ধরে এবং নিধি কান্না করে খুশিতে। এখানেই নাটক সমাপ্ত ঘটে।

Screenshot_20230811-235019_YouTube.jpg

Screenshot_20230811-235056_YouTube.jpg

Screenshot_20230811-235735_YouTube.jpg

Screenshot_20230811-235808_YouTube.jpg

Screenshot_20230811-235824_YouTube.jpg

Screenshot_20230811-235854_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট
ব্যক্তিগত মতামত

প্রথমে বলব নাটকটি খুবই ভালো একটি নাটক।বাংলা সামাজিক একটি নাটক কোন অশ্লীলতার ছায়া নেই।আত্মা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে তাদের নিজেদের মনের ভাব প্রকাশ পেয়েছে।নাটকটি খুবই চমৎকার এবং আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা নাটকের কাহিনি পুরোটাই কাল্পনিক তবুও অনেক মজার ছিল।সবাইকে ধন্যবাদ আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পোস্ট শুভ কামনা সবার জন্য।ধন্যবাদ সবাইকে।

নাটকের ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং

৮/১০

লোকেসনকুমিল্লা,বাংলাদেশ।
ডিভাইজস্যামসাং এম ২১।
পোষ্টনাটক রিভিউ
রিভিউ@kosto
Sort:  
 last year 

আপনি খুব সুন্দর করে সুইচ নাটকের পোস্ট করেছেন। তবে আমার কাছে জোভান এর নাটক বেশি ভালো লাগে। তবে এর নাটক আমি অনেক দেখেছি। তবে এ সুইচ নাটকটি এখনো দেখিনি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জোহানের নাটক গুলো আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুইচ নাটকটির কিছু কিছু অংশ আমি দেখেছি। আমার কাছেও খুব ভালো লেগেছে। আজকে আপনার পোস্টটি পড়ে আরও বেশ কিছু জানতে পারলাম। আসলেই নাটকটি বর্তমান ক্ষেত্রে খুবই সুন্দর নাটক। এখনকার যুগের বেশির ভাগ নাটকই তো অশ্লীলতা দিয়ে ভর্তি। এই নাটকটিতে খুব সুন্দর মেসেজ দেয়া হয়েছে। আপনি চমৎকার করে রিভিউ উপস্থাপন করেছেন।

 last year 

ঠিকই বলেছেন আপু এখন ম্যাক্সিমাম নাটক মুভিতে অশ্লীলতার চিহ্ন বেশি পাওয়া যায়।সেক্ষেত্রে এই নাটকটি অনেক সেভ আছে। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

সুইস নাটকটার এত সুন্দর রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ পোস্ট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আত্মা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু ভালোই হয়েছে। আত্মা পরিবর্তন হওয়ার কারণেই তো তারা নিজেদের মনের ভাব বুঝতে পেরেছিল। নাটকটার কাহিনী আমার কাছে খুব ভালো লেগেছে। সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করব।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

নাটকটার রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। বেশ চমৎকার নাটকের রিভিউ করেছেন আপনি। আমি নাটক দেখতে যেমন পছন্দ করি তেমনি নাটকের রিভিউ পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। সুইচ নাটকটার রিভিউ অনেক সুন্দর করে লিখেছেন দেখে নাটকটির সম্পূর্ণ কাহিনী জানতে পেরেছি। আসলে এই নাটকটা কিন্তু অনেক বেশি মজার ছিল। কাল্পনিক কাহিনী হলেও আমার কাছে সম্পূর্ণ কাহিনীটা ভালো লেগেছে আপনার রিভিউর মাধ্যমে পড়ে।

 last year 

সত্যি নাটকটি অনেক মজার ছিল। আপনার মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সুইচ নাটকটি বেশ দারুন ভাবে রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে এই নাটকটি আমি বেশ কয়েকদিন আগে দেখেছি। আসলে রোহানের গার্লফ্রেন্ড যখন ব্যাডমিন্টন খেলায় হেরে যায় তখন সত্যি বয়ফ্রেন্ডের মন অনেক খারাপ থাকে। তখন রোহান অনেক পরিকল্পনা করতে থাকে। আসলে নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাওয়া যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 last year 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভালোলাগার মত দারুণ একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। যেখানে লক্ষ্য করে দেখলাম আপনার নাটক রিভিউ করার কৌশল টা অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে জোভান আর তাসনিম ফারিনি নাটকগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আশা করি পরবর্তীতে আরো অনেক নাটক আমাদের মাঝে রিভিউ করবেন।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

সুইচ নাটকটির গল্প পড়ে খুব ভালো লাগলো। এমনিতে আমি অনেক নাটক দেখি। তবে আমার কাছে তাসনিয়া ফারিন বেশি ভালো লাগে। তবে নাটকের কাহিনীতে শুরুতে তারা ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঝগড়া লেগে গেল। তবে সময় পেলে নাটকটি অবশ্যই দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর করে নাটকটির গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গঠনমূলক মন্তব্য করে মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন ভাই। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে নাটকটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সুইচ নাটকটি আমি দেখি নি। আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো । অবশ্যই সময় পেলে দেখে নেবো। নাটকের গল্পটা বেশ দারুন ছিল। আত্মা পরিবর্তন হওয়ার বিষয়বস্তু খুবই ভালো লেগেছে আমার । এত চমৎকার নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ভালো লাগার মত একটি নাটক দেখলে অবশ্যই মজা পাবেন মন্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বাংলাদেশের নাটকগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে।তবে এই নাটকের কাহিনী পড়ে ভালো লাগলো।আসলে ডাইরি পরে ভালোবাসাটা সামনে আসলো।শেষমেষ ভালোবাসার জয় হলো,সুন্দর রিভিউ করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাংলাদেশের নাটক গুলো অনেক সুন্দর হয়ে থাকে এবং মজার হয়। এ নাটকটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44