DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি ফুল।||🦊(10%Beneficiary To @shy-fox)🦊

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

আসসালামু-আলাইকুম/ আদাব।

হ্যালো বন্ধুরা,কেমন আছেন, আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি ফুল তৈরি একটি পোস্ট নিয়ে চলে এলাম।তো আর দেরি না করে চলুন আপনাদের মাঝে পোস্টি শেয়ার করি।

20231024_220753.jpg

steemit- এ আমার বাংলা ব্লক কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর DIY- পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি ব্লগারেরা আমাদের উপহার দিয়ে থাকেন তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন।তাদের দেখাদেখি আমিও বেশ কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি এবং আজকে একটি ফুল তৈরি পোস্ট নিয়ে এসেছি।নিচে ধাপে ধাপে সবগুলো দেখানো হলো।

ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণঃ-

★ রঙিন কাগজ।
★ আঠা।
★ কাগজ কাটার।
★ কাগজের রং সবুজ ও হলুদ।

প্রথম ধাপ

প্রথমে একটি কাগজের শক্ত বোর্ড গোল করে কেটে নিয়েছি,কিছু হলুদ রংয়ের চতুর্ভুজ আকারে কাগজ কেটে নিয়েছি, এরপরে দুইটি সবুজ রঙের কাগজের টুকরো কেড়ে নিয়েছি,সাথে রয়েছে কাগজ কাটার ও আঠা।

20231023_222348.jpg

দ্বিতীয় ধাপ

কাগজ কাটার এর সাহায্যে সবুজ রঙের কাগজ দুটি সুন্দরভাবে কেটে ভাঁজ করে নিয়েছি।দেখতে জেনো অরিজিনাল গাছের পাতার মতো মনে হয়।এরপরে আঠা এর সাহায্যে চতুর্ভুজ আকারের হলুদ রঙের কাগজগুলো। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আঠা লাগিয়ে জুরে দিয়েছি।রাস্তার পাশে ঝাল মুড়ি বিক্রি করে ঠিক যেভাবে কাগজে করে দেয় তেমন হয়েছে দেখতে।

20231023_222802.jpg

20231023_222940.jpg

20231024_211941.jpg

তৃতীয় ধাপ

এরপরে কাগজগুলো মোড়ানো হয়ে গেলে একসঙ্গে একটি ফটো তুলেছি। এরপরে বৃত্ত আকারে সেই শক্ত বোর্ডের উপরে আঠা লাগিয়ে হলুদ রঙের কাগজ গুলো সিরিয়ালে বসিয়ে দিয়েছি।এরপরে সবুজ রঙের একটি কাগজ গোল করে জড়িয়ে শক্ত ডালের আকৃতি তৈরি করেছি।

20231024_213609.jpg

20231024_214955.jpg

শেষ ধাপ

এখন চলে আসি সর্বশেষ ধাপে।এখন শক্ত লম্বা আকৃতির সবুজ রঙের ডালটি গোলাকৃতির ফুলের পিছনের সাইডে আঠার সাহায্যে লাগিয়ে দিব।সাথে সবুজ সেই দুটি পাতা আঠা ব্যবহার করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি।এখন দেখতে মোটামুটি একটি ফোনের আকৃতি ধারণ করেছে।তারপর নিজে একটি আমার সাইল করে দিয়েছে।

20231024_215827.jpg

20231024_220615.jpg

সকলকে ধন্যবাদ


সমস্ত ছবিরতথ্য
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ 🇧🇩।
পোস্টরঙ্গিন কাগজের ফুল তৈরি।
তৈরি@kosto
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
Sort:  
 9 months ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ফুলটি কিন্তু দারুণ হয়েছে ভাইয়া। আবার কি সুন্দর ঝালমুড়ির প্যাকেট এর উদাহরণ দিয়ে বুঝিয়েও দিয়েছেন, বিষয়টি বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে ভাই, উপকরণ এর আগের প্যারায় লিখেছেন কচ্ছপ তৈরি পোস্ট শেয়ার করবেন। এই জায়গাটা একটু এডিট করে নিবেন।

Posted using SteemPro Mobile

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 9 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে ফুলের অরিগামি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ফুলটা দেখতে অনেকটাই ডালিয়া ফুলের মত হয়েছে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রঙিন কাগজের ফুল দেখে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 9 months ago 

এ জাতীয় রঙিন কাগজের ফুল তৈরি করতে আমারও খুব ভালো লাগে, ইতোমধ্যে আমিও এইভাবে অনেক ওয়ালমেট ফুল তৈরি করে শেয়ার করেছি কিন্তু এখন আর সেভাবে সময় হয়ে ওঠে না বিধায় দেওয়া হয় না। তবে চেষ্টা করব আপনার মত সুন্দর সুন্দর এমন ফুল আপনাদের মাঝে তুলে ধরতে।যাই হোক খুবই ভালো লাগলো সুন্দর এই ফুলটা।

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার করা অনেকগুলো ডাই পোস্ট দেখেছি অনেক সুন্দর সুন্দর ডাই পোষ্ট আমাদের উপহার দিয়েছেন।

 9 months ago 

রহিম কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি অরিগামী ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভাই আপনার কমেন্টটা একটু ভুল রয়েছে সংশোধন করে নিবেন ইনশাআল্লাহ।

 9 months ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আপনার তৈরি এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 9 months ago 

আমি যদি সম্ভবত ভুল না করে থাকি তাহলে আপন রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুলের অরিগ্যামি পোস্ট করেছেন।বেশ দারুন হয়েছে আপনার সূর্যমুখী ফুলটি। আবার আপনি দেখছি বেশ ধাপে ধাপে তুলে ধরেছেন আপনার পোস্টের প্রতিটি ধাপ। শুভ কামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে ভীষণ সুন্দর লাগে পাশাপাশি সময়েরও প্রয়োজন। কিন্তু কষ্ট করলেই সুন্দর কিছু পাওয়া যায়। আপনার তৈরি কৃত কচ্ছপের অরিগামিটি অসাধারণ হয়েছে।

 9 months ago 

আপনিতো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। রঙিন কাগজের ফুল গুলো দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। দুই কালারের কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। এবং ফুল তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। এই ধরনের অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি যেহেতু বিভিন্ন কালারের মিশ্রণে তৈরি করেছেন। খুবই সুন্দর দেখাচ্ছে আপনার তৈরি করা অরিগ্যামি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64197.36
ETH 3181.98
USDT 1.00
SBD 2.49