অনু কবিতা🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
আসসালামু আলাইকুম
আমার পোস্টটি ভিজিট করার জন্য সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো এবং অসুস্থ আছি।আজকে আমি @kosto আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।এই কবিতাটি আমার লেখা ছন্দের সাথে মিল করার চেষ্টা করেছি এবং বাস্তব জীবনের কিছু ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি।নিজের আবেগ থেকে কিছু কথা আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে
মনের যত কষ্ট আছে দিয়ো সমান ভাগ।
একলা আকাশ একলা নদী দেখতে ভালো লাগে একালা একা বসে আছো রাগে অনুরাগে।
হয়নী দেখা হয়নি কথা হয়নি পরিচয়,
তবু আমি বন্ধু তোমার স্টিমিটে পরিচয়।
এরই মাঝে হয়না অনেক কিছু পাওয়া।
আধো আলো আধো ছায়া মনের মাঝে অনেক চাওয়া হয়নি কখনো বলা।
নিরবে নিভৃতে ভালোবেসেছি তোমায়,
কভু তুমি বোঝো নাই একটুও আমার।
ছিল না চেনা জানা ছিল না পরিচয়,
তবুও আমি ভালোবেসেছি তোমায়।
মায়াজালে দেয় শুধু পিছুটান।
কেনো করে এই মন শুধুই আনচান,
হৃদয়ে লেখা আছে শুধুই তোমার নাম।
মিটিমিটি তারা জলে রাতের আকাশে, ভালোবেসে যায় শুধু একা একা নিরবে।
মনটা কেন করেছো উদাস।
মনের মাঝে রেখেছি যারে,
বুঝতে কেন চায়না সে আমারে।
খোপায় গুজেছো রক্ত জবা ফুল,
দেখে আমি হয়েছি ব্যাকুল।
দেখিয়াছি তাহার কাজল কালো আঁখি,
ভুলিয়া গিয়াছি আর নিদ্রা সবই।
রেশমি কালো চুল তাহার
পাগল করা মুখের হাসি।
তাইতো তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি।
সম্পূর্ণ কবিতাটি আমার নিজের লেখা। নিজের মনের কিছু কথা কবিতার মাঝে তুলে ধরেছি।কবিতা লিখেছি আবেগ ও অনু ভুতি থেকে। এলোমেলো ভাবনা থেকে অনেক সময় মনের মানুষকে নিয়ে অনেক সময় অনেক আবেগ অনুভুতি আমাদের মাঝে দেখা দেই। সেই খানথেকে আমি কিছু কথা কবিতাই প্রকাশ করেছি ছন্দর মতো মিল করে। যদিও আমার এখনও সেই তুমি নামক কেউ হয়নি তাই অনুভুতি গুলো কম।যদি সেই তুমি নামক কেউ থাকতো তাহলে আরো সুন্দর ভাবে কবিতা প্রকাশ পেত।কখনো কখনো কবিতা সুর নিজে থেকে ধরা দেয়। আবার কখনো কখনো জীবনের সঙ্গে মিলে যায়। আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য। বন্ধুরা আজকে কবিতা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আশা করি সামনে আরও নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই সমাপ্ত।
শ্রেণি | বিবরণ |
---|---|
লোকেশন | কুমিল্লা,বাংলাদেশ |
পোস্ট | অনু কবিতা। |
ডিভাইজ | স্যামস্যাং এম ২১। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ।। |
রাইটিং | @kosto |
বাহ্ ভাই আপনি তো চমৎকার অনু কবিতা লিখতে পারেন। প্রতিটি অনু' কবিতার মধ্যে বেশ সুন্দর সুন্দর ছন্দ মিলানো ছিল। আসলে অণু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি কিন্তু খুব সুন্দর করে প্রতিটি অনু কবিতা লেখার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আপনার কবিতা গুলো বেশ চমৎকার ছিল ভাই আমি তেমন একটা কবিতা পারিনা তবে এগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে দুই নম্বর কবিতাটা অসাষধারণ আর বাকিগুলো সুন্দর ছিল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার পাশে থাকার জন্য।
বাহ্ ! চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন ৷ আসলে ছোট ছোট এই অনুকবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ৷ ছন্দে ছন্দ মিলিয়ে বেশ চমৎকার কিছু অনুকবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো কবিতা গুলো পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
পোস্টি ভিজিট করে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্যা ধন্যবাদ।
আপনিতো দেখছি দারুন কবিতা লিখেন ভাই। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে লেখা কবিতা গুলো আবৃত্তি করতেও বেশ ভালো লাগলো। সবমিলিয়ে এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতা পড়তে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে লেখা হয় বলে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই আপু, গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই আপু, গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
নিজের অনুভুতি থেকে কিছু কথা লিখার চেষ্টাই অনুকবিতা,ধন্যবাদ আপনাকে।
বাহ বেশ ভালো লিখেছেন তো। আপনার অনুভূতিগুলো পড়তে বেশ ভালো লাগলো। দারুন ভাবে গুছিয়ে প্রতিটি লাইনে মিলের সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
পোস্টি ভিজিট করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে৷ সবসময় চেষ্টা করি আমাদের এই কমিউনিটির সকলের বিভিন্ন ধরনের কবিতা ও অনু কবিতা পড়ার। আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন এবং সবগুলো অনু কবিতা আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার সবগুলো অনু কবিতা৷ এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ অনু কবিতা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ আবেগ দিয়ে খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। এখন আপনার জীবনে ভালবাসার ইয়ে নেই তারপরও চমৎকার কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। সত্যি বলতে আপনার অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ নিজের আবেগ দিয়ে এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করে সুন্দর মতামত করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটি আসলে অনেক সুন্দর হয়েছে সব লাইনটি মিলিয়ে মিলিয়ে লিখেছেন। আপনার তুমি নামাজ কেউ হয়নি বলে অনুভূতি কম। তুমি নামোক কেউ হলে কবিতাটি আরো সুন্দরভাবে প্রকাশ পেতো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
হয়তো অনুভূতিগুলো একটু বেশি কাজ করতো তখন হয়তো কোন কোন সুন্দর ছন্দ লাইনগুলো মনের মাঝে উকি দিত। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।