একই জাতের ভিন্ন রংয়ের ফুলের ফটোগ্রাফি (10% Beneficiary To @shy-fox and 5% @abb-school)

আজ-শুক্রবার।

১৯জ্যৈষ্ঠ-১৪৩০।

আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো এবং অসুস্থ আছি।আজ আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর একই জাতের ভিন্ন রংয়ের ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল এর নাম ডালিয়া ফুল।

20230222_154328.jpg

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।

বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম কুষ্টিয়া জেলা আলাউদ্দিন নগর আলাউদ্দিন পার্কে।পার্কের ভেতরে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পার্কের মধ্যে দেখলাম আরো উন্নত করার চেষ্টা করছে।আজ আপনাদের মাঝে পার্কের ভেতর থেকে ক্যামেরাবন্দি কিছু ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি।

ফটোগ্রাফি-১

ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের কড়ি থেকে ফুল ফুটবে ফুটবে এমন অবস্থায় একটি ফটোগ্রাফি করেছে।এটি সম্ভবত লাল রঙের ডালিয়া ফুল।লাল রঙের ডালিয়া ফুলের ৩টি ফটোগ্রাফি শেয়ার করলাম।

20230222_142933.jpg

20230222_154328.jpg

20230222_154305.jpg

ফটোগ্রাফি-২

এটিও ডালিয়া ফুল তবে রংটা ভিন্ন।সম্পূর্ণ ফুলের রং খয়েরি কিন্তু ফুলের পাপড়ির মাথার দিকে একটু সাদা রং।ফুল গুলো শীত কালীন সময়ে বেশি দেখা যাই।এই ফুল গুলো বেশ বড় আকৃতির হয়ে থাকে।

20230222_154319.jpg

ফটোগ্রাফি-৩

নিচে আরেকটি ডালিয়া ফুলের জাত কিন্তু রংটা হলুদ ও হালকা গোলাপি রঙের দুটি ফুল এর ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন।ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়ে থাকে।তবে পার্কের মধ্যে ছুঁয়ে দেখতে গেলেন জরিমানা দিতে হতে হতে পারে। কেননা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নিষিদ্ধ করা রয়েছে।

20230222_154350.jpg

20230222_154245.jpg

ফটোগ্রাফি-৪

পার্কের মধ্যে বেশকিছু ফটোগ্রাফি করেছি এবং অনেক দুর্দান্ত সময় কাটিয়েছি বেশ কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিয়ে।এই পার্কে সারাটা দিন আমরা বন্ধুদের সঙ্গে অনেক মজা করেছিলাম ফটোগ্রাফি করে সময়টা পার করেছি।আমার নিজের সঙ্গে ফুলের একটি সেলফি তুলেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছেন।

20230222_154332.jpg

20230222_154414.jpg

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আমার পরিচয়

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

আল্লাহ-হাফেজ


সমস্ত ছবিরতথ্য
লোকেশনআলাউদ্দিন পার্ক,বাংলাদেশ 🇧🇩।
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
পোস্টডালিয়া ফুলের ফটোগ্রাফি।
ক্যামেরাম্যানমোঃ তৌফিকুল ইসলাম(@kosto)।
w3wordshttps://w3w.co/exposing.squishiest.rewritten
Sort:  
 last year 

খুবই সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখার মতো ছিল। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর। আসলে ডালিয়া ফুল আমার কাছে বেশ ভালো লাগে।আপনার তুলা ডালিয়া ফুলের সবগুলো কালার বেশ সুন্দর। বিশেষ করে রানী গোলাপি আমার কাছে কালারটা লাগলো। ভালো লাগলো। ধন্যবাদ

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ডালিয়া ফুল আমার খুব পছন্দের। ডালিয়া ফুল বিশেষ করে শীতকালে বেশি দেখা যায়‌‌। আপনি ডালিয়া ফুলের বিভিন্ন রকমের ফটোগ্রাফি করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো। হলুদ রঙের ডালিয়া ফুলের সৌন্দর্য সত্যি হৃদয় ছুড়ে যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ডালিয়া ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। আমা বাসায় পারপেল কালারের ডালিয়া ছিলো দেখতে কি ভালো লাগতো তা বলার মতো না।আজকের মেজেন্টা ও হলুদ কালারের ডালিয়া গুলোও দেখতে ভীষণ ভালো লাগছে।দেখেই চোখ ও মন জুড়িয়ে গেলো।সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার বাসায় ডালিয়া ফুলের গাছ ছিলো জেনে ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন যদিও ফুলের জাত এক কিন্তু ভিন্ন ভিন্ন কালার ছিল ফুলের। সত্যি কথা বলতে আমার কাছে ডালিয়া ফুল গুলো অনেক ভালো লাগে বিশেষ করে দেখতে একদম সূর্যমুখী ফুলের মত যদিও কালার ভিন্ন হয়। অসাধারণ ফুলের ফটোগ্রাফি ছিল বেশ ভালো লেগেছে দেখে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.17
JST 0.031
BTC 89292.75
ETH 3408.90
USDT 1.00
SBD 3.00