মনে পড়া কিছু কথা ও ফুলের ফটোগ্রাফি🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
★ ০৭ মাঘ।
★ ১৪২৯ বঙ্গাবাদ।
★ শনিবার।
★ এলোমেলো কথা ও ফুলের ফটোগ্রাফি ।
আসসালামুওয়ালাইকুম
হ্যালো বন্ধুরা, আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য কেমন আছেন সবাই।আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি।আমি মোঃতৌফিকুল ইসলাম আমার ইউজার নাম(@kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ক্লাস থ্রি এর নতুন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বাজার করতে গিয়ে একটু ঘোরাঘুরি ও সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি। বেশ কিছু দিন ধরেই অনেক চেষ্টা করছি বাইরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু সময় করে উঠতে পারছি না কাজের অনেক চাপ।
আপনাদের মাঝে গত পোস্টেও আমি বলেছি আমি ম্যাচের ম্যানেজারের দায়িত্বে আছে।তাই প্রতিদিন সকালে আমাকে বাজার করতে যেতে হয়।আমাদের এখান থেকে বাজার একটু দূরেই। আমাদের ম্যাচ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা গাড়ি ভাড়া দিতে হয়।আমরা থাকি মেঘনা লুটেরচর এখান থেকেমেগনা নতুন রাস্তা যেতে অটো ভারা ১০ টাকা এবং নতুন রাস্তা থেকে বাসে ভবের চর বা মূরগা পারা বাজার যেতে ২০ টাকা ভাড়া দিতে হয়।
আমাকে একাই যেতে হয় ৫৫ জনের বাজার করতে।ভোর পাঁচটার সময় উঠে যখন রান্নার কাজ করি।তখনই মায়ের কথা মনে বেশি পড়ে কেননা যখন বাড়িতে থাকতাম সকাল ৯.০০ পর্যন্ত ঘুমিয়ে থাকতাম। কখনও যদি রান্না একটু দেরি বা লবণ ও ঝাল বেশি হতো তখন মাকে অনেক কথা বলতাম। কেনো এমন হলো সারাদিন কি কাজ করো রান্না ছারা তবে মা আমার কথাই রাগ করতো না হাসতো আর বলতো আমার রান্না এখনতো ভালো হবে না। নতুন কাউকে আনো তাহলেই রান্না ভালো হবে।আমি মায়ের সাথে ফাজলামি করে বলতাম আব্বু বাড়ি আসলে বলবো আর একটা বিয়ে করতে। তখন মা হাতের কাছে যা পেতো সেটা দিয়েই আমার দিকে ছুরে মারতো আর বলতো সয়তান ছেলে তুই কি ভালো হবি না।
আমি বারির ছোটো ছেলে বাবা ও মা দুজনেই আমাকে অনেক ভালো বাসেন। আমি আমার বাবা মায়ের সাথে বন্ধুর মতো আমার সব কথা গুলো শেয়ার করি এবং অনেক ফ্রি কথাবলি।তাই কখনও এমন কোনো কথা বলি না। যেনো তারা কষ্ট পাবে। সব সময় আমি চেষ্টা করি তাদের হাসি খুশি রাখার জন্য। এখন রান্নার সময় বুঝতে পারি মা আমাদের জন্য কতো কষ্ট করেছেন।
বাজারে গেলে মনে পড়ে বাবার কথা। ছোটবেলায় বাবার হাত ধরে বাজারে গিয়েছি অনেক মজা করেছি। বাজার করে ফেরার সময় ওহাব কাকুর চপের দোকান থেকে আমাদের সবার জন্য চপ কিনে দিতেন বাবা। কতনা আনন্দ মজায় ছিলাম আজ মনে পড়ে বাবার কথা পরিবারের সুখের জন্য তিনি কতইনা ত্যাগ স্বীকার করেছেন।যাই হোক আজকে আমরা দুজন এসেছি বাজার করতে। বাজারে পাশে একটি নার্সারি ছিল। সেখান থেকে তুলেছি কিছু ফুলের ফটোগ্রাফি।যদিও আমার সব ফুলগুলোর নাম জানা নেই। অল্প কিছু ফুলের নাম আমি জানি আপনারা ফুলের নাম জানলে অবশ্যই আমাকে কমেন্ট এ জানাবেন।
আজ এ পর্যন্তই ছিল আমার ব্লগ। আপনারা সকলে ভাল থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।আমার বাংলা ব্লগের প্রতিটা মেম্বারি আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসেন।এডমিন মডারেটর ও ভেরিফাইড মেম্বারদের করা পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। কথায় আছে শিক্ষার কোন শেষ নেই।আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লক নিয়ে আসার জন্য।
🌹সকলকে ধন্যবাদ🌹
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | মোঃ তৌফিক ইসলাম(@kosto) |
w3words | https://w3w.co/atlas.plant.whips |
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেকগুলো ফুলের সমাহার নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই ঠিক বলেছেন মায়েরা সকাল থেকে উঠে রান্নাবান্না করে সন্তানদেরকে খেতে দেয়। কিন্তু আপনারা তো কখনো রান্নাবান্না করতে না এজন্য বুঝতেও পারতেন না এটা কি রকম কষ্টের। আর এখন যখন কাজের ক্ষেত্রে আপনাকেও রান্না করতে হচ্ছে এমনকি একেবারে ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার বাবা মায়ের সাথে এত সুন্দর ভাবে ফ্রিলি কথা বলেন এটা ভীষণ ভালো লেগেছে। বাজার করতে গিয়ে দেখছি বেশ সুন্দর একটা নার্সারিতে ঘুরেছেন। ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে।
ঠিকই বলেছেন আপু আগে বুঝতাম না। এখন অনেকটা অনুভব করতে পারি। আমার মনে হয় সন্তানের কাছে প্রকৃত নায়ক ও নায়িকা হলো তার বাবা মা।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাজার করতে গিয়ে তো দারুন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। এ ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর সামনাসামনি এই ফুল গুলো দেখতে অপূর্ব লাগে। আমি নার্সারিতে গেলে এত সুন্দর ফুল গুলো সামনে থেকে দেখি সত্যি চোখ ফেরানো যায় না। এতগুলো টাকা ভাড়া দিয়ে আপনার বাজার করতে যেতে হয়। ৫৫ জন লোকের বাজার একা করেন কিভাবে আল্লাহই জানে। আপনার মা আপনার পিঠের উপরে দুইটা দিলে আমি খুশি হতাম কারণ আপনি মায়ের দুশমন ঘরে আনতে চেয়েছেন। ভোর পাঁচটায় উঠে কেন যে রান্না করতে হয় তাইতো বুঝলাম না।
মোটা বাজার যেগুলো সব আগে থেকেই বেশি করে আনিয়ে রাখি যেমন চাুল,ডাউল,ডিম,তৈল,পিয়াজ, রসুন,আলু এগুলো বশি করে এনে রাখি।আর সকালে সুধু কাঁচা বাজার যেমন-সবজি,মাছ,মাংস ইত্যাদি।মা আমাকে কখনও মারেননি আমার মনে পরেনা আপু।তবে আপরা ফ্রি ও হেপি ফ্যামিলি। আমি চাকদি করি আমাদের বাবরুচি গ্রামের বাড়ি গেছেন তাই সকালে আমরা দুজনে ৫৩ থেকে ৫৫ জনার রান্না করি আপু।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফুল আমার খুব ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। তবে এগুলোর মধ্যে আমার কাছে আপনার পঞ্চম ও ষষ্ঠ ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আমার করা ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে জেনে আমারও ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ফুলের সৌন্দর্য এমনিতেই অনেক ভালো লাগে তারপর আপনার এই নিখুঁত ফটোগ্রাফি পর্বের মাধ্যমে সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারলাম। সবগুলো ফুলের ছবি একদম স্বচ্ছ ছিল। আমার কাছে সাদা ফুলের সৌন্দর্য গুলো বেশি ভালো লেগেছে ভাইয়া। সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ফুল হলো সৌন্দর্যের প্রতীক ফুল পছন্দ করেন এমন লোকের সঙ্গে খুব কমই আছে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আপনি চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো তুলেছেন। বাবা-মায়ের সম্পর্ক সন্তানের সাথে এমনই হওয়া উচিত। তাদের সাথে সবকিছু শেয়ার করা মন খুলে তাদের সাথে কথা বলা এর চেয়েও ভালো আর কিছু হয় না। যাইহোক আপনার খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফ আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাইয়া একটি সন্তানের বা ছেলে ও মেয়ের প্রকৃত বন্ধু হচ্ছে তার বাবা-মা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।