আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কোন পোস্ট করতে পারেনি। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করব এবং আপনাদের সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করব।
অনেকদিন হলো কথা ঘুরতে যাওয়া হয়না। তাই এবার গ্রামের বাড়িতে গিয়ে ঘুরতে যাওয়ার কথা বলতে বড় ভাইয়ের মেয়েরা ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু করলো।আমিও বাড়িতে বিকালবেলা শুধু শুধু বসেই থাকি তাই বললাম সবাই চলো নদীতে ঘুরতে যায়। তখনই বড় ভাইয়ের মেয়েরা যাওয়ার জন্য প্রস্তুত হল। আমাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে নদী। তবে মাঠের মধ্যে দিয়ে গেলে এক কিলো এরকম হবে।তো যাই হোক ভাইয়ের তিনটা মেয়ে ও আমি মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নদীর দিকে রওনা হলাম। আসলে তারা মেয়ে এবং অনেক ছোট তেমন কথা ঘুরতে যেতে পারেনা। তবে বিকালবেলা নদীতে ঘুরতে এসে খুব খুশি ওরা।নৈতে ঘুরতে গিয়ে আমরা বেশ কিছু সেলফি উঠি। আপনাদের মাঝে নিতে শেয়ার করলাম।
আমাদের নদীর নাম গড়াই নদী। অন্যের সামনে সকালে ঘুরতে পছন্দ করি। যদি হয় বিকাল বেলা কোন কথাই নেই। বিকাল বেলা সবথেকে বেশি ঘুমিয়ে আনন্দ পাওয়া যায়। নদীর পারে মৃদু হাওয়া বয় আকাশের রং সুন্দর থাকে। নদীর পাড়ে এগিয়ে দেখতে পাই সরিষা, মটর ছুটি ও আরেকটা নাম না জানা ফুলের গাছ।ছবিগুলো দেখতে অনেকটাই সূর্যের মুখের মত আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। ফুলের মাঝে দাড়িয়ে মেয়েদের অনেক গুলো ফটোগ্রাফি করি। সে সাথে অনেক গুলো ফুলের ফটোগ্রাফি করি। নদীর তীরে গিয়ে পানির মধ্যে নেমে অনেক মজা করি।প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তাই খুব একটা দেরি না করে বাসায় ফিরছে। ফেরার সময় মেয়েরা সবাই ফুল গাছ থেকে ফুল ছেড়ে এবং বেশ কিছু ফুল গাছ তুলে বাসায় নিয়ে আসে। একটা সময় একটি সেলফি তুলেছি যা নিচে আপনাদের মাঝে শেয়ার করছি।
সংক্ষেপে পরিচয়
আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ।যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।
নদীর পাড়ে ভ্রমন করলে খুবই সুন্দর সময় অতিবাহিত করা যায়। নদী পাড়ের বালির মধ্যে দেখছি খুবই সুন্দর ফুল গাছ হয়েছে। আপনাদের ধারণা করা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনারা খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন।
ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য।
গড়াই নদীতে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছেন তাহলে ৷ আসলে ঘোরাঘুরি মাঝে অন্যরকম একটা সুখ আছে ৷ সামান্য কিছুক্ষণ বাইরে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে মন প্রচুর ভালো যায় ৷ আপনি আপনার বড় ভাইয়ের মেয়েদের নিয়ে নদীর পাড়ে ঘোরাঘুরি করেছেন এবং সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে , আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করে নেওয়ার জন্য ৷
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাদের বাড়ির থেকে কিছুটা দূরে সুন্দর একটা নদী রয়েছে শুনে খুবই ভালো লাগলো। আপনি আপনার ভাইয়ের মেয়েদেরকে নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম শুনে অনেক ভালো লাগলো। আর নদীর পাড়ে ফুল গাছগুলোকে দেখতে অনেক ভালো লেগেছে। নাম না জানা এই ফুল কাজগুলোর নাম কি এটা আমারও জানা নেই। তবে ছোট বাচ্চাটাকে ফুলের মাঝে রেখে ফটোগ্রাফি করার কারণে তাকে খুবই কিউট লাগছিল। আপনাদের কাটানো এই সুন্দর মুহূর্তটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই ফুলটার খুব সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন। পুরোটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
বাচ্চাদের বা মেয়েদের সুন্দর কিছু দেখলে সেখানে মিশতে পছন্দ করে। তাই ভাইয়ের মেয়েকে দাঁড় করিয়ে কিছু ফটোগ্রাফি করেছি ফুলের সাথে।আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অনেকদিন পর আপনাকে দেখতে পেরে বেশ ভালো লাগলো ভাইজান। আপনার জন্য দোয়া করি। আপনার এক্সিডেন্ট জানার পর বেশ খারাপ লেগেছিল। আর মনে মনে আপনার চিন্তা করে থাকি কবে ভাই ভালো হবে, আর আমাদের সাথে একটিভ হবে। আজকে আপনাকে দেখে অনেক খুশি হলাম। আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন এবং আমাদের সাথে কাজ করবেন।
ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় এখন মোটামুটি সুস্থ আছি।এখনো চিকিৎসা চলছে তবে নিজের যতটুকু প্রয়োজন চলাফেরা এগুলো ঠিকমতো করতে পারছি ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ভাই।
নদীর পাড়ে ঘুরতে করতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যাবে। পেলেও দু-একটা ছাড়া প্রত্যেকেই নদীর পাড়ে ঘুরতে অনেক বেশি ভালোবাসে। গ্রাম বাংলার নদীর সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। আপনার বড় ভাইয়ের মেয়েরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছিল নদীর পাড়ে ঘুরতে আসার জন্য। আর আপনিও তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন দেখে অনেক ভালো লাগলো। তাদেরকে দেখেই বুঝতে পারতেছি, তারা এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছিল এবং সবাই ভালোই সময় উপভোগ করেছিল।
মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।