পেন্সিল দিয়ে দুইটি পাখি ম্যান্ডেলা আর্ট 🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
• ২৪ কার্তিক
• ১৪২৯ বঙ্গাব্দ।
• বুধবার
• পেন্সিল দিয়ে দুইটি পাখি ম্যান্ডেলা আর্ট।
আসসালামুয়ালাইকুম,কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি বাংলাদেশী এবং আমার বাংলা ব্লগের নতুন একজন ইউজার।আমি @kosto আপনাদের মাঝে আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হলাম যেটা আমি আগে কখোনো আপনাদের সাথে শেয়ার করি নাই।এখন থেকে প্রায়ই আপনারা আমার পেন্সিলের ম্যান্ডেলা আর্টের পোস্ট দেখতে পাবেন।আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেন্সিল দিয়ে আঁকা একটি চিত্র যেখানে দুটি পাখি একটি গাছের ডালে বসে আছে চলুন শুরু করা যাক।
আর্ট করতে যে সকল জিনিস ব্যবহার করেছি :
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
৪.পেন্সিল কাটার।
মাত্র ৪ টা উপকরণের মাধ্যমেই একটি গাছের ডালে দুটি পাখি বসে থাকার সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করবো।সেগুলো ধাপে ধাপে দেখানো হলো:
ধাপ-১
প্রথমে একটি সাদা কাগজের উপরে একটি ছক এঁকে নিয়েছি।আমার কাছে কোন স্কেল নেই এজন্য ছকটি একটু আঁকাবাঁকা হয়েছে।
ধাপ-২
ছকটির মাঝে গাছের ডালের কিছু অংশ এঁকে নিয়েছি।
ধাপ-৩
এরপর ডালটির উপরে দুটি পাখির চিত্র অংকন করেছে।
ধাপ-৪
গাছের ডালটির পাতাগুলো অঙ্কন করে নিয়েছি।
ধাপ-৫
এরপর পেন্সিল দিয়ে গাছের ডাল ও পাতার রং করে দিয়েছি।
ধাপ-৬
তারপর সুন্দর করে পাখি দুটি ডানা রং করেছি।
চূড়ান্ত ধাপ:
অঙ্গন টি সম্পূর্ণ করার পূর্বে অঙ্কনটির উপরে আমার বাংলা ব্লগ পরিবারের নাম লিখেছি। মোটামুটি আমার আঁকা এই চিত্রটি পোষ্টের জন্য প্রস্তুত। আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে।
আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমার পোস্টটি পড়ার জন্য।
🥀🥀 (সবাইকে ধন্যবাদ) 🌼🌼
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | @kosto |
w3words | https://w3w.co/wolf.statement.sailor |
পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন।আপনার এই মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একবার এমন একটি ওয়ালমেট বানিয়েছিলাম। আপনার এই আর্ট করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
এই ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে দুটি পাখির আর্ট করেছেন। তবে ভাইয়া আমি কোথাও মেন্ডেলার কিছু খুঁজে পেলাম না। পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে একটি পেন্সিল আর্ট করেছেন। চালিয়ে যান ভাইয়া আপনি আরো সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর দুটো পাখির চিত্রাংকন ফুটিয়ে তুলেছেন। পেন্সিল আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পুরো আর্টি সম্পন্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।
পেন্সিল দিয়ে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে আর্ট করা যে কোন কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট টি করেছেন ।খুবই ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট গুলোর মধ্যে অনেক ডিজাইন করা থাকে। আপনার এই আর্টটি তবে সেরকম কোন ডিজাইন খুঁজে পাইনি।
ধন্যবাদ আপু ম্যান্ডেলা আর্ট গুলোর মধ্যে অনেক ডিজাইন করা থাকে৷ এই বিষয় গুলো সুন্দর ভাবে বুজিয়ে বলার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
পেন্সিল দিয়ে দুইটি পাখি ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ হয়েছে। পাখি দুইটিকে দেখতে ভীষণ মিষ্টি লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এমন আর্ট দেখলে ভীষণ ভালো লাগে।
আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপনারা সবাই যদি পাশে থাকেন অবশ্যই আরো সুন্দর সুন্দর আর্ট ও পোস্ট করব ধন্যবাদ ভাইয়া।
বাহ আপনি তো খুব চমৎকার আর্টিস্ট করেছেন। আর্টিস্ট দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার আর্টিস্ট করা দক্ষতা অনেক বেশি। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে আর্টিস্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পেন্সিল দিয়ে দুইটি পাখি ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আমার বাংলা ব্লগ পরিবারের সকলের জন্য শুভকামনা সবাই আমাদের পাশে থাকবেন।
চমৎকার এঁকেছেন ভাই ৷ অনেক সুন্দর হয়েছে পেন্সিল দিয়ে দুইটি পাখি ম্যান্ডেলা আর্ট ৷ তবে ম্যান্ডেলা আর্ট এর কাজ তেমন কথাও দেখা পেলাম নাহ ৷ যাই হোক অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
এরপর থেকে আর্ট পোস্টে ছবি আকার সময় নিজের হাতের ছবি দেবেন। ছবিটি ভালো হয়েছে।
ধন্যবাদ ভাইয়া পরামর্শের জন্য।