জেনারেল রাইটিং🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🐺

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

২২ সফর ১৪৪৫ হিজরি।

আসসালামু -য়ালাইকুম /আদাব।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আমার প্রিয় বাংলা ব্লক কমিটির সকল সদস্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আমরা এই কমিউনিটি থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করছি।নিজেদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশ করতে পারছি এবং অর্থ উপার্জন করছি।এর পিছনে কমিউনিটির ফাউন্ডার দাদা সহ এডমিন মডারেটরদের অনেক অবদান রয়েছে।সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল আমাদের দৈনন্দিন চলার পথে এবং ছোটবেলার কিছু কথা।

balloons-1046658_1280.jpg
কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

আমরা মুসলমান ইসলাম ধর্মের অধিকারী।আমরা অফিসে যেমন সকাল ৮ টায় পৌঁছে হাজিরা দিই। ঠিক তেমনি আমাদের প্রতিনিয়ত আল্লাহতালার কাছে হাজিরা একটি নিয়ম রয়েছে সেটি হল পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটি জায়গা রয়েছে সেই জায়গাটির নাম মসজিদ।আল্লাহতালা আমাদের সর্বশেষ ও শ্রেষ্ঠ নবীর কাছে ওয়াদা করেছেন যে ব্যক্তি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে খুশি করবেন আল্লাহতালা তাকে তার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন।আমরা জানি এবং বুঝি কিন্তু বুঝেও না বুঝার মত অভিনয় করে যাচ্ছি।যদি আমরা বোঝার মত বুঝতে পারতাম তাহলে হয়তো আমাদের ঈমানটা কে আঁকড়ে ধরে রাখতাম।

আমরা সব সময় আমাদের বিপরীত ধর্মীদের ভুল ত্রুটি এবং বিভিন্ন সমস্যা খুঁটিনাটি ধরে বেড়ায়।অন্যের ভুল ধরে নিজের ভুলটাকে চাপা দেয়া এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।আমরা প্রকাশ্যে বিভিন্ন প্রকারের অন্যায় করে যাচ্ছি হারাম হালাল ন্যায় অন্যায় কোন কিছুতে ভেদাভেদ করছি না।এক কথায় ক্ষমতা আছে মানে সবকিছু আমার।টাকা থাকলে সুদে লাগাচ্ছি হারামকে হালাল বলে খেয়ে ফেলছি।দুর্নীতি কালো বাজারে ভরে গিয়েছে আমাদের এই দেশটা।ঈমানটা কে নষ্ট করে সকলের মুখে মুখে হয়ে গেছে মিথ্যা বলা।বাংলাদেশ মুসলমানদের সংখ্যা বেশি ভাগ তাই আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি।আমরা যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি তাহলে নিজেরাই বুঝতে পারবো আমি কি ঈমানদার আমি কি মুসলমান।

আমরা যদি সত্যিই মুসলমান হয়ে থাকি এবং একজন ঈমানদার ব্যক্তি হয়ে থাকি তাহলে কেন আমার ভাইয়ের সম্পদ আমি মেরে খাবো। কেনও নেশাই বিভর থাকব, কেনও সুদ খাবো, কেন ঘুষ খাবো,কেন এত দুর্নীতি কালোবাজারি,কেনও নারীদের ইজ্জতের উপর বাড়াচ্ছে হাত, কেনইবা করছি পিতা-মাতাকে ঘর ছাড়া।কেনইবা আল্লাহতালার ঘর তৈরি করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে সাহায্যের জন্য।আমরা ঘুম থেকে উঠে রাতে আবার ঘুমানোর আগ পর্যন্ত যে সকল কাজের সাথে জড়িত থাকি একবারও কি ভেবে দেখেছি আমি যা করছি এটা কি একজন মুসলমানের কাজ।আসুন আমরা সবাই আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাই।দিনের পথে চলি নিজেদেরকে একটু একটু করে পরিবর্তন করি।আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক আজকে এখানেই পোস্ট সমাপ্ত করছি।

............চলবে।

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিসিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।সকলের জন্য শুভকামনা রইল সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে কামনাই করি।

আল্লাহ হাফেজ


শ্রেণিতথ্য
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
লিখেছে@kosto

Sort:  
 11 months ago 

একজন উত্তম চরিত্রের মানুষের মধ্যে কোন ধরনের খারাপ গুণ থাকতে পারে না। সে হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ ও খ্রিস্টান। যেকোনো মানুষের জন্য চরিত্র হলো শ্রেষ্ঠ সম্পদ। যে নিজের দোষ ত্রুটি ধরলো সে সর্বাপেক্ষা উত্তম। কিন্তু আমাদের সমাজে এর উল্টোটা চলে। অন্যের দোষ ত্রুটি ধরা তার গীবত গাওয়া অন্যের সম্পদ মেরে খায় এগুলো হচ্ছে বর্তমান সমাজের মানুষের চরিত্র। ভাই এক জায়গায় ওয়াক্ত লিখতে গিয়ে ওয়ার্ড লিখেছেন এটা একটু ঠিক করে নিবেন।

Posted using SteemPro Mobile

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

সঠিকভাবে পাঁচ ওয়ার্ড নামাজ আদায়

ওয়াক্ত লেখাটা ভুল হয়েছে ভাই। এটা ঠিক করে নিবেন।

আপনি অনেক সুন্দর করে একটি টপিক তুলে ধরেছেন, যার কারণে আমার কাছে আপনার পোস্ট পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনি বাস্তবিক কথাগুলোকে তুলে ধরেছেন এই পোষ্টের মাধ্যমে। আসলে প্রত্যেকটা মানুষ নিজেকে মুসলিম বললেও নিজের ঈমানটা নেই।

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করে এবং ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আমরা সব সময় আমাদের বিপরীত ধর্মীদের ভুল ত্রুটি এবং বিভিন্ন সমস্যা খুঁটিনাটি ধরে বেড়ায়।

আপনার জেনারেল রাইটিং এর মধ্যে এই লাইনটি আমার অনেকটাই ভালো লেগেছে৷ কারণ হল আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের নিজের ধর্মকে নিয়ে কোন চিন্তাধারাই করি না৷ অথচ অন্যের ধর্মের কোন ভুল ত্রুটি নিয়ে আমরা সারাদিন লেগে থাকি৷ আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে কিছু বাস্তবের কথা শেয়ার করেছেন৷ এই এ সকল কারণে আমরা মুসলিম হলেও আমাদের ঈমানকে সঠিকভাবে ধরে রাখতে পারছি না৷

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

বেশ দারুন একটি বিষয় নিয়ে আজ আপনি আলোচনা করলেন। সত্যিকার অর্থে আমরা যদি আমাদের ভুল গুলো শুধরে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করতে পারি তাহলে আমাদের জীবন হবে আরও মধুময়। বেশ ভালো লাগলো ভাইয়া আপনার কথা গুলো পড়ে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45