কবিতা আবৃত্তি || আজি হতে শতবর্ষ পরে || রবীন্দ্রনাথ ঠাকুর || 10% beneficiary @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আমার প্রিয় আমার বাংলা ব্লগবাসীরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।

mm.jpg

আজ আমি একটি কবিতা আবৃত্তি করব। মাঝে মাঝে আমার খুব কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে। তবে পারিনা বলে এই ইচ্ছাটা বেশির ভাগ সময়ই মাঠে মারা যায়। মগজ থেকে মুখ ফুটে বেরোবার আগেই যে ইচ্ছার মৃত্যু হয় সেটা বাস্তবে ঘটার সম্ভাবনা কম। তবে ঐ যে, ইচ্ছাটা অদমনীয়। মাঝে মাঝেই অন্য সব বেহায়া ইচ্ছার মত এটাও মাথা চারা দিয়ে উঠে। আর সত্যি বলতে কি এমনিতে ভুলে থাকতে পারি, কিন্তু কাউকে কবিতা আবৃত্তি করতে শুনলেই নিজের ভেতর সেটা বাজতে থাকে আর নিজে আবৃত্তি করা না পর্যন্ত ক্ষান্ত দেয়না।

অনেক ভূমিকা দিলাম। এবার আসল কথায় আসি। প্রায় সপ্তাহ দুই পর গতকাল আমার বাংলা ব্লগের হ্যাংআউটে থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে সবাই এত সুন্দর করে কবিতা আবৃত্তি করল, ঐ শুনেই আমার ভেতরে বেজে উঠল আবার। জানি ক্ষান্ত দিবেনা, তাই অনেকটা বাধ্য হয়েই এই প্রচেষ্টা।

বেশি কথা বলব না। কারণ এমনিতেই সকাল থেকে এই করতে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। তবু আক্ষেপ নেই। শুধু ১৪ তারিখের মধ্যে ৪টা প্রজেক্ট আর ৪টা ল্যাব এক্সাম শেষ করতে হবে। যদিও একটা প্রজেক্টও এখনো অবধি হাতে নেইনি। যাই হোক, দুঃখালাপ না করি। এর চেয়ে চলুন কবিতা শোনা যাক! আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সবার ভাল লাগবে।


কবিতাঃ আজি হতে শতবর্ষ পরে
কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থঃ চিত্রা
রচনাকালঃ ২ ফাল্গুন, ১৩০২
লোকেশনঃ https://w3w.co/guesswork.intrigued.escorting
ডিভাইসঃ রিয়েল মি ৮ ৫জি

ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।আশা করি সবার ভাল লেগেছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

@kitki

Sort:  
 2 years ago 
 2 years ago 

খুব সুন্দর ভয়েজ আপনার।কবিতাটি এর আগে একবার পড়েছিলাম ভালই লেগেছে আমার কাছে।আজ আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।আর মনে হচ্ছিল স্টুডিও ভার্সন শুনছি।

 2 years ago 

রবীন্দ্রনাথের সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। কবিতাটি আমার অনেক ভালো লাগে। খালি গলায় অসাধারন কবিতা আবৃত্তি করেছেন আপনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনার কোকিল কন্ঠে এই কবিতাটি শুনে মনটা যেন রিফ্রেশ হয়ে গেল। আপনি দারুন কবিতা বলতে পারেন যখন ভিডিওটা দেখছিলাম তখন অনেক মজা পেয়েছি । আশাকরি ভবিষ্যতে এমন সুন্দর কবিতা আমাদের মাঝে আরও উপস্থাপন করবেন। ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইচ্ছা করলে উপায় হয় সেজন্যই আপনি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃত্তি টি। আপনার কন্ঠ জাস্ট অসাধারণ ।আপনার কবিতা আবৃত্তির লাইন গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনিতো অনেক সুন্দর কবিতা আবৃতি করতে পারেন। কবিতাটি যতক্ষণ শুনছিলাম আমার ভীষণ ভালো একটা অনুভূতি হয়েছিল। বিশেষ করে কবিতা আবৃত্তি করার ধরন আপনার থেকে পেয়েছি। আর অনেক সুন্দর একটি কবিতা আবৃতি করে শুনিয়েছেন। সত্যি সব সময় আপনার কাছ থেকে এরকম কবিতা আবৃত্তি শুনতে চাই। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54733.25
ETH 2475.50
USDT 1.00
SBD 2.15