DIY || এসো নিজে করি || কম্পিউটার বা ল্যাপটপে মান্ডালা আর্ট || 10% beneficiary @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি ফাউজিয়া তামান্না, জন্মসূত্রে একজন বাংলাদেশি এবং স্টিমিট প্ল্যাটফরমে নতুন ইউজার। আমার ইউজার আইডি @kitki

আজকে আমি ল্যাপটপে মান্ডালা আঁকব এবং সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব।


মান্ডালা সম্পর্কে কিছু তথ্য


মান্ডালা আর্ট মানে হল চক্রে আঁকা শিল্প। একটি কেন্দ্রীয় বৃত্তের চারপাশে আরো কিছু বৃত্ত বা বৃত্ত সদৃশ কোন শিল্পই হল মান্ডালা। ইতিহাসগত ভাবে মান্ডালার সূচনা করেন তিব্বতের বৌদ্ধ ধর্মের অনুসারীরা। এটি মনকে কেন্দ্রীভূত করে। ফলে আধ্যাত্মিকতার দিক থেকে এর গুরুত্ব অনেক। এছাড়াও বর্তমানে এর আরো বেশ কিছু নতুন দিক উন্মোচন হয়েছে। আর সুদূর তিব্বত থেকে আজ মান্ডালা পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের কাছে।

মান্ডালা সাধারণত কাগজ, কাপড় ও পাথরে আঁকা হয়। তবে গ্রাফিক্স ডিজাইনে জায়গা করে নেওয়ার ফলে বর্তমানে এই পরিধি ছাড়িয়ে এগুলো কম্পিউটারেও আঁকা হয়।


আজকের মান্ডালা

1 done.jpg



আঁকতে যা যা লাগবে

  • কম্পিউটার/ ল্যাপটপ
  • এডোবি ইলাস্ট্রেটর

যে কোন ধরণের ডিজাইন করতে এডোবি ইলাস্ট্রেটরের জুড়ি খুব কম আছে। আর আমিও এটায় কাজ করতে বেশ স্বচ্ছন্দ বোধ করি। তাই আজকের মান্ডালায় আমি এই সফটওয়্যার ব্যবহার করব।



আঁকার পদ্ধতি

ধাপ ১ঃ

প্রথমেই এডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি। এক্ষেত্রে আমি আর্টবোর্ডকে স্কয়ার শেপে নিয়েছি। অন্য যে কোন শেপেই নেওয়া যাবে তবে মান্ডালার জন্য স্কয়ার আর্টবোর্ডই সেইফ।

1.JPG


ধাপ ২ঃ

দুইটি স্ট্রেইট লাইন নিয়েছি এবং ক্রসভাবে রেখেছি। এভাবে আর্টবোর্ডটি সমান ৪ ভাগে ভাগ হবে।

2.JPG


ধাপ ৩ঃ

এখানে লেয়ার প্যানেলে থেকে মেইন লেয়ারটি বা টার্গেট সিলেক্ট করতে হবে।

3.JPG


ধাপ ৪ঃ

এরপর ইফেক্ট---> ডিসটরট এন্ড ট্রান্সফরম--->ট্রান্সফরম ইফেক্টস এ গিয়ে এঙ্গেল ৩০ এবং কপি ১১ করে দিয়েছি। এভাবে আর্টবোর্ডটি মোট ১২ ভাগে বিভক্ত হবে।
4.JPG


ধাপ ৫ঃ

আর্টবোর্ডটি এভাবে ভাগ করে নিলে যে কোন একটি ভাগে কোন কিছু আঁকলে সেটা অটো অন্য ভাগগুলোতেও কপি হয়ে যাবে।

5.JPG


ধাপ ৬ঃ

লেয়ার প্যানেল থেকে স্ট্রেইট লাইন দুইটিকে লক করে নিচ্ছি। এরপর মেইন ডিজাইন শুরু করব।

6.JPG


ধাপ ৭ঃ

পেইন্ট ব্রাশ টুল দিয়ে একটি মাত্র ফুলের পেটাল এঁকেছি। যেহেতু আর্টবোর্ড ভাগ করা আছে তাই অন্য সব ভাগেও কপি হয়ে সুন্দর একটি ফুলের শেপ এসেছে।

7.JPG


ধাপ ৮ঃ

এবার একটি বৃত্ত নিয়ে সেটার ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার ৬ করে দিয়েছি। এটিই আমার প্রথম চক্র।

8.JPG


ধাপ ৯ঃ

এবার আরো একটি বোল্ডেড সারকেল স্ট্রোক নিয়ে এর উপরে পেইন্ট ব্রাশ টুল দিয়ে কিছু ছোট পেটাল করেছি।
9.JPG


ধাপ ১০ঃ

আগের মত একটি বোল্ডেড সারকেল স্ট্রোক নিয়েছি এবং ফাঁকা জায়গা গুলো পেইন্ট ব্রাশ টুল দিলে ব্ল্যাক কালার করেছি।

10.JPG


ধাপ ১১ঃ

চক্রের উপর দুইটি সারকেল স্ট্রোক নিয়েছি যাদের রঙ সাদা দিয়েছি। এরপর পেন টুল দিয়ে ত্রিভুজ শেইপ এঁকেছি এবং এটাকে ব্ল্যাক ফিল কালার দিয়েছি।

এরপর পেইন্ট ব্রাশ টুল দিয়ে লিফ শেপের ছোট ব্রাঞ্চ এঁকেছি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তোলার জন্য এটার কালার হোয়াইট দিয়েছি।

12.JPG


ধাপ ১২ঃ

এবার ত্রিভুজগুলোর ফাঁকে ফাঁকে আরো এক লাইন ত্রিভুজ এঁকেছি। এবার এগুলোকে লিফ ফিল দেওয়ার জন্য একপাশে পাশাপাশিভাবে বেশ কয়েকটা স্ট্রেইটলাইন দিয়েছি।

13.JPG


ধাপ ১৩ঃ

বাইরের চক্রের উপর আরো একটি ব্ল্যাক সারকেল স্ট্রোক নেই। এরপর এর উপর ছোট পেটালস আঁকি এবং ভেতরে পেইন্ট ব্রাশ টুল দিয়ে ছোট কার্ভ করি।

14.JPG


ধাপ ১৪ঃ

পেন টুল দিয়ে ত্রিভুজ শেইপ নিয়েছি । এটার কালার দিয়েছি ব্ল্যাক। এর ভেতরে পেন টুল দিয়েই হোয়াইট কালারের দুইটা স্ট্রেইট লাইন এঁকেছি।

15.JPG


ধাপ ১৫ঃ

ত্রিভুজের বাইরের পার্টে পেইন্ট ব্রাশ টুল দিয়ে হোয়াইট কালারের ছোট বড় ডট এঁকেছি এবং এর বাইরে আরেকটা ত্রিভুজ নিয়ে সেটাকে লিফ ফিল দিয়েছি।

16.JPG


ধাপ ১৬ঃ

দুইটা স্ট্রেইট লাইন নিয়ে আগের ত্রিভুজটাকে সেপারেট করেছি। এরপর ব্ল্যাক কালারের লিফ শেপের এরিয়া নিয়েছি পেন টুল দিয়ে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে এর ভেতরে লিফ শেপের ফ্লাওয়ার করেছি।

17.JPG


ধাপ ১৭ঃ

আগের শেপের ফাঁকে পেন টুল দিয়ে কয়েকটি কার্ভ নিয়েছি এবং লিফ শেপ দিয়েছি । এরপর দুইটা ব্ল্যাক সারকেল স্ট্রোক নিয়ে শেপগুলোকে একদম সেপারেট করে নিয়েছি। এর উপরে কিছু পেটাল এঁকেছি এবং ডিজাইনের জন্য ভেতরে কার্ভ লাইন দিয়েছি। এই ধাপ শেষ হবার পর পেইন টুল দিয়ে লিফ শেইপ নিয়েছি আর ভেতরে ফ্লোরাল ডিজাইন করেছি।

18.JPG


ধাপ ১৮ঃ

লিফটাকে ব্ল্যাক কালার করে পেন টুল দিয়ে সেপারেটর লাইন এঁকেছি এবং সব শেষে আরো কিছু ডিজাইন এড করেছি।

20.JPG


ধাপ ১৯

এরপর স্ট্রেইট লাইনগুলো রিমুভ করে দিয়েছি। আর আমার আজকের মান্ডালা আর্টটিও শেষ হলো!
1 done.jpg

টুল/ ডিভাইসনাম/ মডেল
ল্যাপটপএইচ পি (কোর আই সেভেন)
সফটওয়্যারএডোবি ইলাস্ট্রেটর ২০২০



আশা করি আমার মান্ডালা ডিজাইনটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ

@kitki

Sort:  

বাহ আপনি তো অনেক সুন্দর একটা ডিজিটাল কার্ড তৈরি করেছেন। তাও আবার ম্যান্ডেলার। এটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। মান্ডালাটি আপনার কাছে ভাল লেগেছে বলে খুশি হলাম। আশা করি আরো সুন্দর কিছু ভবিষ্যতে উপস্থাপন করতে পারব।

 3 years ago 

আপু আপনি ম্যান্ডেলা আর্টের নতুন একটি বিষয় নিয়ে এসেছেন । কম্পিউটারে ম্যান্ডেলা আর্ট আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম। কম্পিউটার এই আর্ট সম্পর্কে আমি তেমন কিছু জানি না। কিন্তু আপনার আর্টটি দেখে খুব চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর করে এটি তৈরী করেছেন তা আপনার প্রতিটি ধাপ দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। কম্পিউটারে মান্ডালা আঁকা অনেক সহজ আর সময়ও কম লাগে। শুধু সেট আপ করে নিলেই ইচ্ছামত আঁকতে ও মুছতে পারবেন।

 3 years ago 

আপনার মান্ডালা অংকনটি অসাধারণ সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি দোয়া করি আপনি আরো এগিয়ে যান।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণাতে আমি আরো এগিয়ে যাওয়ার শক্তি পাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 91905.77
ETH 3091.66
USDT 1.00
SBD 3.09