লেভেল ২ হতে আমার অর্জন - By @kitki || 10% beneficiary @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ দুপুরের শুভেচ্ছা। আশা করছি সবাই ভাল আছেন।

আমি @kitki, কমিউনিটিতে যোগ দিয়েছি বেশ কিছুদিন আগে। তবে ব্যস্ত জীবনের কাছে হার মেনে আমি লেভেলের দিকে নজর দিতে পারিনি। লেভেল ওয়ান শেষ করার বহু দিন পর লেভেল টু আজ লেভেল ২ হতে আমার অর্জন নিয়ে লিখতে বসেছি।

আমি লেভেল টু তে বেশ কিছু ক্লাস করেছি এবং কিছু টপিকে আমার ডাবল ক্লাসও হয়েছে। তাই ভাল ভাবে শিখতে পেরেছি বলে মনে করছি। সবার আগে ধন্যবাদ জানাই এবিবি স্কুলের সম্মানিত প্রফেসর, এডমিন ও মোডারেটরদের যাদের নিরলস প্রচেষ্টায় সম্পূর্ণ অজানা একটা সাইট নিয়ে খুঁটিনাটি সব জানতে পারছি এবং নিজেদের সিকিউর করতে পারছি।

IMG20211225114752.jpg


আমার পরিচয়

আমি ফাউজিয়া তামান্না। আমার স্টিমিট আইডি @kitki। আমি একজন বাংলাদেশী। বয়স ২২। বাসা পাবনা, তবে পড়াশুনা সূত্রে ঢাকায় থাকি।

স্টিমিটের সাথে আমার পথচলার বেশ কিছুদিন হয়েছে। যদিও সময় খুব একটা দিতে পারিনি।

আমি প্রকৃতি ভালবাসি, তাই সুযোগ পেলেই ঘুরতে বের হই। এছাড়া বই পড়তেও আমার খুব ভাল লাগে। লিখালিখি করতে খুব একটা ভাল লাগত না। আগে অনেকটা বাধ্য হয়ে লিখতাম। বাংলা পরীক্ষায় যেমন বাধ্য হয়ে পাতার পর পাতা রচনা লিখতে হত, তেমন অনুভব হত। এখন অবশ্য নিজের কথাগুলো বলার জন্য লিখালিখির বিকল্প নেই।

যাই হোক, এগুলো ছাড়াও ছবি তুলতে ভাল লাগে। বিশেষ করে এডিটিং!

বর্তমানে কবিতা আবৃত্তিতে মন দিয়েছি। এখনো নুব, তাই আবৃত্তি করি আর নিজে নিজে শুনি।


abb-school লেভেল-০২ ক্লাস থেকে যা শিখলাম


এবিবি স্কুল লেভেল টু তে আমাদের যে বিষয়গুলো শেখানো হয়েছেঃ

  • কি সিকিউরিটি
  • পাওয়ার আপ
  • ডেলিগেশন
  • ওয়ালেট নিয়ন্ত্রণ

কি সিকিউরিটিঃ

প্রতিটা একাউন্টের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এটি অন্যদেরকে আমাদের ব্যক্তিগত জিনিস এক্সেস করা থেকে বিরত রাখে। আমরা সবাই আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চাই।

আর তাই কি গুলো যদি কোন আরনিং বা ফিনান্সিয়াল সাইটের হয় তাইলে তো কথাই নেই। এই কি গুলো যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে সে আপনার শুধু তথ্যই দেখবেনা, আপনার যাবতীয় ইনকাম সে নিজের একাউন্টে উইথড্র দিতে পারবে। ঠিক এই জন্যই কি সিকিউরিটি বা কি নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

স্টিমিটে একটা একাউন্টের জন্য যে কি গুলো লাগে সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছেঃ

  • পাব্লিক কি
  • প্রাইভেট কি

পাব্লিক কি সংরক্ষণের প্রয়োজন নেই, কিন্তু প্রাইভেট কি অবশ্যই সংরক্ষণ করতে হবে। প্রাইভেট কি গুলোকে কাজের ধরণ হিসেবে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছেঃ

  • পোস্টিং কি
  • একটিভ কি
  • মেমো কি
  • ওনার কি
  • মাস্টার পাসওয়ার্ড



পাওয়ার আপঃ

পাওয়ার মানে শক্তি এটা আমরা সবাই জানি। পাওয়ার আপ মানে পাওয়ার বাড়ানো। স্টমিটে পাওয়ার আপ বলতে বোঝায় ওয়ালেটে থাকা স্টিম কে স্টিম পাওয়ার এ কনভার্ট করা।

স্টিমিটে দীর্ঘমেয়াদী কাজ করতে চাইলে পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্টিম পাওয়ার যত বেশি হবে, ভোট দিলে তত বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে। তাই আমরা যারা স্টিম ইউজার আছি তাদের স্টিমের কিছু অংশ যেমনঃ অর্ধেক পরিমাণ স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ারে কনভার্ট করা উচিত।

এছাড়া কখনো স্টিম পাওয়ারকে লিকুইড স্টিমে কনভার্ট করতে চাইলে পাওয়ার ডাউন করা যায়। এক্ষেত্রে টোটাল ট্রান্সফার হতে ৪ সপ্তাহ সময় লাগে।


ডেলিগেশনঃ

একা কাজ করলে অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়না। তাই সম্মিলিত প্রচেষ্টার দরকার হয়। ডেলিগেশনও সেই রকম একটা ধারণা বহন করে।

আমরা যারা নতুন ইউজার আছি বা যাদের স্টিম পাওয়ার খুব বেশিনা যেমনঃ ২০০, ৩০০, ৫০০ এস পি তারা যদি কোন পোস্টে ভোট করে তাহলে পোস্টকারী খুব সামান্য যেমন ১/২ সেন্ট পেয়ে থাকে। যদি ভোট ভ্যালু ২ সেন্ট থেকে কম হয় তাহলে সেটা রিওয়ার্ড পুলে জমা হয়না।

কিন্তু কম এস পি ধারী যারা আছেন তারা যদি সম্মিলিতভাবে একটি সার্ভিসকে তাদের এস পি গুলো ব্যবহার করতে দেয় তাহলে ভোটিং পাওয়ার বেড়ে যায়।

এক্ষেত্রে যে শুধু পোস্টদাতাই লাভবান হচ্ছে তা নয়, যারা সার্ভিসগুলোকে তাদের এস পি ব্যবহার করতে দিচ্ছে তারাও রিওয়ার্ড পায়।
নিজের এস পি গুলো অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ডেলিগেশন

ডেলিগেশন করলে আপনার ব্যস্ততার মাঝে ভাল পোস্ট খুঁজে বের করে ভোট করতে হবেনা। সার্ভিসগুলোই আপনার হয়ে এই কাজ করবে। উপরন্তু আপনার পোস্টও যদি কোয়ালিটি সম্পন্ন হয়ে তাহলে তারা আপনাকেও ভোট দিবে।

এছাড়াও আপনি চাইলে ডেলিগেশন তুলে নিতে পারেন। এই প্রক্রিয়াকে আনডেলিগেশন বলে। আনডেলিগেট করলে আপনার ডেলিগেট করা সব এস পি ৪/৫ দিনের মধ্যে আপনার ওয়ালেটে জমা হবে।



ওয়ালেট নিয়ন্ত্রনঃ

আমরা সাধারণত ওয়ালেটে টাকা-পয়সা রাখি। স্টিমিটেও আমরা একটা ওয়ালেট ব্যবহার করি। এটা একটা অনলাইন ওয়ালেট। ইউজারদের ইনভেস্ট করা বা আর্ন করা এসেট এই ওয়ালেটে থাকে।

এছাড়াও ওয়ালেটে বেশ কিছু অপশন আছে, যেমনঃ স্টিম, স্টিম পাওয়ার, সেভিংস ইত্যাদি। এর মাধ্যমে পাওয়ার আপ, পাওয়ার ডাউন, স্টিম ট্রান্সফার, স্টিম সেভিংসে জমা করা, রিওয়ার্ড ক্লেইম করা সহ ইন্টারনাল মার্কেটপ্লেসে এক্সচেঞ্জ করা যায়।



প্রশ্ন ও উত্তর


১. Posting key এর কাজ কি ?

পোস্ট সংক্রান্ত সকল কাজের জন্য এই কি ব্যবহার করা হয়ঃ

  • স্টিমিট আইডি তে লগিন করা
  • পোস্ট করা
  • আপভোট ও ডাউনভোট দেওয়া
  • মিউট করা
  • রিস্টিম করা
  • ফলো ও আনফলো করা
  • পোস্ট ও কমেন্ট এডিট করা



২. Active key এর কাজ কি ?

ওয়ালেট সংক্রান্ত সকল কাজের জন্য এই কি ব্যবহার করা হয়ঃ

  • পাওয়ার আপ ও পাওয়ার ডাউন দেওয়া
  • স্টিম ট্রান্সফার করা
  • উইটনেস ভোট দেওয়া
  • এস বিডি থেকে স্টিম কনভার্সন
  • নতুন ব্যবহারকারী তৈরি করা
  • এক্সচেঞ্জ করা



৩. Owner key এর কাজ কি ?

একাউন্টের মালিকানা প্রমাণ করতে চাইলে এই কি এর দরকার হয়। অন্য কারো হাতে গেলে সে এর মাধ্যমে আপনার একাউন্টকে নিজের একাউন্ট বলে দাবি এবং অতি সহজেই প্রমাণও করতে পারবে। তাই এই কি খুব সেন্সিটিভ এবং নিরাপদে সংরক্ষণ করতে হবে।
এছাড়াও ওনার কি এর আরো কিছু কাজঃ

  • ওনার কি দিয়ে অন্যান্য কি পরিবর্তন করা যায়।
  • ওনার কি দিয়ে ওনার কি কেও পরিবর্তন করা যায়।



৪.Memo key এর কাজ কি ??

যেহেতু স্টিমিট ব্লক চেইন বেসড সাইট তাই এখানে যে কোন ট্রান্সফার ডাটা অন্য কেউ দেখতে পারে। কিন্তু ইউজার যদি কাউকে কোন মেসেজ পাঠায় এবং সে চায় অন্য কেউ সেই মেসেজ না দেখুক তখন মেমো কি ইউজ করতে হয়। মেমো কি ইউজ করলে পাঠানো মেসেজ এনক্রিপ্টেড হয়ে যায় এবং সেন্ডার ও রিসিভার ছাড়া সেই মেসেজ অন্য কেউ দেখতে পায়না।
তাই মেমো কি এর কাজ হলঃ

  • এনক্রিপ্টেড মেসেজ পাঠানো।
  • রিসিভার এন্ডে এনক্রিপ্টেড মেসেজ দেখা।



৫. Master password এর কাজ কি ?

মাস্টার পাসওয়ার্ড দিয়ে স্টিমিটের সব ধরণের কাজ করা যায়। অর্থাৎ অন্যান্য যে সব কি আছে সেই সবগুলো কি এর কাজ এই পাসওয়ার্ড দিয়ে করা যায়। তাই স্টিমিট কি গুলোর মধ্যে সব চেয়ে সেন্সিটিভ।
কাজঃ

  • ওয়ালেট নিয়ন্ত্রণ অর্থাৎ ওয়ালেটের সব কাজ করা যায়।
  • অন্যান্য কি চেঞ্জ করা যায়।
  • একাউন্ট রিকভারি করা যায়।



৬. Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিঃ

  • টু-স্টেপ ভেরিফাইড জিমেইলে আপলোড করেছি।
  • পেনড্রাইভে সংরক্ষণ করেছি।
  • লক ডায়েরি তে লিখেছি।
  • লিখে রাখার সময় দুই এক টাইপের ক্যারাকটার চেঞ্জ করে লিখেছি।
  • অন্যান্য কি এবং মাস্টার পাসওয়ার্ড আলাদা জায়গায় সংরক্ষণ করেছি।
  • লোকালি ডাউনলোড করা ফাইল ল্যাপটপ থেকে ডিলিট করেছি।
  • ল্যাপ্টপের সেইভড পাসওয়ার্ড ক্লিয়ার করেছি।

৭. পাওয়ার আপ কেন জরুরী?

স্টিমিটে দীর্ঘমেয়াদী কাজ করতে চাইলে পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ। কারণ পাওয়ার আপ করলে একাউন্টের এস পি বাড়ে এবং নিজের একাউন্টকে সমৃদ্ধ ও শক্তিশালী করা যায় । তখন ভোট দিলে বেশি পরিমাণে কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। যারা বেশি পরিমাণে এস পি আছে বা যারা ইনভেস্ট করে তারা বাৎসরিক বেশ ভাল পরিমাণে কিউরেশন রিওয়ার্ড পায়।



৮. পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

পাওয়ার আপ করার প্রসেসঃ

  • একটিভ কি ইউজ করে স্টিমিট ওয়ালেটে লগিন করতে হবে।
  • STEEM এর পাশে ডাউন এরোতে ক্লিক করলে পাওয়ার আপ অপশন আসবে।
  • পাওয়ার আপে ক্লিক করলে নিউ উইনডো আসবে।
  • কত টুকু স্টিম পাওয়ার আপ করতে চাই সেটার এমাউন্ট দিয়ে দিতে হবে।
  • এভাবে স্টিম কমে গিয়ে সেই পরিমাণ এস পি তে এড হবে।



৯. সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

৩ দিন পর।



১০. মেমো ফিল্ড এর কাজ কি?

মেমো কি এর মাধ্যমে যখন এনক্রিপ্টেড মেসেজ সেন্ড করা হয় তখন মেমো ফিল্ডে সেই মেসেজ লেখা হয়। এই ফিল্ডে যে কোন মেসেজ বা এক্সচেঞ্জের সময় কোড লিখা হয়।



১১. ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

৫ দিন পর।



১২. ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

৩০০ এস পি।

ডেলিগেশন করার সময় আগে যত এস পি ডেলিগেটেড থাকে তার সাথে বর্তমানে কত এস পি ডেলিগেট করতে চাই সেটা যোগ করে যোগফলটি ডেলিগেশনের পরিমাণ হিসেবে লিখতে হয়।

এগুলোই ছিল লেভেল-০২ থেকে আমার অর্জন। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং abb-school।

@kitki

Blue and Purple Casual Corporate App Development Startup Banner Landscape (3).png

Sort:  
 3 years ago 

আপনার লেবেল টু এর লিখিত পরীক্ষায় আপনি ওয়ালেট এবং পিডিএফ এর কি , পাওয়ার বৃদ্ধি এবং ডেলিগেশন ‌সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোষ্টটি পড়ে যা বুঝতে পারলাম আপনি এই বিষয়গুলোতে মোটামুটি ভালই ধারণা রাখেন। আপনি পোস্টটি আমাদের মাঝে অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধারণা থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইল।

আপু অসাধারণ ভাবে আপনি আপনার পাঠ গুলোর লিখিত পরিক্ষা সম্পন্ন করেছেন। খুব ভালোলেগেছে আপনার উপস্থাপনা। আশা করছি অনেক দূরে এগিয়ে যাবেন। শুভকামনা রইল।
 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আশা করছি এগিয়ে যাবার পথে সবার অনুপ্রেরণা পাব।

আপু অনেক সুন্দর ভাবে লেখেছেন আপনার লেখাটি পড়ে অনেক কিছু জানতে পাড়লাম ও শিখতেও পেরেছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66646.40
ETH 3314.59
USDT 1.00
SBD 2.69