সরস্বতী পুজো পরিক্রমা ২০২৪ : পর্ব ১

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

সরস্বতী পুজোর সময় আমি গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কাঁথিতে। কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী মানুষের কাছে এই শহরটি খুবই পরিচিত। আর তার কারণ একটাই, দীঘা। আসলে যখনই কোনো পর্যটক কলকাতা থেকে দীঘা ঘুরতে যান তখন তাদের অবশ্যই কাঁথি বাস স্ট্যান্ড কিংবা কাঁথি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে পার হতে হয়। কাঁথি আসা উদ্দেশ্য ছিলো বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো কাটাতে। সরস্বতী পুজোর সকাল বেলাতেই বন্ধুর বাড়িতে পুজোর অঞ্জলি দিয়ে তারপর দুপুর বেলায় পুজোর খিচুড়ি প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম কাঁথি শহরে পুজো পরিক্রমা করতে।


কাঁথি শহরে সরস্বতী পুজোর পরিক্রমা শুরু করেছিলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের হার্ট উইনিং বয়েজ দিয়ে। যেহেতু কাঁথি শহরে আমি প্রথম ঘুরছি তাই বন্ধুর দেখানো পথ ধরেই এগোলাম। সেই সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছের হার্ট উইনিং বয়েজ পুজো কমিটি থেকে শুরু করলো। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একদম মুখে থাকা হার্ট উইনিং বয়েজের মন্ডপ দেখে বোঝা যাচ্ছিল যে তারা প্রচুর বাজেট নিয়ে মন্ডপ তৈরী করেছে।

PXL_20240214_155922115_copy_1209x907.jpg

PXL_20240214_155856698_copy_1209x907.jpg

PXL_20240214_185420237_copy_1195x896.jpg

পুজো মণ্ডপটি মূলত ভারতীয়-চাইনিজ স্টাইলে বানানো মন্দিরের মতো করা হয়েছিল। যেখানে ভারতীয় স্থাপত্য এবং চাইনিজ স্থাপত্য এর সুন্দর মেলবন্ধন করা হয়েছে। দেবী সরস্বতীর প্রতিমা তেও ছিল চৈনিক এবং ভারতীয় ভাস্কর্যের ছোঁয়া।

PXL_20240214_155825269_copy_1209x907.jpg

PXL_20240214_155726568_copy_1209x907.jpg


সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কিছুটা দূর এগিয়ে যেতে পেলাম ক্ষুদিরাম মার্কেটের সরস্বতী পুজো। ক্ষুদিরাম মার্কেটের সরস্বতী পুজো কমিটির ভাবনা এবং মন্ডপ দুটোই আমার কাছে খুব ভালো লেগেছিল। কারণ তারা মন্ডপটা মূলত পশ্চিমবঙ্গের নূতমগ্রামের পুতুল দিয়ে সাজিয়েছে। তার পাশাপাশি কুলো দিয়েও মন্ডপ সজ্জা করা হয়েছে, যা আজ হারাতে বসেছে।

PXL_20240214_161308923_copy_907x1209.jpg

PXL_20240214_161303941_copy_1209x907.jpg

মন্ডপের এক পাশে নূতমগ্রামের কাঠের পুতুল এবং আরেক পাশে নূতমগ্রামের কাঠের প্যাঁচা। আর মন্ডপের মাঝের নকশা গুলো করা হয়েছে কুলো নানা রঙে রাঙিয়ে দিয়ে।

PXL_20240214_161336176_copy_907x1209.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 

দাদা সরস্বতী পূজার সময় কাঁথি শহরে গিয়ে, বন্ধুর সাথে পূজা মন্ডপে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন দেখছি। হার্ট উইনিং বয়েজের মন্ডপটা এককথায় দুর্দান্ত হয়েছে। তাদের আয়োজন দেখেই বুঝা যাচ্ছে তাদের বাজেট বেশি ছিলো। তাছাড়া ক্ষুদিরাম মার্কেটের পূজা মন্ডপটাও দারুণ লাগছে দেখতে। ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 last month 

হার্ট উইনিং বয়েজের পুজো সত্যিকারের হার্ট উইন করে নিয়েছে।

 last month 

বন্ধুর নিমন্ত্রণে সরস্বতী পুজো দেখতে গেছিলে কাঁথি, এটা তো ভালো কথা দাদা। যাইহোক, সরস্বতী পুজোর থিমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। বিশেষ করে ভারতীয়-চাইনিজ স্টাইলে থিম তৈরি করার জন্য, ওটা আরো বেশি ভালো লাগছে। তাছাড়া মায়ের মুখটা দেখেও মন ভরে গেল দাদা।

 last month 

দুটোর মিশেল দারুন করেছে। যেটা আসলে খুব ভালো লাগছিলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70963.77
ETH 3821.66
USDT 1.00
SBD 3.47