অকালবৈশাখী...
নমস্কার বন্ধুরা,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি। কদিন গরমের আবহে কাটিয়ে হঠাৎ বৃষ্টিতে যেন আরেকটু ভালো বোধ করছি। আসলে ২০২২ সালের আবহাওয়া বড্ড অদ্ভুত ছিলো তার কারণ বর্ষাকালে যে পরিমাণে বৃষ্টি আমরা সাধারণত দেখে থাকি তার ছিটেফোঁটাও গত বছর হয়নি। তারপরে শীতেও যে একটানা শীত থাকে তা গত শীতে ছিলোনা। যদিও কয়েকদিন জাঁকিয়ে শীত পড়েছিল বটে তবে সেটা কদিনের জন্যই। জাঁকিয়ে শীত কাটতেই আবহাওয়া গরম হতে শুরু করে। অন্য বছর শীতে একটু হালকা গরম পড়তে শুরু করলে শিলাবৃষ্টি হয়ে আবহাওয়া ফের ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় এবার কিন্তু সেটার দেখাও মেলেনি।
আদপে শীতকালীন বৃষ্টির জন্য আবহাওয়ার যে পরিবর্তন আসে সেটা এ বছরে না হওয়ায় আবহাওয়া দিন দিন গরম হয়েই চলেছিল। ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই গরমের অনুভবটা আরো বেশি করে হতে শুরু করে। মার্চ মাস পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকার পরে ধীরে ধীরে এপ্রিল মাসের গরম পড়ে সেই রীতি বদল করে এবার তার দেড় মাস আগেই সব বদলাতে শুরু হয়। কদিন তাই বৃষ্টির জন্য মন একপ্রকার কাকুতি মিনতি করছিলো। অল্প বৃষ্টি হলে হয়তো কিছুটা আরাম মিলবে। দুদিন বেশ মেঘ করেও এলো। কিন্তু মেঘের জন্য আবহাওয়া উল্টে প্যাচপ্যাচে গরম হয়ে গেল। বৃষ্টির দেখা নেই।
অন্তত আজ রাত্রি পর্যন্ত সেটাই ছিল। কিন্তু রাতে এগোতে হঠাৎই বেশ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো।সাধারণত বসন্তে ঠান্ডা হিমেল হওয়া মানেই কোথাও বৃষ্টিপাত হচ্ছে। আর ঠিক তাই হলো! কিছুক্ষণের মধ্যে খুব জোরে একটা বিদ্যুৎ চমকে চার পাশটা দিনের আলোর মতন করে দিলো। মনে মনে খুশি হলাম। অবশেষে খানিকটা স্বস্তি মিলবে। কিছুক্ষণ বিদ্যুৎ চমকে খুব জোরে হাওয়া দিতে শুরু হলো। তড়িঘড়ি জানলা গুলো বন্ধ করে দিলাম। জানলা যেন না বন্ধ করেছি সেই মাত্র ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো।
বছরের প্রথম বৃষ্টি। তর সইতে না পেরে এক দৌড়ে ছাদে চলে গেলাম। তারপর বেশ কিছুক্ষণ জোরে জোরে ঝড় আর ঝমঝমিয়ে বৃষ্টি দেখেই কাটালাম। বৃষ্টি দেখতে দেখতে কোথা থেকে সময় প্রায় ঘন্টা দেড়েক কেটে গেছে বুঝতেই পারলাম না। বৃষ্টি একটু থামলে সময়ের কথা টের পেলাম। বৃষ্টিতে তখন চারিদিক ভিজিয়ে দিয়েছে। হঠাৎ ঝড় বৃষ্টি দেখে কালবৈশাখীর কথা মনে পড়লো তবে সে আসতে তো আরো কিছুটা দেরী আছে। চৈত্র মাসে হয়েছে তাই কি আমরা একে অকালবৈশাখী বলতে পারিনা? নাম নিয়ে চিন্তা চলুক সেই ফাঁকে আমি বরং আগামী কদিন মনোরম আবহাওয়া উপভোগ করে নিই।

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
যাক দাদা অবশেষে আপনারা বৃষ্টির মুখ দেখেছেন জেনে অনেক ভালো লাগল। আমরা কিন্তু এখনো বৃষ্টি দেখা পায়নি।আসলে গত বছরটা আমাদের জন্য তেমন ভালো ছিল না। যাইহোক দাদা জানালা তো তারাতাড়ি বন্ধ করতে পেরেছেন। তবে দাদা বৃষ্টি ভালো লাগে কিন্তু কালবৈশাখী ঝড় দেখে ভয় লাগে। যাইহোক দাদা আপাতত বৃষ্টির আবহাওয়া উপভোগ করুন হা হা হা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পোস্টটা শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন দাদা ২০২২ সালের আবহাওয়া টা বড়ো অদ্ভুত ছিল যখন যেটা যেরকম হওয়ার কথা তার কোনোটাই হয় নি। একদমই উল্টে গেছিলো গত দুদিনের আবহাওয়া আকাশে সারাদিন ধরে মেঘ আর প্রচন্ড প্যাচপ্যাচে গরম। যাইহোক পরশু রাতে ভালোই জোরে বৃষ্টি হয়ে একদম যেনো দারুণ ঘুমানোর আবহাওয়া তৈরি করে দিয়ে গেল।