You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে

in আমার বাংলা ব্লগ2 years ago

০১ : বাঘমুন্ডি
০২ : গোল্ডেন বেঙ্গল টি
০৩ : জাতিংগা, আসাম
০৪ : নীরা আর্য
০৫ : হার্বার্ট জর্জ ওয়েলেস এর "দা টাইম মেশিন"
০৬ : গ্যারোট দিয়ে শ্বাসরোধ
০৭ : মিরাকুরাল
০৮ : ইউনিকর্ন ষাঁড়
০৯ : কণিষ্ক
১০ : ফিনিক্স (গ্রীক মিথলজি)

Sort:  

সব গুলোই হয়েছে। তবে একটু দেরি হয়ে গেল তো নির্মাল্য দা। এত সময় কই ছিলে।

 2 years ago 

আমার মনে হচ্ছে যে দুজন আমার আগে সব উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথমজন ৬ নাম্বার উত্তর ভুল দিয়েছেন, দাদার প্রশ্ন ছিলো কীভাবে মারা যান ?। উনি হত্যা করা হয়েছে সেটা লিখেছেন ঠিকই কিন্তু কিভাবে হত্যা করা হয় সেটা লেখেননি।

আর দ্বিতীয় জনের ৪ নম্বর উত্তর ভুল হয়েছে এবং ৫ নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেননি। আরেকটা কথা উনি রোমান হরফ লেখার রুল ভেঙেছেন 😁।

 2 years ago (edited)

উত্তর ভুল তা বলবো না । কারণ সঠিক উত্তর ছিল "তাঁকে হত্যা করা হয়" । পিজারো যখন ইনকাদের দেশে প্রবেশ করেন তখন ইনকা রাজা আতাহুয়ালপা তাকে সসৈন্যে অভ্যর্থনা করেন । পরের দিন ধূর্ত পিজারো এক ভোজ সভায় ইনকা রাজাকে আমন্ত্রণ জানান ।

ইনকা রাজা আতাহুয়ালপা যথারীতি সৈন্য এবং দেহরক্ষী সহ ভোজসভায় যোগ দিতে এলে পিজারো তাঁকে মিষ্টি কথায় ভুলিয়ে সৈন্যদেরকে দূরে পাঠিয়ে অপেক্ষা করতে রাজি করান ।

ইনকা রাজা দেখেন যে ভোজ সভায় কোনো স্পেনীয়দের হাতে অস্ত্র নেই । তাই, তিনি নিজের ব্যক্তিগত দেহরক্ষী জনা পঞ্চাশেক ছাড়া তাঁর বাকি পাঁচ হাজার সৈন্যকে মাত্র ৪০০ গজ দূরে পাহাড়ের নিচে অপেক্ষা করতে বলে নিশ্চিন্ত মনে ভোজ সভায় যোগদান করেন ।

ধূর্ত পিজারো ও তার দলবল এই সুযোগের অপেক্ষাতেই ছিল । সবিস্ময়ে ইনকরাজ লক্ষ করেন যে স্পেনীয়রা তাদের সুদীর্ঘ আলখাল্লা জাতীয় পোশাকের আড়াল থেকে বন্দুক, পিস্তল, তলোয়ার প্রভৃতি অস্ত্র বের করছে ।

মুহূর্তের মধ্যে বন্দুকের গুলিতে ইনকারাজের ব্যক্তিগত দেহরক্ষীরা মৃত্যুর কোলে ঢলে পড়লো । এরপরে, ভীত সন্ত্রস্ত ইনকা সৈন্যদের দিকে ঘোড়া ছুটিয়ে গুলি করতে করতে এগোলো স্পেনীয়রা । ইনকারা জীবনেও আগ্নেয়াস্ত্র দেখেনি । অতদূর থেকে বন্দুকের গুলিতে তাদের সৈন্য ধরাশায়ী হতে দেখে তাদের মনে এক তীব্র আতংককের সৃষ্টি হয় ।

তা ছাড়া বড় কথা হলো ইনকা রাজকে বন্দি হতে দেখে ইনকা সৈন্যদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে । তাই কচুকাটা হতে থাকে তারা । পাঁচ হাজার সৈন্যের মধ্যে অল্প কয়েক জনই মাত্র জীবিত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় ।

এই কাহিনী বিশাল বড় । ইচ্ছে আছে একদিন ৩০-৪০ পর্বে লেখার । আমি মোটামুটি ৫-৬ টি বই পড়েছি ইনকা সাম্রাজ্যের পতন সম্পর্কে ।

যাই, হোক পিজারোর ছিল মূলত সোনার লোভ । আর ইনকা ছিল সোনার দেশ । ইনকাদের দেশে খুব সম্ভবত সারা বিশ্বের সোনার এক চতুর্থাংশ জমা ছিল । এই সোনার লোভেই ইনকরাজকে বন্দি করে পিজারো । পরে, তাঁকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করে চতুর পিজারো এবং কিছুদিন পর ব্ল্যাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করে ।

এটাই ছিল চালে পিজারোর সব চাইতে বড় ভুল । যতদিন ইনকরাজ বন্দি ছিলেন ততদিনে তাঁর মুক্তির জন্য সূর্যমন্দিরের পুরোহিতরা ঘড়া ঘড়া সোনা জমা করতে থাকে পিজারোর কাছে । ইনকারাজের মুক্তিপণ । পিজারোর দাবি ছিল ১০ টন স্বর্ণ । তার দাবি মতো স্বর্ণের যোগান আসতে থাকে ।

কিন্তু, মাত্র আটশো মন সোনা পাওয়ার পরেই পিজারো ইনকরাজাকে হত্যা করে বসে । কারণ, পিজারোর আশঙ্কা ছিল যে, ইনকরাজাকে মুক্ত করতে কয়েক লক্ষ ইনকা সৈন্য এসে তাদেরকে আক্রমন করতে পারে ।

কিন্তু, ইনকারাজের মৃত্যুতে ইনকারা আর সে সাহস পাবে না । পিজারোর ধারণাই ঠিক ছিল । আর আক্রমণ আসেনি ইনকাদের থেকে । পতন হয় ইনকা সাম্রাজ্যের । কিন্তু, সেই সাথে সোনা প্রাপ্তির আশাও চিরকালের মতো লুপ্ত হয়ে যায় পিজারোর ।

 2 years ago (edited)

@rme দাদা, পিজারোর লোভটা তো ছিলো সোনার উপরেই। তবে শেষমেশ মূর্তি উপাসনার কারণ দেখিয়ে হত্যা করে দিলো। তুর্কি, সৌদি শাসকদের কাপড়ের তলায় যতটা নোংরা লুকিয়ে আছে ইংরেজ, স্পেন, পর্তুগিজ, ফ্রেঞ্চ কিংবা ডাচদের সাম্রাজ্যেও ঠিক তত টাই নোংরা লুকিয়ে আছে। দাস ব্যবসা থেকে শুরু করে সবেরতেই তাদের হাত, মুখ, নাক, কান ডোবানো।

ইনকা সাম্রাজ্য নিয়ে তোমার লেখার অপেক্ষায় রইলাম দাদা।

আরেকটা জিনিস দাদা, মহেঞ্জোদারো এবং হরপ্পান যে সিলের প্রশ্ন করেছ তাকে স্থানীয় ভাষায় কি বলে? যেমন মহাদেবের সিলটাকে পশুপতি সিল বলেই চিনি।

আর অনেককেই দেখছি কণিষ্ক বানান ভুল করে কনিষ্ক লিখেছেন।

আমিতো একটা প্রশ্নের উত্তর দিলাম। আমি কোনো প্রাইজ পাবো না মনে হয়।😁

 2 years ago (edited)

দাদা, চতুর্থ জন ৬ নাম্বার একই ভুল উত্তর দিয়েছেন।কিভাবে হত্যা করা হয় সেটা লেখেননি এবং একটি উত্তর রোমান হরফেও লেখা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 77191.63
ETH 2961.40
USDT 1.00
SBD 2.63