বৃষ্টির দিন আর লুচি আলুর দম (Rainy day and Luchi Alur Dom) by @kingporos

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,



আজ সারাটা বিকেল জুড়েই বৃষ্টি। দুপুরে যেটুকু বাইরে যাবার আশা জন্মেছিল তা বৃষ্টি দেখে পুরোটাই দমে গেল।


জানলা

আগে এই জানলা টা থেকে খুবই ভালো ছবি আসতো। তখন ছিলোনা এতো তারের জঞ্জাল! গত কয়েকমাসে পুরোটাই ঢেকে দিয়েছে।

এক কথায় বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তবে গ্রামের। মাটির সোঁদা গন্ধ! ঠান্ডা আবহাওয়া। আর শহরের বর্ষা একটু নোংরা। বৃষ্টির পরে রাস্তা ঘাটের নোংরা গুলো যেন আরো বেশি করে বেরিয়ে আসে।

গ্রামের বাড়িতে থাকার সময় এগুলো আবার চিন্তায় আসত না। প্যাচ প্যাচে কাঁদা তবে কাঁদা মাটি তো আর নোংরা না তাই No Worries!

আর বাড়িতে বৃষ্টির দিনে মানেই মায়ের হাতের খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট আর ঘি। কলকাতায় এসব যেন স্মৃতি। তবে আজকে রাতের খাবার বেশ ভালোই ছিল। লুচি আলুর দম।


লুচি-আলুর দম

এটিকে অপছন্দ করে এমন বাঙালির সংখ্যা হাতে গোনা যাবে। অনেকদিন পরে পেলাম তাই বেশ কয়েকটা লুচি খেয়ে ফেললাম।

দিনটা যেন টুক করেই কেটে গেলো। আশা করি আপনাদের দিনটাও ভালো কেটেছে।

Sort:  
 3 years ago 

লোভ লাগিয়ে দিলেন যে। এক নাগারে একদিন ১৭ টা লুচি খাইছিলাম।

 3 years ago 

১৭ খানা! আরিব্বাস। আমি সবচাইতে বেশি ৯ খানা

 3 years ago 

পেটুক খুব,খাওয়া ছাড়া যে কিছু বুঝিই না

 3 years ago 

খেতে ভালবাসেনা এমন লোক খুবই কম! এর বাঙ্গালিদের মতো এতো ঝোলে ঝালে রান্না হলে পেটুক হতে বাধ্য হবেই

 3 years ago 

এইসব খাবারের সঙ্গে বৃষ্টির একটা আলাদা সম্পর্ক আছে ভাই ।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

খিচুড়ি হলে আরো জমে যেত তবে লুচি আলুর দম মন্দ নয়

 3 years ago 

প্রথম দৃশ্যটা ঠিক ছিলো, ওটা দেখে ভালো অনুভূতি তৈরী হয়েছিলো কিন্তু পরের দৃশ্যটা দেখিয়ে সব উলট পালট করে দিলেন, পুরাই মাথা নষ্ট-এমন দিনে এসবই তো চাই।

 3 years ago 

হাঃ হাঃ। @hafizullah দা আপনি ভালোই রাঁধুনি, একটা বৃষ্টির দিনে দেখে করে ফেলেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64344.88
ETH 2629.39
USDT 1.00
SBD 2.83