কবিতা : ‘তোমার চোখে আমায় দেখি’ - ফ্যান্টম | আবৃত্তিতে : নির্মাল্য
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালোই আছি।
আপনাদের সামনে নতুন আরো একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আমাদের প্রিয় ফ্যান্টম দার তোমার চোখে আমায় দেখি কবিতাটি আবৃত্তি রূপে আপনাদের সামনে উপস্থাপন করবো। আবৃত্তি সিরিজের এটি আমার তেইশ তম উপস্থাপনা। কবিতা নিয়ে আমার মতামত বিস্তারিত ভাবে অভিমত পর্যায়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করে দিই।
তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
করেছো পাগল, দিশেহারা এই আমি ।
কবে হবে আমার, বলনা গো তুমি?
অপেক্ষায় রয়েছি আমি, দেবে তুমি কবে সাড়া ?
ওই দূর নীলিমায়
যখন দেখেছিলাম প্রথম তোমায়,
তোমারই চোখের তারায়
আলোকিত হয়েছিল এ হৃদয়।
প্রতিজ্ঞা করেছিলাম সেদিন
আমি করবই তোমায় জয়।
কি অপরূপ রূপসী তুমি,
স্বর্গের অপ্সরাকেও যেন মানাবে হার।
জানি তোমাকে পাওয়া হবে না এত সহজে,
তবুও আমি মানবো না হার, ছুটে চলবো উদ্যমে।
শত ব্যস্ততার মাঝেও,
পারিনা একটি সেকেন্ডও ভুলতে কখনো তোমায়।
তাইতো তুমি আমার স্বপ্নে আসো
কখনো সিন্ড্রেলা ,কখনো রাপুনজেল,
কখনো বা স্নো হোয়াইট হয়ে।
তোমার চোখের তারায় হারিয়েছি আমি,
নিজেকে খুঁজি বারেবারে,
যদি খুঁজে পাই কখনো নিজেকে,
তোমার ওই মায়াবী সুন্দর দু'চোখে ।
শিরোনাম সাথে মিল রেখে 'তোমার চোখে আমায় দেখি' কবিতাটিতে প্রতিজ্ঞাবদ্ধ এক প্রেমিকের তার পছন্দের মানুষটির প্রতি অনুভূতি গুলো প্রকাশ পেয়েছে। কবিতাটি এক প্রেমিকের আকুল আবেদন রয়েছে তার পছন্দের মানুষটির কাছে।
জীবনে যখন প্রথম প্রেম আসে তখন তার অনুভূতি গুলো যেমন হয় কবি সেই অনুভূতি গুলোই অক্ষর রূপে প্রকাশ করেছেন। সেখানে যেমন পছন্দের মানুষটির প্রতি টান থাকে তেমনি সেখানে থাকে পছন্দের মানুষটির প্রতি অগাধ মুগ্ধতা। সবশেষে থাকে প্রেমিকের ভালোবাসা। সেই সময়ে এক নব্য প্রেমিক তার পছন্দের মানুষটির মন জয় করার জন্য যেমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠে কবি সেই অনুভূতি গুলোকেই যেন ভাষার মাধ্যমে ফুটে উঠেছে।
প্রেমিকের চোখে তার প্রথম ভালবাসার মানুষটির বর্ণনা কবি তার কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সমর্থ। নতুন প্রেমে পড়া প্রেমিকরা তার পছন্দের মানুষটিকে যেমন সহজে ভুলতে পারে না। প্রেমিকের চোখে পছন্দের মানুষটি যেমন অপরূপ সুন্দরী। নতুন প্রেমে পড়ে পছন্দের মানুষটির কথা সারাক্ষণ মনে আসে। মনের কথা পছন্দের মানুষটিকে জানিয়ে অপেক্ষা সইতে পারে না। সেই সময় প্রত্যেক প্রেমিক প্রতিজ্ঞা করে থাকে তার পছন্দের মানুষটিকে পাওয়ার।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
নতুন নতুন প্রেমে পড়লে পছন্দের মানুষটির কথা সারাক্ষণ মনে পড়ে আর পুরনো হলে বুঝি ভুলে যায় 😅😅। তবে যাই বলুন না কেন দাদা আমাদের প্রিয় দাদার লেখা কবিতাটি আপনি এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন শুনে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আপনার কবিতা আবৃতি শুনেছি। আপনি কিন্তু দারুণ কবিতা আবৃতি করেন। অসাধারণ হয়েছে দাদা।
প্রথম প্রেমের কথাটাই তো আলাদা দিদি। ধন্যবাদ 🙏🥰
দাদার কবিতাগুলো বেশ ভালো লাগে।বাহ্ দাদা আপনি তো বেশ ভালো আবৃত্তি করেন।আজকের আবৃত্তি টা বেশ দারুন লেগেছে।স্বপ্নে সিন্ড্রেলা,রাপুনজেল ও স্নো হোয়াইট এতজন আসলে কেমনে হবে😜😜।পরে সবাই তো মারামারি করবে।
মারামারি করলে মন্দ হবে না। খিক খিক। নিজেকে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে।
চমৎকার আবৃতি করেছেন দাদা। আসলে কবিতা আবৃতি হলো একটা শিল্প। এই শিল্পকে ফুটিয়ে তোলা এত সহজ না। কিন্তু দাদা আপনার কন্ঠে কিন্তু কবিতাটা অসম্ভব রকমের ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে।
কথাটা দারুন বলেছেন। আবৃত্তি হলো শিল্প। ধন্যবাদ আজিজুল দা 🥰
এর আগে কখনো আপনার কবিতা আবৃত্তি শোনা হয়নি, তবে আপনার কবিতা আবৃত্তি টি শুনে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি আবৃতি শোনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
ধন্যবাদ সায়মা দি। কতটা পারছি তা জানিনা তবে চেষ্টা চলতেই থাকবে। 🙏