পায়ে পায়ে কলকাতা: পর্ব ২৭steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

নিডারিয়া পর্বভুক্তের বিষাক্ত জেলিফিশের পাশে যেতেই সমুদ্রতলের প্রাণীদের কিছু ঝলক পেলাম। পৃথিবীর আশ্চর্য এই সামুদ্রিক প্রাণীটি অ্যান্থজোয়া শ্রেনীভূক্ত, নাম প্রবাল বা কোরাল। এরা সমুদ্রের তলায় পলিপ তৈরি করে বড়ো বড়ো কলোনি বানায়। প্রতিটি প্রবাল পলিপ গঠন করার পর নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, তার ফলে পলিপের চারপাশে শক্ত পাথুরে খোলস বা বহিঃকঙ্কাল তৈরি হয়। যেটা প্রবালের মৃত্যুর পরেও রয়ে যায়। যদিও এই বহিঃকঙ্কালের উপরেই আবার নতুন করে কোরাল তৈরি হয়। সমুদ্র দূষণের ফলে আজ এরা খুবই ক্ষতিগ্রস্ত।

PXL_20230326_163316513_copy_1209x907.jpg

প্রবালের মত সুন্দর নিশ্চল প্রাণীদের দেখার পরে যেটা নজরে এলো সেটা দেখে আমাদের প্রত্যেকের গা ঘিন ঘিন করে ওঠে। আর তা হলো প্লাতিহেলমিনথিস ও নিমাটোডা পর্বভুক্ত প্রাণী। যা আমরা চিনি চ্যাপ্টা কৃমি ও গোল কৃমি নামে। মূলত এরা পরজীবী হয় এবং বিভিন্ন প্রাণীদের দেহে বসবাস করে জীবন কাটায়। যেমন মানুষের দেহে কয়েকশো প্রজাতির কৃমি দেখতে পাওয়া যায়। অনেকাংশে ক্ষতি কারক না হয়ে উঠলেও কিছু কিছু ক্ষেত্রে এরা মানুষের প্রাণ নিতেও সক্ষম। পৃথিবীতে প্রায় ২৫ হাজারের বেশি প্রজাতির কৃমি দেখতে পাওয়া যায়, তার মধ্যে ভারতেই রয়েছে প্রায় তিন হাজার প্রজাতি।

PXL_20230326_163307415_copy_1209x907.jpg

PXL_20230326_163301309_copy_1209x907.jpg

PXL_20230326_163304459_copy_1209x907.jpg

এরপর পেলাম এনিলিডার বা অঙ্গুরিমল পর্বের প্রাণীদের ঝলক। এদের মধ্যে বেশিরভাগ প্রজাতির প্রাণী আমাদের সহায়তায় আসে তবে কিছু আবার ক্ষতিও করে। বিশেষ করে আমার একটি অপছন্দের প্রাণী জোঁক। যেকোনো ধরনের জোঁক দেখলেই আমার খুব গা শিউরে ওঠে। এদের অবাধ বিচরণ। পৃথিবীতে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী প্রায ১৭ হাজার। তার মধ্যে ভারতের বর্তমান হাজারের অল্প বেশি প্রজাতি।

PXL_20230326_163252849_copy_1209x907.jpg

PXL_20230326_163257781_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 9 months ago 

পৃথিবীতে মোট ২৫ হাজার কৃমির মধ্যে ভারতেই পাওয়া যায় ৩ হাজার প্রজাতির কৃমি। তথ‍্যটা জানা থাকল। প্রবাল বা কোরাল শব্দটা আগেও শুনেছি। আমাদের সেন্ট মার্টিন দ্বীপেও পাওয়া যায় এগুলো সম্ভবত। এছাড়া আরও কিছু বিশেষ শ্রেণির প্রাণী সম্পর্কে জানতে পারলাম আপনার এই পোস্ট থেকে। অসাধারণ ছিল এই পর্বটা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67083.87
ETH 3502.60
USDT 1.00
SBD 3.13