সিমস ব্যাটারি নিয়ে কেলেঙ্কারি

in আমার বাংলা ব্লগlast year

GridArt_20230611_000421743_copy_1228x818.jpg

নমস্কার বন্ধুরা,

চাইলেই কি অশান্তি পিছু ছড়ানো যায়। আমার অবস্থা হয়েছে অনেকটা সেরকমই। কদিন আগে আমি আমার ল্যাপটপের নতুন একখানা ব্যাটারি লাগিয়ে নিয়েছি তা দিয়ে যথারীতি সমস্ত কিছু ঠিকঠাক চলছে। ব্যাটারি সমস্যার সমাধা। যেরকম টা আশা করেছিলাম ঠিক তেমনটাই সার্ভিস পাচ্ছি, ব্যাটারি একবার চার্জ হলে প্রায় চার ঘন্টা চলে যায়। কিন্তু শান্তি কি সহ্য হয়? ল্যাপটপ হঠাৎ করে ফের বেগর ভাই করল। ক'দিন ধরেই কম্পিউটার চাপা হওয়ার সময় লেখাটা ভেসে উঠেছিল। প্রথম প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি কারণ এন্টার করলেই কম্পিউটার খুলে ফেলা যাচ্ছিলো, সমস্ত কিছু আপাত দৃষ্টিতে ঠিক।

কিন্তু একদিন ল্যাপটপ চালিয়ে বুঝলাম যে উনি গত রাতে যে সময়ে অফ হয়েছিলেন আজকে অন হয়েও সেই একই সময় দেখাচ্ছেন। কিছু যখন বুঝে উঠতে পারলাম না তখন সার্চ করতে উদ্যত হলাম, সেখানে দেখি ইন্টারনেট কানেক্ট হচ্ছে না। বাধ্য হয়ে মোবাইলের দারস্ত হলাম, একটু ঘাঁটাঘাঁটি করে অনেক ধরনের ফিক্স পেলাম, ঘন্টাদুয়েক ধরে সেগুলো এক এক করে করলাম। কিন্তু না সারা শব্দ নেই, আগের মতই দেখায়। ঠিক তখনই লক্ষ্য করলাম যে ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্ট হতেই সময়টা ঠিক হয়ে গেলো।

বুঝতে আর বাকি রইল না আমার, কোন মহাশয়ের সমস্যা। তবে ধারণাটা প্রথমেই করা আমার উচিত ছিল যখন ল্যাপটপ অনের সময় "সিমস চেকসাম এরর" দেখিয়েছিল। আর ফিক্স করার চেষ্টা করলাম না, কারণ বুঝতেই পারলাম কম্পিউটারের সিমস ব্যাটারিটা গেছে।

PXL_20230603_221650070_copy_1209x907.jpg

PXL_20230603_221513261_copy_1209x907.jpg

ফটাফট ইউটিউবে দেখে নিলাম যে কিভাবে সেই ব্যাটারি বদলানো যাবে। সাথে পাশের এক দাদাকে ব্যাটারিতে আনানোর জন্য বলে দিলাম। অনলাইনে দাম দেখে সেখান থেকে কিনবার ইচ্ছা হলো না। যাক সকালে বলেছি রাত্রি বেলাতেই ব্যাটারি এসে হাজির।

PXL_20230603_220854108_copy_1209x907.jpg

PXL_20230603_220858995_copy_1209x907.jpg

ব্যাটারি এসেছে জেনে সোজা দোকানে ল্যাপটপ নিয়ে হাজির হয়ে গেলাম। আগে থেকে সিমস বদলাবার পদ্ধতি দেখে সেখানে কারো হেল্প লাগলো না। নিজে নিজেই কম্পিউটারের হার্ড ড্রাইভের উপরের কভারটা খুলে ফেললাম। তারপর সেই পুরাতন সিমস ব্যাটারি খুলে নতুন ব্যাটারিটা লাগিয়ে ফেললাম। তারপর ল্যাপটপ অন করতেই অরামসে খুলে গেলো, আর সেই "সিমস চেকসাম এরর" দেখাচ্ছে না। শান্তি পেলাম। পর পর দুখানা ব্যাটারি খারাপ হলো এমত অবস্থা নিয়ে কার মাথা ঠান্ডা থাকে। শেষমেশ ঝটপট ঠিক করে নেওয়া গেল এটাই অনেক ভেবে ল্যাপটপ কাঁধে তুলে বেরিয়ে পড়লাম।

PXL_20230603_221015920_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  

এত ব্যাটারি চেঞ্জ করে আর লাভ নেই নির্মাল্য দা নতুন একটা ল্যাপটপ কিনে নাও। হা হা হা... আমার ল্যাপটপ কিনেছি নতুন একটা এখনো পর্যন্ত এক বছর হয়নি। এখন দেখেছি যে ডিসপ্লে অন হচ্ছে না। আজকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, জানিনা এখন কত টাকার শ্রাদ্ধ হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67