১৫ স্টিম পাওয়ার আপ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে বছরের ছাব্বিশ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়ে পড়েছি।
স্টিমিট যাত্রার শুরু থেকে আমি পাওয়ার আপ করছি, তবে নিয়মিত পাওয়ার আপ শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার পর থেকে। ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম পাওয়ার আপের পথ চলা। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করার ফলস্বরূপ গত ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁয়ে ফেলি। প্রাথমিক লক্ষ্যে পৌঁছে যাবার পর ফের নতুন লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোতে শুরু করি। যার ফল স্বরূপ ২০২২ সালেই আমি ট্রিপল ডলফিন হওয়ার আমার দ্বিতীয় লক্ষ্যে পৌঁছে যাই। আর এসব কিছুই সম্ভব হয়েছে RME দার ভালোবাসা ও আশীর্বাদে।
নতুন বছর নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন ভাবে লক্ষ্যমাত্রা নিলাম। সেই লক্ষ্যমাত্রা ঠিক করে ফের পাওয়ার আপের পথচলা শুরু করলাম। নতুন লক্ষ্য, ২৫০০০ SP অর্থাৎ ফাইভ ডলফিন। আমার ইচ্ছে টার্গেট ডিসেম্বর-৩ শেষ হওয়ার আগে ২৫ হাজার SP পূর্ন করে ফেলা। আশা করছি ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসা দুটো মিলিয়ে আমার কাঙ্খিত লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যাবো।
আজ আমার পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ২৩,৮০১ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ গিয়ে দাড়ালো ২৩,৮১৬ SP তে।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ২৩,৮০১। (Before Power Up my Steem Power was 23,801 SP)
- ১৫ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 15 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ২৩,৮১৬। (After Power Up my Steem Power is 23,816 SP)
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনি শুরু থেকেই পাওয়ার আপ করে চলেছেন। প্রতিনিয়ত আপনার পাওয়ার আপ পোস্ট দেখলে ভীষণ ভালো লাগে। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
দাদা আপনাদের এই ছোট ছোট পাওয়ার আপ গুলো কিন্তু আমাকে আরও বেশী উৎসাহিত করে তুলে। প্রতি সপ্তাহেই আপনি দেখছি ছোট ছোট করে পাওয়ার আপ করেই চলছেন। আর এভাবেই আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে অনেক ধাপ এগিয়ে যাচ্ছেন। শুভ কামনা রইল আপনার প্রতি।
টার্গেট ডিসেম্বর সিজন ৩ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন দাদা। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার বেশ ভালো লেগেছে। আমরা সকলেই জানি এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করতে হলে নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করা উচিত। এভাবে এগিয়ে যান তাহলে অনেক দূর গিয়ে পৌঁছাতে পারবেন দাদা।
দাদা আপনি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করে চলেছেন। এই ছোট্ট ছোট্ট পাওয়ার আপ এক সময় আমাদেরকে অনেক বড় সফলতা এনে দিবে। সেই অগ্রযাত্রা আমরাও চলমান রেখেছি ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি দেখে।
আপনি আপনার নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা দেখে ভালো লাগলো। আপনার নতুন লক্ষ্য ২৫০০০ এসপি অর্থাৎ 5 ডলফিন হওয়া, এটা জেনে ভালো লাগলো। আপনি যদি ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই সামনের দিকে এগিয়ে যান, তাহলে আশা করছি সবার ভালোবাসা পেয়ে নিজের কাঙ্খিত লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজের জন্য এবং নিজের লক্ষ্যে খুব দ্রুত পৌঁছানোর জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। এভাবেই এগিয়ে যান।
প্রিয় দাদা আপনি ১৫ই স্টিম পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে আপনার নির্ধারিত লক্ষ্য ২৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে আরো একধাপ এগিয়ে গেলেন। আমি আশা করি, আপনি এভাবেই নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটি নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ করতে সক্ষম হবেন।