ভোট মরশুমের নেমতন্ন

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

বিয়ে থামার যেন কোনো লক্ষণই নেই। বছরের যে কোন সময়ে বলাও চলে বছরের প্রায় সব সময় এখন বিয়ে হয়। যেদিন লগ্ন সেদিনই বিয়ে। ভালো দিনক্ষণ বাছার সময় নেই। বিগত দু-তিন বছরে যে পরিমাণে বিয়েতে বা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি সেটা হয়তো এখন আর হাতে গোনা সম্ভব নয়। মাঝেমধ্যে কিছু বিয়েতে যাওয়াও সম্ভব হয়নি কারণ একই দিনে দু তিন খানা বিয়ে পরেছে। ভোট হওয়ার পরদিন হঠাৎ রোববার রাত্রে শুনলাম বিয়ের নিমন্ত্রন্ন আছে। ভোটের মরশুমে কেউ বিয়ে করতে পারে সেটা আমার আশ্চর্য লেগেছিল। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, ভালো খাওয়া-দাওয়ার কথা সেজন্য আমি খুব একটা চিন্তা ভাবনা করে চলে গেলাম।

গ্রামের বিয়ের মধ্যে এক অদ্ভুত আতিথেয়তা থাকে আশপাশের মানুষজন দের চিনি কিংবা পরিচিত না হলেও তারা দু'দন্ড দাঁড়িয়ে কথা বলে। সেজন্য গ্রামের বিয়ে গুলো শহরের থেকে হয়তো আয়োজনে কম হতে পারে কিন্তু তারা শহরের মানুষের থেকে আতিথেয়তা দিক থেকে অনেকটাই ভালো করে। ভোটের মরশুম তাই একটু আগেই যাওয়া হয়েছিল।

বিয়েতে গিয়ে কোনোমতে নতুন বিবাহিতদের হাতে উপহার তুলে সোজা চলে এলাম খাওয়ার জায়গায়। যেখানে আমি মূলত খাবার নামক জিনিসে শান্তি খুঁজে পাই। সিট পেয়ে বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই সামনে খাবারের প্লেট চলে এলো। সাথে পাতলা করে কাটা আলু ভাজা বাদাম ভাজা লেবু স্যালাড চলে এলো। দু একটা করে আলু পাপড় মুখে দিয়েছে সাথে সাথে মুড়িঘন্টা চলে এলো, যেটা ছিল সিলেবাসের বাইরে। হাঃ হাঃ।

থালার গুলো খেতে না খেতেই ফটাফট ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাতলা করে কাটা সবজি চচ্চড়ি চলে এলো। বেশ সময় করে সেগুলো খেয়ে শেষ করেছি কি করিনি খাসির মাংস চলে এলো। কি আর করা বাধ্য হয়ে গপাগপ করে ডাল চচ্চড়ি খেয়ে নিয়ে আরো এক চামচ ভাত এবং খাসির মাংস নিয়ে নিলাম।

খাসির মাংস শেষ করতেই দু ধরনের মিষ্টান্ন, দই এবং চাটনি এসে হাজির।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

দাদা আপনি ঠিকই বলেছেন, শহরের বিয়ে গুলো খুবই জাঁকজমকপূর্ণ হতে পারে তবে সেখানে আতিথিয়তার কমতি থেকে যায়। অন্যদিকে গ্রামের বিয়েতে আয়োজন কম হলেও আতিথিয়তার কোন কমতি থাকে না। যাই হোক দাদা, বিয়ের নেমন্তন্ন পেয়ে মুখরোচক সব খাবার খেয়ে পেট তো বেশ ভালই ভরিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, বিয়ের নেমন্তন্ন পেয়ে সেখানে কাটানো সুন্দর সময় টুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

নেমতন্ন পেলে ছাড়া যায় না। হাঃ হাঃ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66740.62
ETH 3336.11
USDT 1.00
SBD 2.72