জুলাই মাসে শরৎকালের অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

জুলাই মাসে শরৎকালের অনুভূতি! হ্যাঁ! ঠিকই পড়ছেন, মধ্য জুলাই যেন শরৎকালের মতোই লাগছে। সবাইকে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খোলসা করে বলছি! আসলে ভারতের বিভিন্ন রাজ্য ধীরে ধীরে ক্ষরা পরিস্থিতির দিকে এগোচ্ছে। আমাদের রাজ্যেও তার ভিন্নতা নেই, মানুষ চাতক পাখির ন্যায় বর্ষার অপেক্ষা করছে। জুলাই মাসে যেখানে আমরা অঝোরে বৃষ্টি দেখি সেখানে এ বছরে আকাশে এক চিলতে বর্ষা মেঘের দেখা নেই।

প্রতিবছরই বর্ষাকাল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় কিন্তু এ বছরে জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেলেও বর্ষার দেখা নেই। গ্রামের দিকেই এর প্রভাবটা বেশি। আসলে এই সময়ে জমিতে ধান রোপন করা হয় আর সেখানে ধানের বীজতলা জলাভাবে কাঠের মতন হয়ে গেছে। বাইরে থেকে জল না দিলে ধানের গাছ বাঁচানো মুশকিল হয়ে পড়ছে। অন্যদিকে পাট চাষীদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে।

মুশকিল আরো শুরু হবে যদি আগামী সপ্তাহের মধ্যে ভারী মাত্রায় বৃষ্টিপাত না হয়। সবদিকে কৃষকরা ধানি জমিতে হাল চালিয়ে গোছগাছ করে রেখেছে, শুধু বৃষ্টির অপেক্ষা। বৃষ্টি হলেই পুরোদমে ধান লাগানোর কাজ শুরু হয়ে যাবে। জানিনা অবস্থার পরিবর্তন ঠিক কবে হবে তবে অনিশ্চয়তা ছাড়া আপাতত প্রাপ্তি বলতে কিছু নেই।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

যেহেতু গ্রামে আছি ঈদের ছুটিতে এমন দৃশ্য প্রতিদিনই দেখা হচ্ছে। আকাশের দিকে তাকালেই অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ছবি ক্যাপচার করেছেন ভাই। ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু সময় মত বৃষ্টি হচ্ছে না সময়মতো রোদ্দুর হচ্ছে না। আবহার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন কৃষকের বৃষ্টি দরকার অথচ দেখছেন বৃষ্টি হচ্ছে না যখন মানুষ ধান ঘরে তুলতে যাবে তখন বৃষ্টি শুরু হবে। হ্যাঁ সত্যিই বটে জুলাই মাসে শরতের ছায়া দেখা যাচ্ছে।

 2 years ago 

আমাদের এখানেও এখন বৃষ্টি নেই বললেই চলে। প্রচুর রোদ আর গরমের তো কোনো কুলকিনারা নেই। বৃষ্টি না হওয়ায় আসলে কৃষকদের বেশি ক্ষতি হচ্ছে। তবে আকাশের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। নীল আকাশের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য মুগ্ধ করে তোলেছে। এত সুন্দর এই আকাশে সৌন্দর্য যা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলা দেখে যে কেউ নিঃসন্দেহে বলবে এটি শরৎকালের আকাশ আসলে বর্ষাকাল আর এখন বর্ষাকালের মত মনে হচ্ছে না এত তাপমাত্রা মনে হচ্ছে গ্রীষ্মকাল

 2 years ago 

একদম ঠিকই বলেছেন ভাই এই সময়ে নীল আকাশে এভাবে সাদা মেঘ ভেসে বেড়ায় সেটা খুবই সুন্দর লাগে দেখতে তবে এই সৌন্দর্যটা মূলত শরৎকালে বেশি লক্ষ্য করা যায়। তবে দুঃখের কথা কি বলবো ভাই এ বছরে তুলনামূলক বৃষ্টি অনেক কম যার কারণে কৃষকেরা চাইলেও বৃষ্টির পানিতে জমি ভিজিয়ে ধান চাষ করতে পারছে না।

 2 years ago 

আমি ভাবতাম বৃষ্টি হলেই আরো বেশি সমস্যা হয়।

 2 years ago 

অও,ফটোগ্রাফিগুলি দুর্দান্ত দাদা।সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে তুলোর মতো।আর আমার কাছে তো শরৎকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে গরমকাল।
দাদা নিচের ফুল বাগানটি কোন ফুলের?

 2 years ago 
ঠিকই বলেছ দাদা। এ যেন একেবারে প্রকৃতির ভেলকি। কিন্তু আসলেই এটি হলো ভবিষ্যতের জন্য এক অশনী সংকেত। মানুষ নিজের পাপের ফলই নিজে ভোগ করছে। ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর অবস্থা মোটেই ভালো নয়, ভবিষ্যতের জন্য কঠিনতম দিন অপেক্ষা করে আছে। এখনো হাতে অল্প কিছু সময় আছে, মানুষ যদি এখন থেকেই সচেতন না হয় তাহলে কেউ রক্ষা করতে পারবে না।
 2 years ago 

আমাদের এখানে কৃষক ভাইয়েরা ধান লাগাতে পারছে না বৃষ্টি না হওয়ার ফলে। আকাশের দৃশ্য যেন মনে হচ্ছে এখন শরৎকাল চলে এসেছে। বর্ষার সময় বৃষ্টি না হওয়া বড়ই যন্ত্রণা কৃষক শ্রেণীর মানুষের জন্য। তবে প্রচন্ড গরম আর রোদ অতিষ্ঠ করে তুলেছে সর্ব শ্রেণীর মানুষের।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.19
ETH 2613.30
USDT 1.00
SBD 2.67