পুজো পরিক্রমা ২০২৩ : সিমলা ব্যায়াম সমিতি

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা,

মানিকতলার দুই পুজোয় বাঙালি জীবনে হারিয়ে যেতে বসা জিনিস গুলোর সাথে ফের পরিচিত হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিমলা ব্যায়াম সমিতিতে। ভারতীয় স্বাধীনতা আন্দোলন নিয়ে যারা ধারণা রাখেন তারা নিশ্চয়ই সিমলা ব্যায়াম সমিতির নামটা শুনেছেন। কারণ সিমলা ব্যায়াম সমিতির নামে প্রত্যক্ষভাবেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত। সেই সময়ে বিপ্লবীদের আনাগোনা লেগেই থাকতো সিমলা ব্যায়াম সমিতিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেও সিমলা ব্যায়াম সমিতির পুজোর সভাপতিত্ব করেছেন। শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজোকে কলকাতার আদিতম সার্বজনীন পুজো বলা হয়।

PXL_20231019_183858118_copy_1209x907.jpg

PXL_20231019_183642223_copy_1209x907.jpg

সিমলা ব্যায়াম সমিতি ইংরেজদের আমলে তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ১৯২৬ সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর হাত ধরে শুরু হওয়া সিমলা ব্যায়াম সমিতি সেই বছর থেকেই তাদের সার্বজনীন দুর্গাপুজা শুরু করে। স্বাধীনতা আন্দোলনে যেহেতু শরীরচর্চার দিকে বিশেষ খেয়াল দেওয়া হতো সেই জন্য অনেক বিপ্লবীই সিমলা ব্যায়াম সমিতিতে যোগদান করেন এবং স্বতঃস্ফূর্তভাবে দুর্গা পুজোতে করতেন। এমনকি বিপ্লবী কাজকর্মের সাথে জড়িত থাকার জন্য সিমলা ব্যায়াম সমিতিকে ইংরেজরা দু বছর বেআইনি হিসেবেও ঘোষণা করে। সিমলা ব্যায়াম সমিতির পুজোতে যেমন নেতাজি নিজে সভাপতিত্ব করেছিলেন তেমনি স্বামী বিবেকানন্দের পাড়া হওয়ার কারণে স্বামীজির দাদাও এই পুজোতে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন।

PXL_20231019_183729573_copy_1209x907.jpg

PXL_20231019_183737054_copy_1209x907.jpg

PXL_20231019_183741333_copy_1209x907.jpg

নেতাজির পুজো নামে খ্যাত ৯৮ বছরে পদার্পণ করা ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো থিমের স্রোতে না ভেসে নিজেদের সাবেকিয়ানা বজায় রেখেছে। এবারে তাদের মন্ডপ মহীশূর প্যালেসের আদলে তৈরী। সিমলা ব্যায়াম সমিতির মাঠ থাকায় তাদের মণ্ডপের আশপাশে ছোট একটা মেলাও বসে। মন্ডপের ভেতরে রামায়ণের বিভিন্ন পর্বের চিত্রাংকন করা রয়েছে। আর রয়েছে বিশাল ঝাড়বাতি। সব কিছুর মাঝে সিমলা ব্যায়াম সমিতির পুজোর মূল আকর্ষণ তাদের মাতৃ প্রতিমা।

PXL_20231019_183707457_copy_1209x907.jpg

PXL_20231019_183724639_copy_1209x907.jpg

মণ্ডপের মাঝে মা দুর্গা বিরাজমান। প্রতিমা পাঁচ চালার। বড় টানা চোখে, সাবেকি সাজে ঝলমল করছেন মা। দোতলা বাড়ি সম উচ্চতার মাতৃ প্রতিমা দেখেই প্রাণ জুড়িয়ে যায়।

PXL_20231019_183751321_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 7 months ago 

নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেও সিমলা ব্যায়াম সমিতির পূজার সভাপতিত্ব করেছেন।

দারুণ একটি তথ্য জানতে পারলাম দাদা। সিমলা ব্যায়াম সমিতি তো চমৎকার আয়োজন করেছে দেখছি। বিশাল ঝাড়বাতি টা দেখতে খুবই সুন্দর লাগছে। তাদের মূল আকর্ষণ মাতৃ প্রতিমা ও দারুণ হয়েছে। সবমিলিয়ে প্রতিটি ফটোগ্রাফি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41