আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪ : পর্ব ৪

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা,

ছোট বড় প্রকাশনী গুলোর মধ্য দিয়ে এক নাম্বার গেটের সামনেটা পুরো ঘুরে নিলাম। মাঝে ভেবেছিলাম বঙ্গ সাহিত্য কুটিরে একবার ঢুঁ মেরে আসবো কিন্তু সেখানে পাঠকের ভিড়ে দেখে যাওয়ার খুব একটা সাহস হলো না। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম। সন্ধ্যা বাড়ার সাথে সাথে বইমেলাতে পাঠক ও ঘুরতে আসা লোকের সংখ্যা বাড়তে শুরু করলো। তার মধ্যে দিয়েই পৌঁছে গেলাম অদ্বৈত আশ্রমের স্টলের সামনে। স্বামী বিবেকানন্দের নির্দেশিত শতবর্ষের পুরনো এই প্রকাশনী সংস্থাটি মূলত অদ্বৈতবাদের উপরে অধ্যয়ন এবং তার সংক্রান্ত বই পত্র প্রকাশন করে থাকে।

PXL_20240120_173116314_copy_1209x907.jpg

PXL_20240120_173238853_copy_1209x907.jpg

বেলুড় মঠের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই প্রকাশনী সংস্থাটি বাংলা ইংরেজি সব ভাষাতেই অদ্বৈতবাদের বিভিন্ন লেখা প্রকাশ করে থাকেন। এবং অদ্বৈতবাদ সম্পর্কে ধারণা আমি এই প্রকাশনীর বিভিন্ন বই পত্র থেকেই পেয়েছি। স্বামী বিবেকানন্দের নানান লেখা থেকেই মূলত অদ্বৈতবাদের চিন্তাভাবনা জনসমক্ষে পরিচিতিতে আসে। স্বামীজি চেয়েছিলেন সেই বিষয়টিই যেন বিশ্বের দরবারে পৌঁছে যায় সেই উদ্দেশ্য নিয়েই এই প্রকাশনীর প্রতিষ্ঠা। স্টলে যে সমস্ত বই পত্র হাতে তুললাম ও পড়লাম সবই নিজের আত্মচেতনার উপরে। যদিও আমি স্বামী অভেদানন্দের কাশ্মীর ও তিব্বত
ভ্রমন বইটি সংগ্রহে নিলাম।

PXL_20240120_173338199_copy_1209x907.jpg

PXL_20240120_173249209_copy_1209x907.jpg

PXL_20240120_173157074_copy_1209x907.jpg

অদ্বৈত আশ্রম থেকে একটি বই সংগ্রহ করে আমি চলে গেলাম তার পাশেই থাকা ভারত সেবাশ্রম সংঘের স্টলে। স্বামী প্রণবানন্দজী মহারাজের হাত ধরে তৈরি হওয়া ভারত সেবাশ্রম সংঘ ভারতের অন্যতম মানব-হিতৈষী সংগঠন। যারা দরিদ্র এবং সাধারণ মানুষের যে কোন দুঃসময়ে সাহায্যের হাত রূপে এগিয়ে ধরেন। স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবনা থেকেই ভারত সেবাশ্রম সংঘের নিজেদের মাসিক পত্রিকা এবং বিভিন্ন বই গুলি প্রকাশনের জন্য তাদের প্রকাশনী গঠন করেন।

PXL_20240120_173733666_copy_1209x907.jpg

PXL_20240120_173806150_copy_1209x907.jpg

ভারত, বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়ে থাকা ভারত সেবাশ্রম সংঘ যে কোন প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন। যেমন ২০০৪ এর সুনামি কিংবা আমফান ও আয়লা সবেতেই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের পাওয়া গিয়েছে।

PXL_20240120_173828711_copy_1209x907.jpg

PXL_20240120_173816578_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 7 months ago 

হ্যাঁ দাদা সন্ধ্যার পর থেকে বইমেলা হোক আর অন্যান্য মেলা ই হোক না কেনো,মানুষের সমাগম বাড়তে থাকে। আপনি তো মোটামুটি অনেক গুলো স্টল ঘুরেছেন বই মেলায় গিয়ে। তাছাড়া ঘুরে ঘুরে বইও কিনেছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। সব মিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60045.81
ETH 2420.35
USDT 1.00
SBD 2.43