"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮ || শেয়ার করো তোমার সেরা ফ্রুট ডেজার্ট

in আমার বাংলা ব্লগlast month

d9c590e2755c1efa.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam ভাই

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি চলে এলাম আমার বাংলা ব্লগ এর আরো এক নতুন প্রতিযোগিতার ঘোষণা নিয়ে। "আমার বাংলা ব্লগ" এইবার তার ৫৮ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছে। আর এর পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, আমাদের সম্পূর্ণ এডমিন ও মড প্যানেল এবং সর্বোপরি আমার বাংলা ব্লগের সমস্ত সদস্যদের। সেই সূত্র ধরে আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী ভাগ করে নেবো।

আমার পোস্টের ব্যানার দেখে আপনারা নিশ্চই কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু। গরমের কারণে গ্রীষ্মকালের দুর্নাম থাকলেও একটি বিশেষ কারণে গ্রীষ্মের সুনামও রয়েছে, তা হলো ফল। আসলে গ্রীষ্ম যেমন ভাবে সাথে করে গরম বয়ে নিয়ে আসে তেমনি বয়ে নিয়ে আসে নানান রকমের ফল। আম, কাঁঠাল, তরমুজ, লিচু, বাঙ্গি থেকে শুরু আরো নানা ফল এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়, স্বাদ গ্রহণ করা যায়। অনেকের বাড়িতে আম, কাঁঠাল বা লিচু গাছই রয়েছে তারা তো সুযোগ পেলে গাছ থেকেই টপাটপ পেড়ে ফেলে। তবে যাদের বাড়িতে ফলের গাছ নেই তারাও আমের আস্বাদন বা লিচুর সুবাস কোনো কিছুই বাদ দেন না। গ্রীষ্মের ফলের সম্ভার তুলে ধরার সুযোগ করে দিতে আমার বাংলা ব্লগ -এর ৫৮ তম প্রতিযোগিতার বিষয় হিসেবে বেছে নেওয়া হয়েছে, ফ্রুট ডেজার্ট। ফল দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দের ডেজার্ট। যার স্বাদ আপনার পরিবারের মানুষ জন নেবেই তার সাথে আমরাও নতুন নতুন ডেজার্ট দেখতে পাবো।

প্রত্যাশা রইলো, আপনারা আমাদের সামনে সুন্দর সুন্দর বেশ কিছু ফ্রুট ডেজার্ট তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ২৩ শে মে, ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-58 #fruitdessert-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৩ শে মে ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 24 days ago 

অংশগ্রহণ ১৪

 last month 

বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফ্রুট ডেজার্ট পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি তো ফ্রুট ডেজার্ট ভীষণ পছন্দ করি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক মজার মজার ফ্রুট ডেজার্ট রেসিপি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ভাইয়া প্রতিবারের ন্যায় এবারও দারুন একটি প্রতিযোগিতা শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আগে থেকে রইলো অগ্রিম শুভেচ্ছা। সময় সুযোগ হলে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

জী দাদা এটা ঠিক বলেছেন গরমের কারনে সবাই গ্রীষ্মকালকে দুষারোপ করলেও এই গ্রীষ্মের মধ্যে দারুন দারুন ফল পাওয়া যায়। কারন গ্রীষ্ম কাল না আসলে এগুলো পাওয়া যেতো না। আমার বাংলা ব্লগ কমিউনিটি গ্রীষ্মের সুনাম রক্ষার্থে মনে হয় এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে,হা হা হা। যায়হোক আশা করি সবার নজরকারা ফ্রুট ডেজার্ট গুলো দেখতে পারবো। ধন্যবাদ।

 last month 

ভীষণ দারুণ একটি বিষয় কে কেন্দ্র করে এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ঠিক করা হয়েছে। আসলে গ্রীষ্মকালকে ভালোবাসার এই একটাই কারণ নানা রকমের রসালো ফলের মেলা যেন বসে গ্রীষ্ম কালে! দারুণ দারুণ সব ডেজার্ট আইটেম দেখার অপেক্ষায় রইলাম।

 last month 

প্রতিবারের নেয় এইবারও খুবই সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। গ্রীষ্মকাল মানেই হচ্ছে বিভিন্ন ফলের সমাহার। গরমের সাথে সাথে আসলেই গ্রীষ্মকাল নানাবিধ রকমের ফলের সমাহার নিয়ে উপস্থিত হয় আমাদের মাঝে। চেষ্টা করব আমিও এবার এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির প্রিয় দাদা সহ সবাইকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

 last month 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির প্রিয় দাদা সহ সবাইকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। দারুণ সব ডেজার্ট আইটেম দেখার অপেক্ষায় রইলাম। দেখে খুবই ভালো লাগবে। গ্রীষ্মের সময় আম, কাঁঠাল, তরমুজ, লিচু, বাঙ্গি ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এই ফল দিয়ে ফ্রুট ডেজার্ট রেসিপি তৈরি করা সম্ভব। আমি নিজেও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ‌।

 last month 

এই সময় অনেক ফল পাওয়া যায়। আর এই ফলগুলো খেতেও ভালো লাগে। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু দারুণ ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ধন্যবাদ আপনাকে দাদা দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবারের ন্যায় এবারও আপনি দারুন একটি প্রতিযোগিতা শেয়ার করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আশা করা যায় এবারও জমজমাট একটা কনটেস্ট হবে। দারুন সব ফ্রুট ডেজার্টের রেসিপি দেখতে পাবো।

 24 days ago 

জমজমাট আর হলো না 😅

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66551.16
ETH 3591.60
USDT 1.00
SBD 2.97