DIY - এসো নিজে করি : প্রজাপতির অরিগ্যামি // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

অনেকদিন পরে ফের আপনাদের কাছে নতুন একটা অরিগ্যামি নিয়ে হাজির হলাম। প্রায় কয়েকমাস বাদে অরিগ্যামি বানালাম তাই প্রথমে বেশ ভয় ভয় করছিলো কিন্তু রঙিন কাগজ হাতে নিতেই সব যেন আগের মতোই মনে হলো।

বহুদিন অরিগ্যামির সাথে যোগাযোগ নেই তাই প্রথমে ভেবে পাচ্ছিলাম না কি বানানো যেতে পারে। ভেবে কুল না পেয়ে ইউটিউব খুলে অরিগ্যামি সার্চ করলাম, চলে এলো প্রজাপতির অরিগ্যামি। যাক কথা আর বাড়ালাম না সোজা হাতের কাজে চলে যাই।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাগজ কাটার
  • কাঁচি
  • রাবার
  • পেনসিল কাটার


ধাপ ১:

  • প্রথমে একটা কাগজ নিয়ে আয়তকার ভাবে কেটে নেবো। কাগজ কেটে নেয়ার পর মাঝখান দিয়ে ভাজ করে দেবো।


ধাপ ২:

  • কাগজটাকে ভাঁজ করে নিয়ে কাগজের মাঝখানে বৃত্ত এঁকে নেবো।


ধাপ ৩:

  • বৃত্ত বরাবর কাগজটিকে কেটে নিতে হবে।


ধাপ ৪:

  • কাগজের বৃত্ত গুলো ছোটো ছোটো ভাঁজ দেওয়া শুরু করবো।


ধাপ ৫:

  • ছোটো ছোটো করে অনুরূপ ভাবে ভাঁজ করে নিলাম।


ধাপ ৬:

  • তারপর লম্বা করে একটি কাগজ কেটে সেটিকে দুই ভাগে ভাজ করে নিয়ে মাথার দিকটা অল্প পেঁচিয়ে দিলাম।


ধাপ ৭:

  • ভাঁজ করা করা কাগজ গুলোকে পুনরায় দুটি ভাগে ভাঁজ করে নেবো তারপর আঠার দিয়ে দুটি কাগজকে একত্রে জুড়ে করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেলো প্রজাপতির অরিগ্যামি।


প্রজাপতির অরিগ্যামি

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যাই, দেখি যদি প্রজাপতিটা স্বাধীন করা যায়। 🙏🏾




Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

খুব সহজে রঙিন কাগজের ভাজে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন বিশেষ করে প্রজাপতির সামনের দিকে থাকা মাথার দিকের এন্টিনা আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

কাগজ পেঁচিয়ে দিতেই হয়ে গেলো। 😆

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের প্রজাপতি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রজাপতি শেয়ার করার জন্য।

 3 years ago 

গোলাপি কাগজ ক্যামেরার কল্যানে লাল হয়ে গেছে 😆!

 3 years ago 

দাদা আপনি রীতিমত সব কাজে পারদর্শী। প্রজাপতির অরিগামি বেশ দারুন ছিল। দারুণ দক্ষতায় সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সব কাজ পারলে তো হতই! তবে বলবো অরিগ্যামি করতে বেশ মজা লাগে।

 3 years ago 

ওয়াও দাদা আপনার তৈরি করা প্রজাপতির অরিগ্যামি টি অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

ধন্যবাদ সংগ্রাম ভাই 🤗

 3 years ago 

প্রজাপতির এই অরিগামিটা দেখতে অনেক ভালো লাগে অনেকেই বানায়। আমিও অনেক আগে এটি বানিয়েছিলাম আপনার থেকে আমারটা বেশী সুন্দর হয়েছিল হাহাহা। আপনিও খুব সুন্দর করে বানিয়েছেন ।আসলে কাগজ দিয়ে যেকোনো জিনিস বানানো দেখতে ভালই লাগে আপনারটাও অনেক ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

আমিও নিশ্চিত আপনারটাই বেশি ভালো ছিলো 😌। আমার হাতের কাজ তো বিশেষ নিখুঁত না 😁

 3 years ago 

ওয়াও ভাইয়া, রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে প্রজাপতি অরিগ্যামি তৈরি করেছেন, সত্যি ভাইয়া অরিগ্যামি প্রজাপতি দেখার মত ছিলো, এবং প্রজাপতি তৈরি করার ধাপ সমূহ গুলো খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ রুবায়েত ভাই 🤗

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতি টি তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে । খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন । ধাপগুলো উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ধন্যবাদ রাজু ভাই 🤗

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন দাদা। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজের সব ধরনের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ রবিউল ভাই 🤗

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করলেন। আপনার প্রজাপতি তৈরি করা উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল দাদা।

 3 years ago 

ধন্যবাদ রায়হান ভাই 🤗

 3 years ago 

প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই
এমনও রঙিন পাখা

আপনার প্রজাপতির কিন্তু দাদা পাখা ছোট। তবে প্রজাপতির অরিগ‍্যামীটা দারুণ তৈরি করেছেন। বেল ভালো লাগে এই অরিগ‍্যামী এর কাজ। কাগজের ভাজের খেলা।।

 3 years ago 

পুষ্টির অভাব হয়েছিলো তাই 😁

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62852.17
ETH 2463.87
USDT 1.00
SBD 2.64