৩০ স্টিম পাওয়ার আপ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি আমার বছরের ১১ তম পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি।
স্টিমিট যাত্রার পর থেকেই আমি পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত রূপে শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। সেই লক্ষ্যে পৌঁছে ফের সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সাল শুরু হওয়ার পর টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন লক্ষ্যমাত্রা নিলাম ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা আমি বিগত ১৫-ই নভেম্বর ২০২৩ তারিখে পূর্ন করেছি। আর এসব কিছুই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
নতুন বছর শুরু হতেই তাই নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে বছর শুরু হওয়ার সাথেই আমিও পাওয়ার আপের পথচলা শুরু করে দিলাম। ২০২৪ সালে আমার লক্ষ্য ৪০,০০০ SP অর্থাৎ এইট ডলফিন। আমার ইচ্ছে রয়েছে ২০২৫ সাল শুরু হওয়ার আগেই অন্তত ৪০,০০০ SP পূর্ন করা। আশা করছি ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসা মিলিয়ে আমি আমার কাঙ্খিত লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যাবো।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৩৭,১৭৮ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৩৭,২০৮ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৩৭,১৭৮। (Before Power Up my Steem Power was 37,178 SP)
- ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ৩৭,২০৮। (After Power Up my Steem Power is 37,208 SP)
আজকের মতো বিদায় জানালাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
দাদা পাওয়ার আপ পোস্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি কিন্তু প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে যাচেছন। যা দেখে আমরাও বেশ উৎসাহিত হয়ে থাকি। ধন্যবাদ দাদা ধারাবাহিক পাওয়ার আপ করার জন্য।
এগারো তম পাওয়ার আপ নিয়ে আজকে আপনি আমাদের সামনে হাজির হয়েছেন দাদা । পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা। আপনার লক্ষ্য৪০,০০০ SP পূর্ন করা। দোয়া করি আপনি খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান । ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।
ধারাবাহিক পাওয়ার আপের এ সপ্তাহে আপনি দাদা ৩০ স্টিম পাওয়ার আপ করলেন। আপনার পাওয়ার আপ করার ধারাবাহিকতা দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম। এক সময়ে এমন ছোট ছোট ধারাবাহিকতা গুলো আমাদের একাউন্ট কে অনেক দূর নিয়ে যাবে। শুভ কামনা রইল আপনার জন্য।
কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধি করা মানেই নিজের অবস্থান শক্ত করা আর নিজের অবস্থান শক্ত করার ব্যাপারে এখন সকলেই অনেক বেশি সচেতন। আপনার প্রতি সপ্তাহের এই পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সেই সাথে অনুপ্রাণিত হই। আমিও চেষ্টা করি পাওয়ার বৃদ্ধি করার, শুভকামনা রইল আপনার জন্য দাদা।
সত্যি বলতে দাদা আপনাদের পাওয়ার আপ দেখলে অনেকে অনুপ্রেরণা পায়। তবে আপনার মত আমারও শখ রয়েছে ২০২৫ সাল শুরু হওয়ার আগেই ৪০,০০০ এস,পি পূর্ন করা।যাইহোক দাদা শুভকামনা রইল ভালো থাকবেন।
আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করা। আমরা যারা পাওয়ার বৃদ্ধি করব আমাদের আইডির সক্ষমতা বৃদ্ধি হবে। আর আইডি সক্ষমতা বৃদ্ধি হলে আমরা খুব সহজেই বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারব এবং ভালো পরিমাণে আর্নিং করতে পারব। ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি করতে দেখে।
দাদা আপনি আজকে আমাদের মাঝে টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে ৩০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আসলে আমার বাংলা ব্লগের প্রত্যেক ইউজার বুঝতে পেরেছে পাওয়ার আপ কতটা গুরুত্বপূর্ণ সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক ইউজার পাওয়ার আপ এর দিকে বেশ আগ্রহী হয়েছে। আশা করি আপনিও নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন খুব সহজেই চল্লিশ হাজার স্টিম পাওয়ার পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
বেশ বড় লক্ষ মাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ৩০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।
আপনাকে আমরা পাওয়ার আপ দাদা বলে চিনতাম।সেই ধারা এখনো বয়ে চলতেছেন। ভীষণ ভালো লাগতেছে দাদা।আপনি আস্তে আস্তে বেশ ভালো পরিমাণ এমাউন্ট পাওয়ার আপ করে ফেলেছেন। আপনাকে দেখে ভীষণ অনুপ্রেরণা পাচ্ছি।আপনি যেন আস্তে আস্তে আপনার লক্ষে পৌঁছাতে পারেন এই কামনা করি। আমরা পাওয়ার আপ কে ভালবাসি দাদা।
অবশ্যই আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার তাদের আশীর্বাদের কারণেই আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। আপনি আজকে ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। আমি আশা করছি ২০২৫ সালের আগেই আপনার ৪০ হাজার এসপি পূরণ হয়ে যাবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।