পুজো পরিক্রমা ২০২৩ : টালা প্রত্যয়

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা,

মহা ষষ্ঠীতে টালা বারোয়ারির পুজো দেখে সোজা চলে গেলাম টালা প্রত্যয়। পুজোর শুরু ক'দিন ধরে টানা প্রত্যয়ের পুজো মন্ডপ নিয়ে লোকমুখে অনেক চর্চা শুনছিলাম। সে জন্যই টালা প্রত্যয় যাওয়ার জন্য একটা আলাদা উচ্চাশা তৈরি হয়েছিল। টালা বারোয়ারি পুজো মন্ডপ থেকে টালা প্রত্যয়ের পুজো বিশেষ দূরে না হলেও তাদের মন্ডপের প্রবেশপথ অনেক ঘুরিয়ে ফিরিয়ে করার জন্য প্রায় দু কিলোমিটার হেঁটে তবে মন্ডপে প্রবেশপথের লাইনে পৌঁছলাম। কমপক্ষে সাড়ে সাতশো মিটারের লম্বা লাইন মানুষের ভীড়ে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছুটা সময় টালা প্রত্যয়ের লাইনেই কেটে গেলো। শেষ মুহূর্তে যখন পুজো মন্ডপে ঢুকলাম তখন শুধুই অবাক হওয়ার পালা। ৯৮ বছরে পদার্পণ করে টালা প্রত্যয়ের এ বছরের থিম "কহন"।

PXL_20231020_193712663_copy_1248x936.jpg

PXL_20231020_193915832_copy_1209x907.jpg

শিল্পী সুশান্ত পালের মস্তিষ্কপ্রসূত থিম আদবে তার শৈল্পিক জীবনের এক গ্যালারী বলা যায়। শিল্পী সুশান্ত পাল এ বছরে তার ৫০ তম দুর্গাপুজোর ভাবনা প্রস্ফুটিত করেছেন। ২৫ বছর ধরে কলকাতার দুর্গাপুজোর সাথে জড়িয়ে থাকার পর শিল্পী এবছর নিজের ভাবনা গুলোকেই মন্ডপে ফুটিয়ে তুলেছেন। শিল্পীর সাথে দুর্গাপুজোর যে আধ্যাত্মিক সম্পর্ক সেই ভাবনাই উপরে থিম। প্রত্যেকটা দুর্গাপুজোতেই আমরা বিভিন্ন থিমের মাধ্যমে কোন এক বিশেষ বিষয়বস্তুকে দেখে আসি অথচ শিল্পী মনের দিকটা আমরা কখনো দেখতে পাই না। শিল্পী মায়ের সাথে তার সম্পর্ককে এবারের টালা প্রত্যয়ে ফুটিয়ে তুলেছে।

PXL_20231020_194109935_copy_1209x907.jpg

PXL_20231020_194054652_copy_1209x907.jpg

PXL_20231020_194129312_copy_1209x907.jpg

টালা প্রত্যয়ের পুজোতে অনেকটা পথ পেরিয়ে যখন পৌঁছালাম তখন তো ভিড় দেখেই আসার পথে ফিরে যাওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু সেই মাত্র লাইন চলা শুরু করলে শেষমেষ দাঁড়িয়েই পড়লাম। মিনিট ৪৫ ভীড়ের মধ্যে দাঁড়ানোর পরে যখন মূল মণ্ডপে প্রবেশ করলাম তখন একটা কথাই মনে হলো যে, এতটা পথ হেঁটে এবং এতটা সময় লাইনে দাঁড়িয়ে থাকা সবটাই স্বার্থক। আলো-আঁধারির মন্ডপে কহনের ভাবনা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি চোখ ধাঁধা লাগিয়ে দেয়। অত্যন্ত ভিড়ের মধ্যে কোনমতো সবার সাথে মণ্ডপের অন্দরে যেতে থাকলাম। মন্ডপের উপরের অংশের পুরো কাজটাই করা হয়েছে টিন এবং বিভিন্ন ধাতুর ব্যবহারে। আলোক সজ্জা খুব সুন্দর ভাবে ফুটে তোলা। ভগবান শিব এখানে নটরাজ রূপে বিরাজিত আছেন।

PXL_20231020_194456715_copy_1209x907.jpg

PXL_20231020_194527877_copy_1209x907.jpg

নটরাজ রূপী শিব দেখে মূল মণ্ডপের গর্ভগৃহে পৌঁছে গেলাম। যেটা বলা চলে শিল্পীর মনের ভেতর যেখানে মা দুর্গার পায়ের কাছে স্থান নিয়েছে শিল্পী নিজেই।

PXL_20231020_194644962_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 6 months ago 

টালা প্রত্যয় এ বছরের থিম "কহন" এর মাধ্যেমে, শিল্পীর সাথে যে দুর্গাপুজোর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে সেই ব্যাপারটি বেশ সুন্দর ভাবে তুলে ধরেছে। এই বছর কলকাতায় গিয়ে আমার দুর্গাপুজো দেখার সুযোগ হয়নি তবে তোমার শেয়ার করা পোস্ট গুলোর মাধ্যমে কলকাতার অনেক দুর্গাপুজো প্যান্ডেল দেখার সুযোগ পেয়েছি দাদা।

 6 months ago 

কমপক্ষে সাড়ে সাতশো মিটারের লম্বা লাইন মানুষের ভীড়ে দাঁড়িয়ে পড়লাম।

দাদা টালা প্রত্যয়ের পূজা মন্ডপের সুনাম লোকমুখে তো আর এমনি এমনি শোনেননি, এতো লম্বা লাইন দেখেই মনে হয় বুঝে গিয়েছিলেন, পূজা মন্ডপটা কতো সুন্দর করে সাজানো হয়েছে। যাইহোক এতো চমৎকার আয়োজন দেখতে তো এতো ভিড় হবেই। তাদের সম্পূর্ণ আয়োজন একেবারে দেখার মতো ছিলো। তাছাড়া "কহন" থিমটাও খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। যাইহোক বরাবরের মতো আজকেও এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39